প্রত্যাশা জাগিয়ে হতাশ হতে হয়নি। রাজামৌলীর RRR ছবির ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান হিসেবে অস্কার পেল। সোমবার ভোর হতেই এই খবর ভারতবাসী পেয়ে গিয়েছে। উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা। বহু বছরের খরা অবশেষে কাটল। এমনিতে ভারতীয় ছবিকে খুব একটা পাত্তা দিতে চান না হলিউডের হোমড়াচোমড়ারা। মুঘল-ই-আজম, মাদার ইন্ডিয়া থেকে লাগান-একাধিক ভারতীয় ছবি অস্কারের মঞ্চে পৌঁছেও খালি হাতে ফিরে এসেছে। তুলনায় অনেক খাজা হলিউড ছবিকে অস্কার দেওয়া হয়েছে। এই নিয়ে অনেক বিতর্ক আছে। রাজামৌলি প্রমাণ করলেন, চাইলেও আর ভারতীয় ছবিকে ফেলে দেওয়া যাবে না। গল্প যাই থাক। আসল হল পরিবেশনা। যেকোনো গল্পকে আন্তর্জাতিক মানের করে পরিবেশন করতে পারেন তিনি। যেমনটা RRR -এর ক্ষেত্রে দেখা গিয়েছে। ভারতের পাশাপাশি চীন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ছবি রেকর্ড ব্যবসা করেছে। এখনও করছে। যাই হোক, ছবির গান অস্কার জয় করে ভারতের সম্মান বাড়ল। একই সঙ্গে আরও একটি তামিল ছবি অস্কার জিতে নিয়েছে। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারাস’। আসলে এটি একটি তথ্যচিত্র। বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ নামের একটি তথ্যচিত্র অস্কারে জায়গা পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল না। বাঙালিরা আশায় বুক বেঁধেছিল। সত্যজিৎ রায়ের পর কোন বঙ্গবাসী ফের জগতসভায় শ্রেষ্ঠ আসন লভে। কিন্তু লালমোহনবাবুর ভাষায়, ‘হল না’। এখন সর্বত্র সাউথের দাপট। দূর থেকে দাঁড়িয়ে দেখে বাঙালির নিজের গৌরবময় ইতিহাস স্মরণ করা ছাড়া আর কিছুই করার নেই।
এর আগে বাঙালির অস্কার বলতে একমাত্র সত্যজিৎ রায়। যদিও তিনি কোন ছবির জন্য পাননি। সারাজীবনের কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে সম্মানিত করেছিল অস্কার মঞ্চ। তারপর অনেক ছবি অস্কারের জন্য পাঠানো হলেও একটাও মনোনয়ন পায়নি। বাংলাদেশ থেকেও ‘ টেলিভিশন’ মতো ছবি অস্কারে পাঠানো হয়েছিল। প্রাথমিক পর্যায়েই বাতিল হয়ে যায়।
বাঙালির হতাশা
শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’ তৈরি হয়েছে দিল্লি থেকে দূরে প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদের একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকা দুই ভাইয়ের গল্প নিয়ে। মহম্মদ সৌদ ও নাদিম শেহজাদ। তাদের জীবন যাপন ছবির বিষয়। দুই ভাই আহত পাখিদের উদ্ধার করে তাদের শুশ্রুষা করতেই দিন অতিবাহিত করে। দুই ভাইয়ের এই রোজ নামচা নিয়েই তথ্যচিত্রটি বানিয়েছেন শৌনক সেন। এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি পুরস্কৃত হয়েছে। কিন্তু অস্কার পেল না। সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত পুরস্কৃত হল ‘নাভানিল’ নামের একটি ছবি।এর আগে বাঙালির অস্কার বলতে একমাত্র সত্যজিৎ রায়। যদিও তিনি কোন ছবির জন্য পাননি। সারাজীবনের কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে সম্মানিত করেছিল অস্কার মঞ্চ। তারপর অনেক ছবি অস্কারের জন্য পাঠানো হলেও একটাও মনোনয়ন পায়নি। বাংলাদেশ থেকেও ‘ টেলিভিশন’ মতো ছবি অস্কারে পাঠানো হয়েছিল। প্রাথমিক পর্যায়েই বাতিল হয়ে যায়।
No comments:
please do not enter any spam link in the comment box