Srabanti chaterjee new lover new gossip: প্রাক্তন স্বামীর সঙ্গে খোরপোষের মামলার মধ্যেই জীবনে নতুন ‘ প্রেম’ শ্রাবন্তীর !
সিনেমা চলুক বা না চলুক জীবনে প্রেমের খেলা চলতে থাকুক। শেষ কোন ছবি হিট ছিল নিজেই হয়তো মনে করতে পারবেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাতে কী ? মিডিয়ায় তিনি বরাবর আছেন। সেটার কারণ ব্যক্তিগত জীবন। ঋতু বদলের মতো প্রেমিক পাল্টানো তাঁর স্বভাব। বিয়ে করে এক বছরের মধ্যেই বিচ্ছেদ নিয়ে প্রাক্তন স্বামীদের কাছ থেকে মোটা অংকের খোরপোষ আদায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে এইসব এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রাক্তন স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে মাসে ৭ লক্ষ টাকা খোরপোষের মামলা করেছেন অভিনেত্রী। কিন্তু সেই মামলা আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। কারণ, পালটা রোশন সিং অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পারজারি’ মামলা করেছেন। সেই মামলার নিষ্পত্তি না হওয়া স্টে অর্ডার থাকবে বলে আদালত জানিয়েছে। এরই মধ্যে খবর হল, বসন্ত কালে শ্রাবন্তীর জীবনে ফের নতুন বসন্তের উদয় হয়েছে। ইন্ডাস্ট্রির এক জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের সঙ্গে নতুন প্রেমে জড়িয়েছেন অভিনেত্রী। রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর একই আবাসনের বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে জড়িয়েছিলেন কিছুদিন। এখন অবশ্য সেসব অতীত। শুধুই নাকি বন্ধুত্বের সম্পর্ক। এখন জীবনে নতুন প্রেম।
আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পারজারি’ মামলা জারি হয়েছে ৩৪০ ধারায়। দোষী প্রমাণিত হলে জেল হতে পারে। রোশন সিং বলেছেন , তিনি এর শেষ দেখে ছাড়বেন। শ্রাবন্তী নাকি বলে বেড়াচ্ছেন রোশন মোটা বলে সঙ্গম করতে পারেন না। এইরকম মিথ্যা কুরুচিকর ভাষণের জন্য শ্রাবন্তীকে ছেড়ে কথা বলবেন না।
সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলেম...
প্রেম ভাঙতে যেমন সময় লাগে না, তেমনই আসতেও তেমন সময় লাগে না। খুব বেশিদিন ফাঁকা থাকেন না শ্রাবন্তী। ক্লাস নাইনে পড়তে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। তখন রাজীব বিশ্বাস সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। আকাশ বাংলায় সিরিয়াল পরিচালনা করতেন। বিয়ের আগেই ‘চ্যাম্পিয়ন’ নামে একটি ছবি করেন। তারপর যখন মোহভঙ্গ হয়ে ইন্ডাস্ট্রিতে ফিরলেন তখন শ্রাবন্তী এক সন্তানের জননী। রাজীব বিশ্বাস তখন রাজীব কুমার নাম নিয়ে স্ত্রীর কয়েকটি ছবি পরিচালনা করলেন। এখন অবশ্য তিনি উধাও। প্রথম বিয়ে ভাঙার পর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে শ্রাবন্তীর। করেছেন গোটা কয়েক বিয়ে। এখন এক পরিচালকের প্রেমে পড়েছেন তিনি। দুজনকে একসঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে, অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা যাচ্ছে। কয়েকদিন আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে আসেন তাঁরা। পাশাপাশি বসে ছিলেন। যদিও সম্পর্কের কথা অস্বীকার করছেন তাঁরা। কিন্তু শাক দিয়ে কী আর মাছ ঢাকা যায় ? শোনা যাচ্ছে, ওই পরিচালকের পরবর্তী ছবিতে কাজ করবেন শ্রাবন্তী।আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পারজারি’ মামলা জারি হয়েছে ৩৪০ ধারায়। দোষী প্রমাণিত হলে জেল হতে পারে। রোশন সিং বলেছেন , তিনি এর শেষ দেখে ছাড়বেন। শ্রাবন্তী নাকি বলে বেড়াচ্ছেন রোশন মোটা বলে সঙ্গম করতে পারেন না। এইরকম মিথ্যা কুরুচিকর ভাষণের জন্য শ্রাবন্তীকে ছেড়ে কথা বলবেন না।
No comments:
please do not enter any spam link in the comment box