শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় অন্যতম ভালো বাংলা ধারাবাহিক ছিল ‘ভুতু’। কমিডি হরর এই সিরিয়াল বিপুল জনপ্রিয়তা পায়। তার থেকে বেশি হিট হয়েছিল সিরিয়ালের প্রধান চরিত্র ‘ভুতু’। খুব ছোট একটি বাচ্চা ভুত। যার নাম ভুতু। তার মজার কাণ্ডকারখানা নিয়েই সিরিয়াল। ছোট সেই ভুত ছিল শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়। বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর হিন্দিতেও সিরিয়ালটির রিমেক হয়। একই চরিত্রে অভিনয় করে আর্শিয়া । সেখানেও তার অভিনয় দর্শক খুব পচ্ছন্দ করেছিল। ‘ভুতু’ ধারাবাহিক একবছর চলেছিল। যা এখনও মানুষের মনে গেঁথে আছে। আরও বেশি মনে আছে ছোট আর্শিয়াকে। অনেকেই জানতে চান, কেমন আছে সে ? আর কেন অভিনয় করছে না ? মাঝে স্টার জলসার ‘কৃষ্ণভক্ত মীরা’ সিরিয়ালে শিশু মীরার ভূমিকায় কিছুদিন দেখা গিয়েছিল তাকে। কিন্তু এখন সে রীতিমতো লেডি। ইনস্টাগ্রামে রোজ ছবি আপলোড করে। দেখুন কেমন দেখতে হয়েছে তাকে ।
ছোট্ট আর্শিয়া আর ছোট নেই। চেহারায় আমূল পরিবর্তন এসেছে। যদিও দর্শকের কাছে সে আজও ভুতু। টাইপকাস্ট হতে চায় না বলে সব ধরণের চরিত্রে সে অভিনয় করবে বলে জানিয়েছে। তবে এখন পুরোপুরো পড়াশোনায় মন দিয়েছেন। সিনেমাকেই কেরিয়ার গড়তে চান। লক্ষ্য বাংলা সিনেমার নায়িকা হওয়ার। তার জন্য অনেক প্রস্তুতি দরকার। এখন পড়াশোনার পাশাপাশি সেই ট্রেনিংয়ের মধ্যেই আছে আর্শিয়া। মাঝেমাঝে ভালো রোল পেলে কাজও করছে। কয়েক বছর আগে দেবের ‘ককপিট’ ছবিতে অভিনয় করেছিল। যদিও সেটা শিশুশিল্পী হিসেবেই।
ছোট্ট আর্শিয়া আর ছোট নেই। চেহারায় আমূল পরিবর্তন এসেছে। যদিও দর্শকের কাছে সে আজও ভুতু। টাইপকাস্ট হতে চায় না বলে সব ধরণের চরিত্রে সে অভিনয় করবে বলে জানিয়েছে। তবে এখন পুরোপুরো পড়াশোনায় মন দিয়েছেন। সিনেমাকেই কেরিয়ার গড়তে চান। লক্ষ্য বাংলা সিনেমার নায়িকা হওয়ার। তার জন্য অনেক প্রস্তুতি দরকার। এখন পড়াশোনার পাশাপাশি সেই ট্রেনিংয়ের মধ্যেই আছে আর্শিয়া। মাঝেমাঝে ভালো রোল পেলে কাজও করছে। কয়েক বছর আগে দেবের ‘ককপিট’ ছবিতে অভিনয় করেছিল। যদিও সেটা শিশুশিল্পী হিসেবেই।
READ MORE: ফ্ল্যাটে একঘরে অন্য মহিলার সঙ্গে হবু বর ! সাত মাস নিজেকে বন্দি রেখেছিলেন এই অভিনেত্রী
এখন অপেক্ষায় আছে, ভালো সুযোগের। আর্শিয়ার মা জানিয়েছেন, মেয়ের যা বয়স তাতে এখন আর তাকে শিশুশিল্পী মনে হবে না, আবার নায়িকা হিসেবেও ঠিক মানাবে না। তবে ভালো মনের মতো চরিত্রে আসলে অবশ্যই কাজ করবে। আর্শিয়ার অনুরাগীদের জন্য সুখবর আছে। ‘রক্তরহস্য’ ছবির পরিচালক সৌকর্য আচার্য খুব তাড়াতাড়ি একটি আরও একটি প্রজেক্টে কাজ করতে চলেছেন। ছবির নায়িকা থাকবেন বাংলাদেশের জয়া এহসান। সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আর্শিয়াকে।
· জন্ম- ১ জানুয়ারী, ২০১০
· জন্মস্থান- বাঁশদ্রোণী, কলকাতা
· স্কুল- জে ডি বিড়লা
· ডাক নাম- গোনু
· প্রথম অভিনয়- ভুতু (২০১৬)
এখন অপেক্ষায় আছে, ভালো সুযোগের। আর্শিয়ার মা জানিয়েছেন, মেয়ের যা বয়স তাতে এখন আর তাকে শিশুশিল্পী মনে হবে না, আবার নায়িকা হিসেবেও ঠিক মানাবে না। তবে ভালো মনের মতো চরিত্রে আসলে অবশ্যই কাজ করবে। আর্শিয়ার অনুরাগীদের জন্য সুখবর আছে। ‘রক্তরহস্য’ ছবির পরিচালক সৌকর্য আচার্য খুব তাড়াতাড়ি একটি আরও একটি প্রজেক্টে কাজ করতে চলেছেন। ছবির নায়িকা থাকবেন বাংলাদেশের জয়া এহসান। সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আর্শিয়াকে।
Unknown story about Arshiya Mukherjee
· জন্ম- ১ জানুয়ারী, ২০১০
· জন্মস্থান- বাঁশদ্রোণী, কলকাতা
· স্কুল- জে ডি বিড়লা
· ডাক নাম- গোনু
· প্রথম অভিনয়- ভুতু (২০১৬)
No comments:
please do not enter any spam link in the comment box