দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার বর্তমান বয়স ৪০ পেরিয়েছে। ২০২২ সালের গোড়ার দিকে তিনি মা হয়েছিলেন। এত বয়সে মা কীভাবে হলেন ? এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। সত্যিটা অবশেষে জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। সারোগেসির মাধ্যমে হয়েছে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের মেয়ে। যার নাম তাঁরা রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস। অভিনেত্রী জানান, ৩০ বছর বয়স থেকেই নিজের ডিম্বানু সংগ্রহ করতে শুরু করেন তিনি। পরামর্শ দিয়েছিলেন তাঁর মা। অনেকেই হয়তো জানেন না, প্রিয়াঙ্কা চোপড়ার মা একজন স্ত্রী রোগ বিশেজ্ঞগ। মায়ের কথা মেনেই ডিম্বানু সংগ্রহ করেছিলেন। পরে তারই সাহায্যে মা হওয়ার সাধ পূরণ হয়েছে তাঁর। গায়ক নিক জোনাস প্রিয়াঙ্কার থেকে প্রায় ১০ বছরের ছোট। তাই এত অল্প বয়সে বাবা হওয়ার ইচ্ছা ছিল না নিকের। কিন্তু বাচ্চা ভালোবাসেন প্রিয়াঙ্কা। শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছার মর্যাদা রাখতে রাজি হন। এখন মেয়েকে নিয়ে খুব সুখে আছেন তারকা দম্পতি। তবে কেন ‘ দেশি গার্ল’ দেশ থেকে দূরে ? এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি আঙুল তুলেছেন বলিউডের কয়েকজন মুষ্টিমেয়র দিকে।
দেশি গার্ল -এর বক্তব্যের সমর্থনে মুখ খুলেছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। তাঁর বিস্ফোরক দাবি, করণ জোহরের জন্য মুম্বাই ছাড়তে বাধ্য হন প্রিয়াঙ্কা। তিনি হলেন প্রধান ষড়যন্ত্রকারী। আর সবটা হয়েছে শাহরুখের স্ত্রী গৌরী খানের নির্দেশে। কারণ, ‘ডন’ ছবির পর শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে চাপানউতোর শুরু হয়। তখন ভয় পেয়ে গিয়েছিলেন শাহরুখ ঘরণী। চক্রান্ত করে প্রিয়াঙ্কাকে একঘরে করে দেওয়া হয়। ছবির অফার আসছিল না। রাজনীতির সঙ্গে লড়াই করতে গিয়ে ক্লান্ত প্রিয়াঙ্কা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। কঙ্গনা আরও বলেন, মুভি মাফিয়া করণ জোহর একই কান্ড করেছিলেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। এরা বহিরাগতদের বলিউডে টিকতে দেয় না।
কী বলেছেন প্রিয়াঙ্কা ?
সম্প্রতি একটি পোডকাস্ট সাক্ষাৎকারে জীবনের নানা দিক তুলে ধরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজ বেশ কয়েক বছর তিনি ভারত থেকে দূরে। হলিউডে নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা দাবি করেছেন, বলিউডে নোংরা রাজনীতির শিকার তিনি। কোণঠাসা করে দেওয়া হয়েছিল। সিনেমাতে ব্যান হয়ে গিয়েছিলেন। তাই বাধ্য হয়ে বলিউড ছেড়ে হলিউডে চলে যান তিনি।দেশি গার্ল -এর বক্তব্যের সমর্থনে মুখ খুলেছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। তাঁর বিস্ফোরক দাবি, করণ জোহরের জন্য মুম্বাই ছাড়তে বাধ্য হন প্রিয়াঙ্কা। তিনি হলেন প্রধান ষড়যন্ত্রকারী। আর সবটা হয়েছে শাহরুখের স্ত্রী গৌরী খানের নির্দেশে। কারণ, ‘ডন’ ছবির পর শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে চাপানউতোর শুরু হয়। তখন ভয় পেয়ে গিয়েছিলেন শাহরুখ ঘরণী। চক্রান্ত করে প্রিয়াঙ্কাকে একঘরে করে দেওয়া হয়। ছবির অফার আসছিল না। রাজনীতির সঙ্গে লড়াই করতে গিয়ে ক্লান্ত প্রিয়াঙ্কা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। কঙ্গনা আরও বলেন, মুভি মাফিয়া করণ জোহর একই কান্ড করেছিলেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। এরা বহিরাগতদের বলিউডে টিকতে দেয় না।
No comments:
please do not enter any spam link in the comment box