Subhadra Mukherjee-Ekka Dokka mega serial: অন্যায়ভাবে ‘এক্কা-দোক্কা’ সিরিয়াল থেকে বাদ দেওয়া হল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে, কিন্তু কেন ?

দীর্ঘ কয়েক দশক ধরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সুভদ্রা মুখোপাধ্যায়। সিনেমা-সিরিয়ালের পরিচিত মুখ তিনি। বিশেষ করে টিভি সিরিয়ালের জেরে খ্যাতি সবথেকে বেশি। নানা ধরণের চরিত্রের জন্য গ্রাম বাংলার মা-মাসিদের কাছে ভীষণ জনপ্রিয়। কাজ করতে গিয়ে নানা ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তার মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ। কিন্তু সম্প্রতি ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে কাজ করতে গিয়ে যা পরিস্থিতি হল, তা কোনওদিন স্বপ্নেও ভাবেননি সুভদ্রা মুখোপাধ্যায়। নাটক থেকে ক্যামেরার সামনে এসেছিলেন। চিরদিনই চূড়ান্ত পেশাদার তিনি। যখন নতুন ছিলেন তখন হরেক রকম হেনস্থা করা হতো। কিন্তু এতো সিনিয়র একজন অভিনেত্রীকে সিরিয়াল থেকে বিনা কোন কারণে কেন বাদ দিয়ে দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ? ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে মোহর ও প্রতীক সেনের ট্রাক ফিরিয়ে আনা হয়েছে। সেখানেই প্রতীকের পিসির চরিত্রে অভিনয় করছিলেন সুভদ্রা। আর মায়ের ভূমিকায় অনুশ্রী। কিন্তু বিনা নোটিসেই সিরিয়াল থেকে বাদ পড়লেন সুভদ্রা মুখোপাধ্যায়। কিন্তু কেন ?

বাংলা সিরিয়ালে এখন একপ্রকার মনোপলি চালাচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চ্যানেলে তাঁদের অনেক মেগা ধারাবাহিক চলছে। মেগা সিরিয়ালের ব্যবসায় দীর্ঘ কয়েক দশক ধরে আছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। শুরুটা হয়েছিল দূরদর্শন থেকে। এখন তাঁর ধারাবাহিক লেখেন লীনা গঙ্গোপাধ্যায়। বেশ সফল সেই সব সিরিয়াল। স্টার জলসায় তাঁদের নতুন উপস্থাপনা ‘এক্কা দোক্কা’। শিল্পী সবই এক। শুধু নামগুলি পাল্টে গিয়েছে। এই সিরিয়ালে সদ্য কাজ করছিলেন সুভদ্রা মুখোপাধ্যায়। বেশ কিছুদিন কাজ করার পর তাঁর জীবনে কিছু বিপর্যয় নেমে এসেছে। বাবা এবং শ্বশুরমশাই একই দিনে মারা গিয়েছেন। এপ্রসঙ্গে তিনি জানান, বাবা শান্তিগোপাল মুখোপাধ্যায়ের পেলভিক বোন ভেঙে গিয়েছিল। দীর্ঘ দিন হাসপাতালে ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে আনার পর ম্যাসিভ অ্যাটাক হয়। বাবা ছিলেন তার শিক্ষাগুরু। সেইদিন বিকেল ৪টে নাগাদ শ্বশুর মশাই মারা যান। একই দিনে দুই বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন।

সিরিয়াল থেকে কেন বাদ ?

বাবাকে হারানোয় সিরিয়াল থেকে বাদ পড়েছেন তিনি। হিন্দু নিয়ম অনুযায়ী, মেয়েরা বাবার তিনদিনে পারলৌকিক কাজ করে। তিনি সিরিয়ালের ইউনিটের কাছে সেই তিনদিন সময় চেয়েছিলেন। বলেছিলেন, অশৌচ চলছে। এই সময় কী করে মেকআপ করব ? এর প্রশ্ন করাই কাল হল। সিরিয়াল থেকেই সটান বাদ পড়লেন। এটা অমানবিক। এখন মানসিকভাবে বিপর্যস্ত সুভদ্রা মুখোপাধ্যায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.