Dipika chikhliya as sitama: রামনবমীর পবিত্র তিথিতে ফের ফিরলেন পর্দার সীতা, দেখুন কীভাবে

মাঝে প্রায় ৩৫ বছর অতিবাহিত। তবুও দূরদর্শনের ‘রামায়ণ’ আজও মানুষের মনে গেঁথে আছে। মনে রয়ে গিয়েছেন রাম রূপী অরুণ গোভিল। ঠিক তেমনি সীতা রূপে দীপিকা চিখলিয়া আজো অন্যন। তারপর ছোট পর্দায় অনেক ‘রামায়ণ’ সিরিয়াল রিক্রিয়েট হয়েছে। কিন্তু মাধুর্য আর ফেরেনি। বৃহস্পতিবার রামনবমীর পবিত্র তিথিতে ফিরলেন সীতা ! সেই গেরুয়া বসনে ধরা দিলেন তিনি। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ আর পড়নে গেরুয়া শাড়ি। সেই চেনা লুক। আজ থেকে ৩৫ বছর আগে যে রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সেটাই আবার ফিরিয়ে আনলেন দীপিকা চিখলিয়া। মুখে চোখে বয়সের ছাপ পড়েছে ঠিকই। কিন্তু লাবণ্য যে রয়ে গিয়েছে। আজও পবিত্রতা অমলিন।

রামনবমীতে এইভাবেই সীতা বেশে ধরা দিলেন দীপিকা চিখলিয়া। সীতা সেজে রিল বানিয়ে সোশ্যাল সাইটে দিয়েছেন। আর তা দেখে ধন্য ধন্য করছেন তাঁর ভক্তরা। ১৯৮৭ সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয় রামানন্দ সাগরের ‘রামায়ণ’। ৭৮ পর্ব চলার পর শেষ হয় ধারাবাহিক। সেই সময় দেশের সবথেকে জনপ্রিয় সিরিয়াল ‘রামায়ণ’। টিভির সামনে মানুষ ধুপ-ধুনো জ্বালিয়ে বসতেন। যেন সাক্ষাৎ রাম-সীতা হাজির হয়েছেন। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে একবছর পর ‘লব -কুশ’ নামে আরও একটি সিরিয়াল তৈরি করেন রামানন্দ সাগর। ২০২০ সালে দেশ যখন অতিমারীতে আক্রান্ত। লকডাউন চলছে, তখন ফের আর একবার দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হয় ‘রামায়ণ’। নতুন করে আবার গ্লোডেন পিরিয়ড ফিরে আসে। ফের সুপারহিট হয় ‘রামায়ণ’। তখনই বোঝা গিয়েছিল, দুর্দান্ত ভিএফএক্সের যুগেও রামায়ণ -এর জনপ্রিয়তা অমলিন।

ঠিক তেমনই অমলিন হয়ে আছেন সীতা রূপে দীপিকা চিখলিয়া। সমাজ মাধ্যমের পাতায় একাধিক ছবি ও রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে গেরুয়া পোশাকে সীতা রূপে তিনি। কোনও ভিডিওতে দেখা যাচ্ছে, রাম-সীতার মূর্তিতে প্রণাম করছেন। কোনও ভিডিওতে গাছের ডাল হাতে উদাস নয়নে তাকিয়ে আছেন। তাঁকে ‘সীতা’ বেশে দেখে নস্টালজিয়ায় টিভির দর্শকরা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.