ক্যামেরার সামনে একসঙ্গে অভিনয় করতে গিয়ে কখন যে প্রেম শুরু হয়েছিল মনের অজান্তে, তা তাঁরা নিজেরাই বুঝতে পারেননি। গত বছর শেষ হয়ে গিয়েছে ‘যমুনা ঢাকি’। কিন্তু শেষ হয়েও হইল না শেষ ! বলা ভালো শেষ থেকেই শুরু। প্রেমের শুরু যমুনা ও সঙ্গীতের। এটা অবশ্য তাঁদের পর্দার নাম। বর্তমানে বাংলা সিরিয়ালের চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। কোন লুকোছাপা নেই। বরং জোড় গলায় বলেন, বেশ করেছি প্রেম করেছি। করবোই তো ! ভ্যালেন্টাইন ডে’ তে একে অপরের হাতে হাত রেখে ছবি দিয়েছিলেন সোশ্যাল সাইটে। ভীষণ ভাইরাল সেই ছবি। এখন অবশ্য তাঁরা পৃথক সিরিয়ালে অভিনয় করছেন। রুবেলকে দেখা জাচ্ছে , ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। আর শ্বেতা আজকাল বাড়ির বউ হয়ে নিজের সোহাগ রক্ষা করছেন ‘ সোহাগ জল’-এ। প্রেম তো চলছে। এখন লাক্ষ টাকার প্রশ্ন, বিয়েটা কবে হবে ?
আর শ্বেতার বক্তব্য, তাঁরা সম্পর্ক নিয়ে যেমন কিছু আড়াল করেননি। তেমনি বিয়ে নিয়েও করবেন না। সবাইকে জানিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সে সম্ভাবনা দেরি আছে। এখন শুধুই প্রেম। যাকে বলে চুটিয়ে প্রেম।
কী বলছেন রুবেল ?
প্রেম মানুষকে দায়িতব্বান করে । কথাটা শুনেছিলেন এখন নিজের জীবনে চাক্ষুশ করতে পারছেন রুবেল। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, শ্বেতা জীবনে আসার পর পেশাগত কোন পরিবর্তন হয়নি ঠিকই। ব্যক্তিগত জীবনে অনেক বদল হয়েছে। তিনি আগে এত শৃঙ্খলাবদ্ধ ছিলেন না। শ্বেতা জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। এখন রুবেল অনেকটাই দায়িত্ববান। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতে পা রেখেছেন শ্বেতা। কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে, মিঠুন চক্রবর্তী ও দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবিতে। সিনেমাতে না হয় প্রজাপতি উড়ল, বাস্তবে কবে ‘প্রজাপতয়ে নমঃ’ হবে ? এব্যাপারে দুজনে একই কথা বলেন। রুবেলের কথায়, শ্বেতা অনেক কষ্ট করে বড় হয়েছেন। নিজের পরিবারকে দেখার পাশাপাশি কেরিয়ার সামলেছেন। তাঁর লড়াইয়ের কথা শুনলে আরও ভালোবাসা বেড়ে যায়। এখন কেরিয়ার নিয়ে ভাবছি। জীবনটাকে আর একটু স্থিতিশীল করতে চাই। বিয়ে তো করব। তবে এখনই নয়। আরও দুবছর পর ভাবব।আর শ্বেতার বক্তব্য, তাঁরা সম্পর্ক নিয়ে যেমন কিছু আড়াল করেননি। তেমনি বিয়ে নিয়েও করবেন না। সবাইকে জানিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সে সম্ভাবনা দেরি আছে। এখন শুধুই প্রেম। যাকে বলে চুটিয়ে প্রেম।
No comments:
please do not enter any spam link in the comment box