Bonny Sengupta-Koushani Mukherjee breakup: নিজে বাঁচলে বাপের নাম ! বনির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন কৌশানী ? গুঞ্জন

সময় ভালো যাচ্ছে না সুখেন দাসের নাতির। নায়ক হওয়ার পর থেকে একটাও ছবি হিট করেনি। তাও নামজাদা পরিবারের সন্তান হওয়ার সুবাদে সুযোগের অভাব হয়নি। নামী প্রোডাকশন হাউস থেকেই লঞ্চ হয়েছিলেন। দ্বিতীয় সিনেমা থেকে জুটে গেল গার্লফেন্ড। তারপর প্রায় নয় বছর ধরে একটার পর একটা ফ্লপ দিয়ে গেলেও নায়ক হয়ে গিয়েছেন বনি সেনগুপ্ত। সদ্য আবার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে খুলেছিলেন নিজস্ব প্রোডাকশন হাউস। ভ্যালেন্টাইন দিনে মুক্তি পেয়েছে প্রথম ছবি ‘ডাল, বাটি, চুরমা’। ছবি চলেনি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল বনির। ডাক পড়ল ইডির। ১০ ঘণ্টা টানা জেরার পরও ফের ডাকা হয়েছে। কী আছে কপালে কে জানে। এই রকম খারাপ সময়ে যার বেশি করে হাত শক্ত করে ধরার কথা তিনিই মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে খবর। দীর্ঘদিনের গার্লফ্রেন্ড কৌশানী মুখোপাধ্যায় ইতিমধ্যেই দূরত্ব বাড়াতে শুরু করেছেন। মিডিয়াতে বলে দিয়েছেন, বনির টাকা পয়সা , লেনদেনের ব্যাপারে তিনি কিছুই জানেন না । সবকিছু ওর বাবা-মা দেখেন। তিনি নিষ্পাপ। তাহলে প্রশ্ন ওঠে, একসঙ্গে প্রোডাকশন হাউস কীভাবে খুললেন তিনি ? জবাব নেই। ইতিমধ্যে শোনা যাচ্ছে, কয়েকজন নায়িকাও নাকি নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত। টাকা নিয়েছিলেন কৌশানীও। যাই হোক, সেসব প্রমাণ সাপেক্ষ ব্যাপার। অবশ্য বনির সঙ্গে দূরত্ব অনেকদিন আগে থেকেই বাড়ছিল। ব্যাকগ্রাউন্ডে নাকি কোন এক ‘চক্রবর্তী’ নামক পরিচালক !

ওপরে উঠতে মরিয়া কৌশানী

ফ্লপ হিরোর সঙ্গে থেকে খুব বেশি লাভের লাভ হচ্ছিল না। প্রথমবার ওটিটিতে পা রেখেছেন ওই হিট পরিচালক। তাঁর ওয়েবসিরিজে কাজ পেতে মরিয়া কৌশানী। শক্ত খুঁটি ধরতে না পারলে লাভ হচ্ছে না। স্টুডিওপাড়ার ফিসফাস, ওয়েবসিরিজে কাজ পেতে সেই পরিচালকের প্রিয়তমা হতেও নাকি আপত্তি নেই তাঁর। পরিচালকের কাছে যেতেই বনির সঙ্গে দূরত্ব তৈরি হয়। মন ভেঙে গিয়েছে বনির। অবশ্য ওই পরিচালকের হাত ধরেই প্রথম সিনেমাতে অভিনয়। এবার তাঁর হাত ধরেই ওয়েব সিরিজে প্রথম কাজ করতে চলেছেন। আর সেই কাজ পাওয়ার জন্য এত কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। কিন্তু কাজ পেতে কৌশানী যে সেই পরিচালকের কাছের হয়ে যাবেন তা বোধহয় স্বপ্নেও ভাবেননি বনি সেনগুপ্ত। শেষ পর্যন্ত নিজের প্রিয়াকে হারালেন পিয়া পুত্র।

কে সেই পরিচালক

অনেক হিট ছবির পরিচালনা করেছেন। নিজে প্রথম স্ত্রীকে ছেড়ে নায়িকাকে বিয়ে করেছেন। তবে ক্যামেরার পিছনে এমন অনেক কিছুই ঘটে যার খবর সাধারণ মানুষ নাগাল পায় না। এমন কাণ্ড ঘটে যায়, যা ঘটা উচিত নয়। তারপরও ঘটছে। চরিত্র নিয়ে ওই পরিচালকের খুব একটা সুনাম নেই। নানা ধরণের কাণ্ড তিনি করে থাকেন। বনি অবশ্য মন ভাঙলেও এখনই প্রেম ভাঙতে চান না। ফিল্মফেয়ারের অনুষ্ঠানে কৌশানীর সঙ্গে এসেছিলেন। কিন্তু কোথাও যে তাল কেটে গিয়েছে, তা স্পষ্ট। সবাই বুঝতে পারছিল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর চার হাত এক হওয়ার কথা। কিন্তু বিয়ের সানাই কী বাজবে ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.