Jaya Bachchan and Aishwarya relation: বউমা ঐশ্বর্যকে নিয়ে কেমন সংসার জয়া বচ্চনের ? বনিবনা হয় তো ? জানুন সত্যিটা

বাড়িতে বিশ্ব সুন্দরী বউমা। তার উপর বলিউডের নামী অভিনেত্রী। আজকালকার মেয়ে। আর তিনি হলেন পুরনো দিনের মানুষ। বিরাট জেনারেশন গ্যাপ। বনিবনা হয় তো ? পাঠক এতক্ষণে বুঝতে পেরেছেন কার কথা বলছি। ঐশ্বর্য রাই এবং জয়া বচ্চন। বউমা ও শাশুড়ি মা। দুজনের মধ্যে সম্পর্ক কেমন এই নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। কোন কোন মিডিয়া দাবী করেছে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ঘর ছেড়ে অন্য বাংলোতে থাকছেন অভিষেক। কারণ, মায়ের সঙ্গে বউয়ের অশান্তি। আর পাঁচটা সংসারে যেমন হয় আর কি। বাড়িতে নতুন বউয়ের খবরদারি মেনে নিতে পারেন না শাশুড়ি। ফলে অবধারিত অশান্তি। বচ্চন পরিবারে ঠিক কি ঘটে ? জানিয়েছেন খোদ জয়া বচ্চন।

২০০৭ সালে ঐশ্বর্য রাইয়ের কেরিয়ার মধ্য গগনে। সব কিছু জলাঞ্জলি দিয়ে বিয়ে করলেন অভিষেক বচ্চনকে। এই বিয়ে নিয়ে কম কথা হয়নি। পাত্রের থেকে বয়সে বড় পাত্রী। তার উপর একাধিক সম্পর্কে নাম জড়িয়েছে। বিশেষ করে সালমান খানের সঙ্গে প্রেম তারপর বিবাদ, সবই ঐশ্বর্য ভক্তরা জানেন। সবাই ধরে নিয়ে ছিলেন, এই বিয়ে বেশিদিন টিকতে পারবে না। কিন্তু সেই রূপকথার বিয়ে দেখতে দেখতে ১৬ বছর পেরিয়ে গেল। এখন এক রাজকন্যার জননী ঐশ্বর্য। মা হিসেবে, স্ত্রী হিসেবে তিনি খুবই সফল। অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন। বহুদিন পর তাঁকে দেখা গেল মণি রত্নমের ‘পোন্নিয়ান সেল্ভান’ ছবিতে। এখন প্রশ্ন, বউমা হিসেবে কতটা সফল বিশ্ব সুন্দরী ? উত্তর দিয়েছেন খোদ শাশুড়ি। জয়ার কথায়, ঐশ্বর্য হলেন বচ্চন সাহেবের নয়নের মণি। আর তিনি ? স্বভাবে ভীষণ খিটখিটে জয়া বচ্চন, এ কথা সর্বজন বিদিত। শোনা গিয়েছিল, বাড়ির বউয়ের সঙ্গে তাঁর অম্ল- মধুর সম্পর্ক। ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় বউমার উপর রেগে গিয়েছিলেন। আসলে সবটাই ছিল ছবির প্রচারের অংশ।

Jaya Bachchan and Aishwarya relation: খিটখিটে শাশুড়ি


জয়া বচ্চনকে খিটখিটে শাশুড়ি হিসেবে চিহ্নিত করে দুজনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সে সব নেহাত মিডিয়ার বানানো তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। জয়া বলেছেন, “বাড়িতে ঐশ্বর্য আমার সব থেকে ভালো বন্ধু। যদি ওর কোন বিষয় আমার ভালো না লাগে, তাহলে মুখের উপর বলতে আমার কোনও সমস্যা নেই। পিছনে নিন্দেমন্দ করি না। ওটা আমার স্বভাব না। কোনদিন করিনি। তবে আমার কিছু ওর অপচ্ছন্দ লাগলে সেটা মুখের উপর বলতে পারে না। একটু রাখঢাক করে নাটক করে বলতে হয়। বুঝতেই পারছেন আমার বয়স বাড়ছে তো” ।

জয়া জানিয়েছেন, মেয়েকে সামলে নিজের কাজ সেরে ঐশ্বর্য যতটুকু সময় তাঁর সঙ্গে কাটান, সেই সময়টা হাসি ঠাট্টায় ভরা থাকে। বিয়ের চার বছর পর মেয়ে আরাধ্যার জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য। তারপর থেকে কাজ করা উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছেন। গত বছর মণি রত্নমের ‘ পোন্নিয়ান সেল্ভান’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন। চলতি বছরে ছবির দ্বিতীয় ভাগ রিলিজ হবে। অন্যদিকে, দীর্ঘ দিন বড় পর্দা থেকে দূরে সাংসদ জয়া বচ্চন। তবে, খবর হল করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ তে দেখা যাবে তাঁকে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.