Dev-Prosenjit Bangla brand ambassador: বাংলার ব্রান্ড অ্যাম্বাসেডর দেব, রাগ হল প্রসেনজিতের ?

প্রায় জোড় করেই শাহরুখ খানকে বাংলা পর্যটন বিভাগের ব্রান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল। মাত্র একটি বিজ্ঞাপনে কিছুক্ষণের জন্য মুখ দেখিয়ে সেই যে বেপাত্তা হয়েছেন কিংখান। আর কোনদিন এমুখো হননি। তারপর থেকে নামেই তিনি দূত। কিন্তু রাজ্যের পর্যটন বিভাগ পুরোপুরি অন্ধকারে। যাইহোক, দূত বদলানো হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় আদরের ভাই দেব এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের ব্রান্ড অ্যাম্বাসেডর। দেব-দূত। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের বক্তব্য, প্রসেনজিত চট্টোপাধ্যায়ের মতো সর্বভারতীয় পরিচিত দেবের নেই। পাশপাশি, বুম্বা দা দীর্ঘদিনের সুপারস্টার। তাঁর নাম কেন একবারও মনে পড়ল না ? এমনটা নয় যে, প্রসেনজিত চট্টোপাধ্যায় সরকার বিরোধী কথা বলেন। বরং তিনি অনেক বেশি সাবধানী, হিসেবী। মুখ্যমন্ত্রী ডাক দিলেই সরকারী মঞ্চে হাজিরা দেন। তাহলেও কেন তিনি বাদ ? সিনেমা পাড়ার ফিসফাস, অতিরিক্ত তেল দেওয়ার তো একটা দাম আছে নাকি। শুধু কথাবার্তা বা আচার আচারণে নয়, সিনেমাতেও দেব মুখ্যমন্ত্রীকে তেল দিয়ে চলেন। তাঁর ‘কিসমিস’ ছবিতে একটি চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ধুপধুনো দিয়ে পুজো করছিলেন। এমনটাও দেখানো হয়েছে। আসলে তো ওই চরিত্র নয়, পুজো করছিলেন দেব। সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে ঠিকঠাক পৌঁছে যায়। তারই ফল হাতেনাতে পাচ্ছেন দেববাবু।

কী বলছেন প্রসেনজিত ?

গত বছর মুক্তি পেয়েছিল দেব-প্রসেনজিতের ‘কাছের মানুষ’। কিন্তু অ্যাম্বাসেডর ইস্যুতে কাছের মানুষ এখন দূরের হয়ে যাচ্ছে। মুখে না স্বীকার করলেও বুম্বা দা খানিকটা অভিমানী। তিনি বলেন, এটা তো খুব ভালো খবর। দেব এমনিতে সাংসদ। ও রাজ্যের জন্য ভালো করবে আশা করি। এর সঙ্গে সিনেমার কোন সম্পর্ক নেই। পুরোটাই ট্যুরিজম নিয়ে। শাহরুখ থাকা বা দেব থাকা গুরুত্বপূর্ণ নয়। ও আমাদের রাজ্যের ছেলে। নিশ্চয় ভালো কিছু করবে। শাহরুখ আমার খুব ভালো বন্ধু। কিন্তু সত্যি ও খুব ব্যস্ত। দেব এক্ষেত্রে সামলে নেবে।

কেন তাঁকে করা হল না ? উত্তরে প্রসেনজিত চট্টোপাধ্যায় বলেন, আমার কেন খারাপ লাগতে যাবে ? আমি এর মধ্যে ঢুকতে চাই না। আর তাছাড়া ২০ বছর আগের আমার সঙ্গে এখনকার এনার্জি এক নয়। শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকি। বাকি সময় বাড়িতে রেস্ট নিই। একটা জিনিস করতে গেলে সময় একটা ব্যাপার। আমার সেটা নেই। খুব ব্যস্ত থাকি।

প্রসঙ্গত, বর্তমানে পর্যটন বিভাগের দায়িত্ব আছে বাবুল সুপ্রিয়ের কাঁধে। মিটিংয়ে তিনিও ছিলেন। দেবকে নিয়ে বিজ্ঞাপনের ভিডিও বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক গৌতম ঘোষকে। একসময় বামঘনিষ্ঠ গৌতম ঘোষ এখন পার্টি বদলেছেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.