Jeet action movie Chengiz: সারা ভারত কাঁপাতে চেঙ্গিজ হয়ে আসছেন জিত, কখন ? কীভাবে জানুন

শেষ ছবি মুক্তি পেয়েছিল ‘রাবন’। তারপর থেকে একপ্রকার চুপ মেরে গিয়েছেন বাংলার সুপারস্টার জিত। রাজেশ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ চেঙ্গিজ’ নিয়ে তিনি ফিরবেন। এমন খবর ক’দিন ধরেই শোনা গিয়েছিল। কিন্তু কবে রিলিজ হবে ? জিতের ভক্তদের অধীর অপেক্ষার অবসান হয়েছে। শোনা যাচ্ছে, পয়লা বৈশাখের ক’দিন পরেই বড় পর্দায় আসছেন ‘ চেঙ্গিস’ জিত। সম্ভবত ২১ এপ্রিল রিলিজ হবে। তবে খবর আরও আছে। চেঙ্গিস শুধু বাংলায় নয়, সারাভারত জুড়ে হিন্দিতে মুক্তি পাবে। ধামাকাদার অ্যাকশন মুভি চেঙ্গিস হতে চলেছে জিতের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। চেঙ্গিস হিন্দিতে রিলিজ হবে, এই সুখবর জিত নিজেই ট্যুইট করে জানিয়েছেন। বৃহস্পতিবার হিন্দি ট্রেলার মুক্তি পাবে। তার ঠিক একমাস পরেই ছবি রিলিজ হবে।

সাউথকে টক্কর দিতে পারবে চেঙ্গিস ?

প্রশ্ন এখানেই। কেজিএফ বা কান্থারা দিয়ে সারা ভারতে এখন একপ্রকার রাজত্ব করছে সাউথ ইন্ডাস্ট্রি। অপরিচিত দক্ষিণী অভিনেতারা এখন ঘরে ঘরে পরিচিত। সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁদের নিয়ে খবর করে। সেখানে বাংলা কোণঠাসা। অবশ্য তারজন্য দায়ী নিজেরাই। একটা সময় বাংলা সিনেমাতে বাজেট ছিল না। রদ্দিমারা ছবি হতো। তারপর যখন বাজেট বাড়ল, তখন সাউথের ছবি অবিকল টুকে দিয়ে শেষ পেরেক পুঁতে দিয়েছেন রাজ চক্রবর্তীর মতো পরিচালকরা। এখন দর্শকদের কাছে হাত জোড় করতে বলতে হচ্ছে, দয়া করে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কিন্তু তাতেও পরিস্থিতি কোন উন্নতি নেই। দুই একটি হাতেগোনা ছবি কোটি টাকার ব্যবসা করলে হইচই পড়ে যায়। আঞ্চলিক ভাষার ছবি হয়েও সাউথে কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের নামীদামী অভিনেতা-অভিনেত্রীরা। বাংলার সেই বাজেট নেই। তাহলে এখানে প্রশ্ন, শুধুমাত্র জিতের উপর ভরসা করে চেঙ্গিস আদোও হিন্দি বাজার ধরতে পারবে ? সারা ভারতে প্রচারের মতো কোন মুখ সেখানে নেই। অতএব, বোঝা যায় চেঙ্গিস ছবির হাল হিন্দি মার্কেটে কী হতে চলেছে। এটা বলার জন্য কোন জ্যোতিষীর প্রয়োজন পড়ে না।

চেঙ্গিস-এর গল্প ৭০ এবং ৮০ দশকের কলকাতা অন্ধকার মাফিয়া জগত। সেখানে একজন মাফিয়া হিসেবেই দেখা যাবে জিতকে। তিনি ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন সাতাফ ফিগার, সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এবং রোহিত বোস রায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.