শেষ পর্যন্ত খুলে গেল মা কালীর ঘোমটা। আর তার কারণ কী ? ‘মহামিলন’ গৌরী আর ইশানের। দুজনেই নাকি ভগবানের অংশ। একজন মা কালীর, আর অন্যজন মহাদেব। ভালো কথা, কিন্তু ‘গৌরী এলো’ সিরিয়ালের শেষ পর্বে যা দেখানো হল, তাতে মা কালী ঘোমটা খুললেও লজ্জায় জিভ কাটছেন দর্শকরা। সিরিয়ালের প্রথম থেকেই মাথায় একহাত ঘোমটা টেনে আছেন কালী মা। নাম তাঁর ঘোমটা কালী। এমন মূর্তি ভূ-ভারতে কোথায় আছে কিনা সন্দেহ। যাই হোক, সিরিয়ালের গল্প। অভিনব ঠাকুরও সেখানে তৈরি হয়ে যায়। সমালোচনা থাকলেও প্রথম থেকেই সিরিয়ালটির টিআরপি ভালো। মানে দর্শক দেখছে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়েছে গল্প। মা কালীর অবতার গৌরী সব ষড়যন্ত্র ফাঁস করেছেন। তবে বিয়ে অনেকদিন হলেও এখনও পর্যন্ত স্বামীর সঙ্গে মিলন হল না। সিরিয়ালে সবই সম্ভব। অবশেষে গৌরী আর ইশানের আদরের দৃশ্য দেখানো হল। যা শুরু হওয়ার পর মাটি কাঁপতে লাগে। ঝড় ওঠে। আর খুলে যায় ঘোমটা কালীর ঘোমটা ! আর এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।
কী বলছে দর্শক ?
প্রথমত, ঠাকুর-দেবতা নিয়ে এমন রগরগে দৃশ্য মোটেই ভালোভাবে নেয়নি অনেকে। উঠছে নিন্দার ঝড়। তাঁদের বক্তব্য, টিআরপি পেতে এরা ঠাকুর-দেবতাকেও ছাড়বে না দেখছি ! আর জনের প্রশ্ন, গল্পের গোরুকে আর কত গাছে তুলবেন ? কেউ আর একটু এগিয়ে লিখেছেন, মা কালীর এটাই দেখার বাকি ছিল। ক’দিন আগে খালি গায়ে গৌরী-ইশানের আর একটি মিলন দেখানো হয়েছিল। তা নিয়েও কটাক্ষ কম হয়নি। অনেকে লিখেছেন, আলুভর্তার মতো লাগছে। কেউ লেখেন, কলকাতার রসগোল্লা। অন্যজন লিখেছেন, সব খুলল, কিন্তু চশমা খুলতে ভুলে গেল। অন্য কমেন্টে লেখা হয়েছে, ইনি কলকাতার অনিল কাপুর।এত নিন্দার মধ্যে পিজিটিভি খুজছেন গৌরী অর্থাৎ মোহনা মাইতি। তিনি বলেছেন, অত সমালোচনায় কান দিলে কাজ আর করতে পারব না। কাজ নিয়ে খুব ব্যস্ত, কমেন্ট সব পড়া হয় না। যে যা খুশি লিখছেন, তাতে আমার কিছু যাই আসে না। সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে বার করার চেষ্টা করছি আমরা।
No comments:
please do not enter any spam link in the comment box