Actress Mimi Chakraborty lovelife: মিমির কেন হঠাৎ প্রেমে অরুচি ? কারণ কী ?

তৃণমূলের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর নাকি প্রেমে ভীষণ অরুচি। তাই তিনি সিঙ্গেল ! অবশ্য চিরদিন এমনটা ছিল না। এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর অন্তরঙ্গতা প্রেমের ইতিহাসে লেখা থাকবে। তারপর ইস্তানবুলে শ্যুটিং করতে গিয়ে সেখানকার কোন ইউনিটের ছেলের সঙ্গে মন দেওয়া নেওয়া। সেই খবর রাজ থাকেনি। এসে পৌঁছায় টালিগঞ্জে। ব্যস। চটে লাল রাজবাবু। মিমিকে শিক্ষা দিতে প্রেম করতে লাগলেন শুভশ্রীর সঙ্গে। এদিকে দেবের কাছে চোট পেয়ে একলা শুভশ্রী ‘ প্রেম আমার’ খুঁজে পেলেন রাজের মধ্যে। চার হাত এক হল। চোখে চোখে কথা হল। মনে মন মিলে গেল। এদিকে মিমি একা থেকে গেল। তারপর গঙ্গার বুক দিকে অনেক জল চলে গিয়েছে। মিমি এখন সাংসদ। শুভশ্রী এখন ঘরণী। প্লাস মা। সেই সব পুরনো প্রেম প্রেম খেলা চাপা পড়ে গিয়েছে মনের অতলে। তারপর থেকে মিমি চক্রবর্তী নিজেকে সিঙ্গেল বলেন। বোধহয়, মনের কোণে এখনও কিছু ‘রাজ’ আছে। (হিন্দিতে রাজ মানে রহস্য, আগেই বলে দিলাম)। আর কেন তিনি ‘সিঙ্গেল’ তার জবাব একটি ছোট ভিডিও করে জানিয়েছেন অভিনেত্রী।

কী জানিয়েছেন মিমি ?

এতদিনে নাকি মিমি বুঝতে পেরেছেন, কেন তিনি সিঙ্গেল ? ইন্সটাগ্রামে শটস ভিডিও বানিয়ে অভিনেত্রী বলেছেন, “ কেন আমার প্রেম হয় না তা আমি বেশ বুঝতে পেরেছি বন্ধুরা। সম্পর্কে জড়াতে গেলে বাইরে বেড়তে হবে, নানা লোকের সঙ্গে কথা বলতে হবে। তা আমার ভালো লাগে না। এটাই আমার সম্পর্কে না জড়ানোর যথেষ্ট কারণ ”।

ইন্ডাস্ট্রির অনেকেই বলে, সাংসদ মিমি বাড়িতেই থাকতে বেশি পচ্ছন্দ করেন। কাজের ব্যস্ততা না থাকলে তিনি বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটান, নয়তো পোষ্যদের সঙ্গে খেলা করেন। বাড়ি থেকে বের হন না। এই কথাটাই শটস ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনি।

FAQ

Where does Mimi Chakraborty stay?

মিমি চক্রবর্তীর জন্ম ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারী জলপাইগুড়িতে। কিন্তু বাবার কর্মসূত্রে দীর্ঘদিন অরুণাচল প্রদেশের দেওমালিতে থাকতেন। পরে আবার সেখান থেকে জলপাইগুড়ি ফিরে আসেন।

What is the qualification of Mimi Chakraborty?

স্কুল জীবন জলপাইগুড়িতে কাটলেও পরে আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।

Frist acting

কলেজে পড়ার সময় থেকেই মডেলিং শুরু করেন। তারপর মিস ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন। প্রথম অভিনয় আকাশ বাংলার টিভি সিরিয়াল ‘চ্যাম্পিয়ন’ (২০০৮)। তবে স্টার জলসার ‘গানের ওপারে’ (২০১০-২০১১) ধারাবাহিক তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’।

Mimi Chakraborty father Name

সোমেশ চক্রবর্তী

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.