Salman khan at Kolkata: আদালতে স্বস্তির দিনেই সিটি অব জয়ে আসার ঘোষণা ভাইজানের, দেখা হবে মমতার সঙ্গেও
বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে বড় স্বস্তি পেলেন ‘ভাইজান’ সালমান খান। ২০১৯সালে সাংবাদিক পেটানোর মামলা খারিজ হয়ে গেল আদালতে। ভাইজান ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে ফৌজদারী মামলা চলছিল। এর আগে নিম্ন আদালতে মামলার বিচার হয়। সালমান ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট আদালত। অবশ্য হাইকোর্টে রেহাই মিলল। আর এদিনই শোনা গেল, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ মে তিলোত্তমা কলকাতায় পা রাখতে চলছেন সালমান খান। বলিউডের কয়েকজন শিল্পীকে নিয়ে কলকাতা কাঁপাবেন তিনি। উপলক্ষ্য, ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ। অবশ্য এই খবর বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে।
লাল- হলুদ ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে সালমান ছাড়া থাকবেন সোনাক্ষী সিনহা, প্রভুদেবা, জ্যাকলিন ফারন্দাদেজ, পূজা হেগড়ে এবং পপ তারকা গুরু রন্ধোয়া। খবর আরও আছে, অনুষ্ঠানের ফাঁকে হয়তো দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে এই খবরের সত্যতা এখনও কোন পক্ষ স্বীকার করেনি। ইতিমধ্যেই অনুষ্ঠানের অনুমতি পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল- হলুদের তাঁবুতেই অনুষ্ঠান হবে।
এর আগে বিষ্ণোইদের হুমকির জেরে কলকাতা সফর বাতিল হতে পারে বলেও শোনা গিয়েছিল। কারণ, গত জানুয়ারী মাসেই কলকাতা আসার কথা ছিল দাবাংয়ের। কিন্তু অনুষ্ঠান স্থল নিয়ে সমস্যা থাকাই সেটা বাতিল হয়। গত নভেম্বরে নিজস্ব বাহিনী নিয়ে এসে ভেন্যু পরিদর্শন করে গিয়েছেন সোহেল খান। যাতে ভাইজানের নিরাপত্তায় কোন গাফিলতি না থাকে। সালমান খান এখন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। যিনি হুমকি দিয়েছিলেন, ইতিমধ্যেই পুলিশের জালে বন্দি। এখন শুধু সময়ের অপেক্ষা। কবে কলকাতার বুকে আগুন ধরাতে আসেন সালমান খান। অধীর অপেক্ষায় তাঁর ভক্তরা।
লাল- হলুদ ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে সালমান ছাড়া থাকবেন সোনাক্ষী সিনহা, প্রভুদেবা, জ্যাকলিন ফারন্দাদেজ, পূজা হেগড়ে এবং পপ তারকা গুরু রন্ধোয়া। খবর আরও আছে, অনুষ্ঠানের ফাঁকে হয়তো দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে এই খবরের সত্যতা এখনও কোন পক্ষ স্বীকার করেনি। ইতিমধ্যেই অনুষ্ঠানের অনুমতি পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল- হলুদের তাঁবুতেই অনুষ্ঠান হবে।
এর আগে বিষ্ণোইদের হুমকির জেরে কলকাতা সফর বাতিল হতে পারে বলেও শোনা গিয়েছিল। কারণ, গত জানুয়ারী মাসেই কলকাতা আসার কথা ছিল দাবাংয়ের। কিন্তু অনুষ্ঠান স্থল নিয়ে সমস্যা থাকাই সেটা বাতিল হয়। গত নভেম্বরে নিজস্ব বাহিনী নিয়ে এসে ভেন্যু পরিদর্শন করে গিয়েছেন সোহেল খান। যাতে ভাইজানের নিরাপত্তায় কোন গাফিলতি না থাকে। সালমান খান এখন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। যিনি হুমকি দিয়েছিলেন, ইতিমধ্যেই পুলিশের জালে বন্দি। এখন শুধু সময়ের অপেক্ষা। কবে কলকাতার বুকে আগুন ধরাতে আসেন সালমান খান। অধীর অপেক্ষায় তাঁর ভক্তরা।
No comments:
please do not enter any spam link in the comment box