৩৪ বছর অতিক্রান্ত। কিন্তু আজও যে তাঁরা ভগবানের আসনে বিদ্যবান, তা প্রমাণিত। ২০২০ সালে লকডাউনে যখন চারিদিক বন্ধ। তখন দূরদর্শনের পর্দায় ফিরেছিল ‘রামায়ণ’। ৩৪ বছরের পুরনো ধারাবাহিক। ফের একবার এই যুগে এসেও মানুষ রামায়ণ মন ভরে দেখল। গ্রাফিক্স বা ভিএফএক্সে যখন বিপ্লব ঘটে গিয়েছে, তখন এত পুরনো সিরিয়ালও হিট হতে পারে, তা এককথায় অবিশ্বাস্য। তার কারণ বোধহয় গল্প বলার সারল্য এবং দেশীয় জিনিসের ছোঁয়া। ১৯৮৮ সালে যখন দূরদর্শনের পর্দায় রামায়ণ সম্প্রচারিত হতো, তখন রাম রূপী অরুণ গোভিল এবং ‘সীতা’ দীপিকা চিকলিয়াকে মানুষ স্বয়ং ভগবান জ্ঞানে পুজো করত। পায়ে হাত দিয়ে প্রণাম করত। সেই বিশ্বাস আজও অটূট। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় কোন একটি বিমান বন্দরের বাইরে শার্ট প্যান্ট পরা অরুণ গোভিলকে দেখে সটান পায়ে পড়ে প্রণাম করলেন এক মহিলা। দৃশ্যত চরম অস্বস্তিতে অরুণ গোভিল। ‘রামায়ণ’ শেষ হওয়ার কিছুদিন পর অরুণ এবং দীপিকা একসঙ্গে কাজ করেছিলেন ‘লব কুশ’ ধারাবাহিকে। তারপর অনেকগুলি বছর কেটে গিয়েছে। আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে আজও তাঁরা জুটি। আজও তাঁরা রাম-সীতা। খবর হল, বনবাসের অবসান হয়েছে, ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দুজনে।
দীর্ঘদিন পর দীপিকার সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি অরুণ গোভিল। তিনি জানান। দুটি কারণে ছবিটি করতে তিনি রাজি হয়েছেন। প্রথমত তাঁর বিপরীতে দীপিকা আছেন। আর গল্প আধুনিক হলেও ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হবে। সত্য এবং নিষ্ঠা প্রতিষ্ঠিত হবে। গল্পের প্রধান চরিত্র সত্যের জন্য লড়াই করবেন। এর বেশি কিছু গল্প তিনি ভেঙে বলতে রাজি নন। শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আপাতত অপেক্ষা কবে ফের পর্দায় ফিরবেন রাম-সীতা।
কোন ছবিতে দেখা যাবে তাঁদের ?
পরিচালক প্রদীপ গুপ্তর ‘ নোটিস’ ছবিতে একসঙ্গে কাজ করবেন অরুণ গোভিল এবং দীপিকা। যদিও ২০২০ সালে তাঁরা একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন বলে জানা গিয়েছে। দীপিকাকে কয়েক বছর আগে ‘বালা’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে অরুণ গোভিল দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে। টিভিতে তিনি নিয়মিত মুখ। নোটিস ছবির পরিচালক প্রদীপ গুপ্তর এটাই প্রথম ছবি। এর আগে তিনি ‘হবন’, ‘পরলোক’ এবং ‘ওর প্যায়ার হো গ্যায়া’র মতো হিট টিভি সিরিয়ালের ডিরেক্টশন দিতে দেখা গিয়েছে। এই ছবি আধুনিক সময়ের গল্প হলেও ভিত্তি রামায়ণ।দীর্ঘদিন পর দীপিকার সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি অরুণ গোভিল। তিনি জানান। দুটি কারণে ছবিটি করতে তিনি রাজি হয়েছেন। প্রথমত তাঁর বিপরীতে দীপিকা আছেন। আর গল্প আধুনিক হলেও ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হবে। সত্য এবং নিষ্ঠা প্রতিষ্ঠিত হবে। গল্পের প্রধান চরিত্র সত্যের জন্য লড়াই করবেন। এর বেশি কিছু গল্প তিনি ভেঙে বলতে রাজি নন। শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আপাতত অপেক্ষা কবে ফের পর্দায় ফিরবেন রাম-সীতা।
No comments:
please do not enter any spam link in the comment box