Rudranil Ghosh in Ajay Devgan film: অজয় দেবগণের সঙ্গে টক্কর রুদ্রনীল ঘোষের, কোন সিনেমা ? কবে রিলিজ ?

পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়ের পর এবার রুদ্রনীল ঘোষ। বলিউডে বাংলার শিল্পীদের কদর ক্রমশ বাড়ছে। বাংলায় রুদ্রনীল ভীষণ জনপ্রিয়। এবার তাঁর অভিষেক হতে চলেছে হিন্দি সিনেমায়। অজয় দেবগণের সঙ্গে স্কিন শেয়ার করেছেন তিনি। অজয় দেবগণের আসন্ন ছবি ‘ভোলা’ সামনেই রিলিজ। তার ঠিক দু’মাস পরে রিলিজ হতে চলেছে ‘ময়দান’ (Maidaan)। এই ছবিতে অজয় দেবগণকে টক্কর দেবেন তিনি। এদিন নিজেই ইনস্টাগ্রামে সেই তথ্য তুলে ধরেছেন রুদ্রনীল। তিনি জানিয়েছেন, প্রতীক্ষার অবসান। ২৩ জুন রিলিজ হতে চলেছে আমার পরবর্তী ছবি ‘ময়দান’। লেখার সঙ্গে ছবির পোস্টার শেয়ার করেছেন। সেখানে জ্বলজ্বল করছে অজয় দেবগণের মুখ। রুদ্রনীলের প্রথম হিন্দি ছবি। তাই খুবই উত্তেজিত তিনি। সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি। নাম যখন ‘ময়দান’। তখন কারও বুঝতে অসুবিধা নেই, ছবির বিষয় ফুটবল। রুদ্রনীল ঘোষ কোন চরিত্রে অভিনয় করেছেন তা জানা জায়নি।

কোভিডের জন্য ৩ বছর দেরি

‘ময়দান’ তৈরি হয়ে গিয়েছিল ২০১৯ সালেই। রিলিজ নিয়ে যখন ভাবনা চিন্তা চলছিল, তখনই দেশে হানা দেয় অতিমারী পরিস্থিতি। পিছিয়ে দেওয়া হয় মুক্তি। তারপর থেকে একপ্রকার ক্যান বন্দি হয়েই পরেছিল ছবিটি। অনেকেই ধরে নিয়েছিলেন, আর বোধহয় সিনেমাটি বের হবে না। ২০২২ সালের ৩ জুন মুক্তির দিন ঠিক ছিল। কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজের জন্য রিলিজ আরও এক বছর পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের ২৩ জুন মুক্তি পাবে ‘ময়দান’।

ছবির প্রযোজক বনি কাপুর। পরিচালক অমিত শর্মা। যাঁর ‘বাধাই হো’ বক্স অফিসে বিরাট রেকর্ড করেছিল। ছবিতে মিউজিক দিয়েছেন স্বনাম ধন্য এ আর রহমান। অজ্য দেবগণ, রুদ্রনীল ঘোষ ছাড়া ‘ময়দান’-এ অভিনয় করেছেন গজরাজ রাও, প্রিয়ামণি, অয়ন ভৌমিক। এই ছবিতে ফুটবলার সইদ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ।

কে ছিলেন সইদ আব্দুল রহিম ?

১৯০৯ সালে ব্রিটিশ শাসিত ভারতে জন্ম আব্দুল রহিম আসলে একজন ফুটবল কোচ। তিনি ছিলেন খুব ভালো প্রেরণাপ্রদানকারী। তিনি জাতীয় দলের কোচ ছিলেন। অথচ পেশায় ছিলেন একজন শিক্ষক। তাঁর আমলে দেশের ফুটবলে ছিল ‘স্বর্ণ যুগ’। মৃত্যু আগে পর্যন্ত ফুটবল ছিল তাঁর ধ্যানজ্ঞান। ‘ময়দান’ ছবিতে তাঁর জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। আব্দুল রহিমের নেতৃত্বে জাতীয় ফুটবল টিম ১৯৫১ এবং ১৯৬২ সালের এশিয়ান গেমস জিতেছিল। শুধু তাই নয়, ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকসের সেমি ফাইনাল পর্যন্ত ভারত পৌঁছে গিয়েছিল। যা এক কথায় ইতিহাস। তাঁর কোচের জোরেই সেই সময় ভারত ছিল এশিয়ার সেরা দল। তাঁর অধীনে খেলে সমর বন্দ্যোপাধ্যায়, পি কে ব্যানারজীর মতো ফুটবল তারকা তৈরি হয়েছেন।
১৯৬০ সালের সামার অলিম্পিকস -এর আগে জাতীয় দল। প্রথম সারীতে চার নম্বরে সইদ আব্দুল রহিম


READ MORE: মাধুরী দীক্ষিতকে যৌনকর্মী বলে নোংরা ভাষায় আক্রমণ, নেটফ্লিক্সের বিরুদ্ধে সরব জয়া বচ্চন

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.