তৃণমূলের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর নাকি প্রেমে ভীষণ অরুচি। তাই তিনি সিঙ্গেল ! অবশ্য চিরদিন এমনটা ছিল না। এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর অন্তরঙ্গতা প্রেমের ইতিহাসে লেখা থাকবে। তারপর ইস্তানবুলে শ্যুটিং করতে গিয়ে সেখানকার কোন ইউনিটের ছেলের সঙ্গে মন দেওয়া নেওয়া। সেই খবর রাজ থাকেনি। এসে পৌঁছায় টালিগঞ্জে। ব্যস। চটে লাল রাজবাবু। মিমিকে শিক্ষা দিতে প্রেম করতে লাগলেন শুভশ্রীর সঙ্গে। এদিকে দেবের কাছে চোট পেয়ে একলা শুভশ্রী ‘ প্রেম আমার’ খুঁজে পেলেন রাজের মধ্যে। চার হাত এক হল। চোখে চোখে কথা হল। মনে মন মিলে গেল। এদিকে মিমি একা থেকে গেল। তারপর গঙ্গার বুক দিকে অনেক জল চলে গিয়েছে। মিমি এখন সাংসদ। শুভশ্রী এখন ঘরণী। প্লাস মা। সেই সব পুরনো প্রেম প্রেম খেলা চাপা পড়ে গিয়েছে মনের অতলে। তারপর থেকে মিমি চক্রবর্তী নিজেকে সিঙ্গেল বলেন। বোধহয়, মনের কোণে এখনও কিছু ‘রাজ’ আছে। (হিন্দিতে রাজ মানে রহস্য, আগেই বলে দিলাম)। আর কেন তিনি ‘সিঙ্গেল’ তার জবাব একটি ছোট ভিডিও করে জানিয়েছেন অভিনেত্রী।
ইন্ডাস্ট্রির অনেকেই বলে, সাংসদ মিমি বাড়িতেই থাকতে বেশি পচ্ছন্দ করেন। কাজের ব্যস্ততা না থাকলে তিনি বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটান, নয়তো পোষ্যদের সঙ্গে খেলা করেন। বাড়ি থেকে বের হন না। এই কথাটাই শটস ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনি।
কী জানিয়েছেন মিমি ?
এতদিনে নাকি মিমি বুঝতে পেরেছেন, কেন তিনি সিঙ্গেল ? ইন্সটাগ্রামে শটস ভিডিও বানিয়ে অভিনেত্রী বলেছেন, “ কেন আমার প্রেম হয় না তা আমি বেশ বুঝতে পেরেছি বন্ধুরা। সম্পর্কে জড়াতে গেলে বাইরে বেড়তে হবে, নানা লোকের সঙ্গে কথা বলতে হবে। তা আমার ভালো লাগে না। এটাই আমার সম্পর্কে না জড়ানোর যথেষ্ট কারণ ”।ইন্ডাস্ট্রির অনেকেই বলে, সাংসদ মিমি বাড়িতেই থাকতে বেশি পচ্ছন্দ করেন। কাজের ব্যস্ততা না থাকলে তিনি বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটান, নয়তো পোষ্যদের সঙ্গে খেলা করেন। বাড়ি থেকে বের হন না। এই কথাটাই শটস ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনি।
No comments:
please do not enter any spam link in the comment box