Adipurush poster Ramnabami: শুভ দিন রামনবমী, সকালেই ঘটা করে প্রকাশ হল ‘আদিপুরুষ’-এর পোস্টার, মুগ্ধ ভক্তরা

কয়েকমাস আগে যখন ট্রেলার রিলিজ করেছিল, তখন নিন্দার ঝড় উঠেছিল। সোশ্যাল সাইটে চরম ট্রোল্ড হয়েছিল ‘আদিপুরুষ’ (Adipurush )। রামায়ণের মতো মহাকাব্যের উপর নির্মিত এই ছবির ভিএফএক্সের কাজ দেখে হাসি চেপে রাখতে পারেনি নেট নাগরিকরা। কয়েকশো কোটির এই ছবির এত খারাপ ভিএফএক্স ? বিশেষ করে রাবণের আধুনিক রূপ দেখে সমালোচনা চরমে ওঠে। পরিস্থিতি ভালো নয় বুঝে ছবির রিলিজ পিছিয়ে দিয়েছিল প্রযোজক সংস্থা। নতুন করে ভিএফএক্সের কাজ হয়েছে। অবশেষে বৃহস্পতিবার রামনবমীর শুভ মুহূর্তে ‘আদিপুরুষ’ (Adipurush )-এর পোস্টার রিলিজ হল। পোস্টারের মধ্যে একটা ঐশ্বরিক ছাপ। দেখে মুগ্ধ হয়েছেন রাম ভক্তরা। অন্তত আর নিন্দার ঝড় ওঠেনি। পোস্টার রিলিজের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ছবি রিলিজ হবে ১৬ জুন । রাম রূপে ‘বাহুবলী’ প্রভাসকে দেখে অভিভূত সবাই।

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয় রামনবমী। মহাকাব্য অনুযায়ী এইদিন পৃথিবীতে আবির্ভূত হন ভগবান রাম। তাই রামায়ণ নিয়ে তৈরি ছবি পোস্টার রিলিজের জন্য এর থেকে ভালো দিন আর কী হতে পারে। পোস্টারে দেখা যাচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ দাঁড়িয়ে আছেন। নীচে হাত জোড় করে বসে আছেন হনুমান। সাধারণত ক্যালেন্ডার বা অন্য ছবিতে এইভাবেই রাম-সীতাকে দেখতে অভ্যস্ত আমরা। এই ছবির মধ্যে তাঁদের ঐশ্বরিক রূপ প্রকাশ পায়। ঠিক সেই ভাবেই রাম (প্রভাস) এবং সীতা (কৃতি স্যানন), লক্ষ্মণ (সানি সিং) এবং বজরংবলি (দেবদত্ত নাগ) কে নিয়ে পোস্টার বানালো প্রযোজক সংস্থা টি-সিরিজ। ‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। যিনি এর আগে সুপারহিট ছবি ‘তানাজি’-এর পরিচালক ছিলেন। পোস্টার দেখে যেমন অনেকে ধন্য ধন্য করেছেন। তেমনি কটাক্ষ এসেছে কয়েকটি। পোস্টার মুক্তি পাওয়ার পর সেটি ট্যুইট করেন সিনেমা বিশেজ্ঞগ তরুণ আদর্শ। পাল্টা ট্যুইট করে দক্ষিণী অভিনেতা যশনাথ লেখেন, ‘ ছোটা ভীমের থেকে কিছুটা ভালো ! আল্ট্রা পো ম্যাক্স ফের বিপর্যয়ের পথে’।

এর আগে ছবির টিজার ও ট্রেলার দেখে নিন্দা চরমে পৌঁছায়। বিশেষ করে ‘রাবণ’ সইফ আলি খানের লুক বেশি করে চর্চিত হয়। আবার কয়েকটি বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। সইফ বলেছিলেন, সীতাহরণ কতটা যুক্তিযুক্ত ছিল সেটাই নাকি এই ছবিতে তুলে ধরা হবে। একইসঙ্গে রাবণের মানবিক দিকও উঠে আসবে। এর পরই রে রে করে ওঠেন দর্শকরা। এইসব বিতর্কের মাঝে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন ‘আদিপুরুষ’ রিলিজ হবে। এখন দেখার ‘বাহুবলী’ পর এটাই প্রভাসের অন্যতম হিট হবে নাকি সবথেকে বড় ফ্লপ ! উত্তর মিলবে জুন মাসে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.