একঘেয়ে মেগা সিরিয়াল দেখতে দেখতে বিরক্ত ? তাহলে চ্যানেল চেঞ্জ করে একবার ঘুরে আসুন আকাশ আটে। যার আগে নাম ছিল আকাশ বাংলা। ২০ বছর আগেও তাদের ধারাবাহিকের যে কন্টেন্ট ছিল, সেখান থেকে এক চুলও নড়েনি তারা। সেই ‘সাহিত্যের সেরা সময়’, ‘পুলিশ ফাইলস’ বা ‘বাংলার ব্রতকথা’। বাংলার নিজস্ব সংস্কৃতি তুলে ধরছে আকাশ আট। তবে এই প্রতিযোগিতার বাজারে তারা নিজস্ব দর্শক তৈরি করতে পেরেছে। টিআরপির কথা ভেবে রুচিতে পরিবর্তন করেনি। এখন যখন বাংলা সিরিয়ালে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে, তখন আকাশ আটের এই প্রয়াস সত্যি প্রশংনীয়। সাহিত্যের সেরা সময়ে কিছুদিন আগেই দেখানো হয়েছিল ‘শ্বেত পাথরের থালা’। এবার তাদের নিবেদন ‘অগ্নিপরীক্ষা’।
এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দেখানো হবে আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‘অগ্নিপরীক্ষা’। ১৯৫৪ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সুপারহিট ছবি ‘অগ্নিপরীক্ষা’ তৈরি হয়েছিল এই গল্পের আদলে। নতুন করে সেই গল্প এবার ছোট পর্দায়। অগ্নিপরীক্ষায় ছোটবেলার তাপসীর চরিত্রে দেখা যাবে সম্ভাবী মুখোপাধ্যায়কে। বড় তাপসী অর্থাৎ সুচিত্রা সেন যেই চরিত্র করেছিলেন, সেই ভূমিকায় অভিনয় করবেন ভেরোনিকা মোনা দত্ত। জমিদারের নাতি অর্থাৎ বুলুর চরিত্রে স্বর্ণাভ স্যানাল। কিরীটি অর্থাৎ উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন বিশ্বাবসু বিশ্বাস। তাপসীর মা চিত্রলেখার ভূমিকায় কাজ করেছেন মাফিন চক্রবর্তী। তিনি অনেকদিন পর ছোট পর্দায় ফিরলেন।
উত্তম-সুচিত্রার অগ্নিপরীক্ষা যাঁরা দেখেছেন তাঁরা গল্প জানেন। ছুটিতে তাপসী গ্রামে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে অসুস্থ জমিদারের অনুরোধে তাপসীর সঙ্গে বুলুর বিয়ে হয়ে যায়। কিন্তু মেয়ের ছোটবেলার এই বিয়ে কিছুতেই মানতে পারেনি চিত্রলেখা। তিনি তাপসীকে সবকিছু ভোলাতে দূরে নিয়ে যায়। ধীরে ধীরে মন থেকে তাপসীর ছোটবেলার বিয়ের স্মৃতি মুছে যায়। পরবর্তীকালে তাঁর জীবনে আসেন কিরীটি। তাঁর সঙ্গে ঘর বাঁধতে পারবেন তাপসী ? নাকি ছোটবেলার বিয়ে ছায়ার মতো সঙ্গ নেবে ? জানতে হলে দেখুন আকাশ আটে ‘অগ্নিপরীক্ষা’।
এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দেখানো হবে আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‘অগ্নিপরীক্ষা’। ১৯৫৪ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সুপারহিট ছবি ‘অগ্নিপরীক্ষা’ তৈরি হয়েছিল এই গল্পের আদলে। নতুন করে সেই গল্প এবার ছোট পর্দায়। অগ্নিপরীক্ষায় ছোটবেলার তাপসীর চরিত্রে দেখা যাবে সম্ভাবী মুখোপাধ্যায়কে। বড় তাপসী অর্থাৎ সুচিত্রা সেন যেই চরিত্র করেছিলেন, সেই ভূমিকায় অভিনয় করবেন ভেরোনিকা মোনা দত্ত। জমিদারের নাতি অর্থাৎ বুলুর চরিত্রে স্বর্ণাভ স্যানাল। কিরীটি অর্থাৎ উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন বিশ্বাবসু বিশ্বাস। তাপসীর মা চিত্রলেখার ভূমিকায় কাজ করেছেন মাফিন চক্রবর্তী। তিনি অনেকদিন পর ছোট পর্দায় ফিরলেন।
উত্তম-সুচিত্রার অগ্নিপরীক্ষা যাঁরা দেখেছেন তাঁরা গল্প জানেন। ছুটিতে তাপসী গ্রামে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে অসুস্থ জমিদারের অনুরোধে তাপসীর সঙ্গে বুলুর বিয়ে হয়ে যায়। কিন্তু মেয়ের ছোটবেলার এই বিয়ে কিছুতেই মানতে পারেনি চিত্রলেখা। তিনি তাপসীকে সবকিছু ভোলাতে দূরে নিয়ে যায়। ধীরে ধীরে মন থেকে তাপসীর ছোটবেলার বিয়ের স্মৃতি মুছে যায়। পরবর্তীকালে তাঁর জীবনে আসেন কিরীটি। তাঁর সঙ্গে ঘর বাঁধতে পারবেন তাপসী ? নাকি ছোটবেলার বিয়ে ছায়ার মতো সঙ্গ নেবে ? জানতে হলে দেখুন আকাশ আটে ‘অগ্নিপরীক্ষা’।
No comments:
please do not enter any spam link in the comment box