Mithun Chakraborty first wife: চার মাসের মধ্যেই বিচ্ছেদ, মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী এখন কোথায় থাকে জানেন
স্ত্রী যোগিতা বালি ও চার সন্তান নিয়ে এখন সুখের সংসার ‘ডিস্কো কিং’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) । জীবন সায়হ্নে পৌঁছে গিয়েছেন মিঠুন। দীর্ঘ সিনেমা জীবনে অনেক কিছু পেয়েছেন, আবার অনেক হারিয়েছেন। তেমনি জীবনে প্রেম অনেক এসেছিল। নারীও অনেক এসেছিলেন। যাঁদের অনেকে আজ হারিয়ে গিয়েছেন। যেমন, মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রথম স্ত্রী। অনেকেই হয়তো জানেন না, যোগিতা বালি মিঠুনের প্রথম স্ত্রী নন। বলিউডে কেরিয়ার শুরুর পর প্রেমে পড়েছিলেন এক মডেলের। নাম হেলেনা ডিউক। সাথ সাথ, আও পেয়ার করে, দো গুলাবে-এর মতো কিছু ছবির নায়িকা ছিলেন হেলেনা। মিঠুনের সঙ্গে কাজ করেননি। তবুও দু’জনের মধ্যে প্রেম শুরু হয়। মিঠুনের সঙ্গে আলাপ হতেই তাঁর প্রেমে পড়েন হেলেনা। মাত্র কয়েক মাসের প্রেমের পর ১৯৭৯ সালে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। হটকারি সিদ্ধান্তের জেরে বিয়ে সুখের হয়নি।
হেলেনা সেই সময় হিন্দি সিনেমার কোন নামী অভিনেত্রী ছিলেন না। আসলে তিনি মডেলিংয়ের জগতের মানুষ। মিঠুনের সঙ্গে আলাপ হওয়ার পর শ্যামলা বর্ণের নায়কের প্রেমে পড়তে সময় লাগেনি। মিঠুনও তখন সবে কেরিয়ার শুরু করেছেন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ করে জাতীয় পুরস্কার পান। তখনকার বম্বে গিয়ে স্ট্রাগল শুরু করেন। প্রথম সুযোগ পান অমিতাভ বচ্চনের ‘ দো আনজানে’ ছবিতে। ছোট রোল। পরের বছর ‘ফুল খিলে হে গুলশন গুলশন’ ছিল তাঁর প্রথম সফল সিনেমা। তবে ১৯৮২ তে এসে ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তীকে সুপারস্টার করে দেয়। প্রথম হিন্দি সিনেমা যা ১০০ কোটির বেশি আয় করেছিল। ‘ডিস্কো ডান্সার’-এর অনেক আগেই মিঠুন বিয়ে করেন। হেলেনা সেই সময় জাভেদ খানের সঙ্গে প্রেম করতেন। মিঠুনের সঙ্গে আলাপ হওয়ার পর সেই প্রেম ভেঙে যায়।
READ MORE: উত্তম-সুচিত্রার ‘অগ্নিপরীক্ষা’ এবার ছোট পর্দার ধারাবাহিক
১৯৭৯ সালে দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ে বছর ঘোরেনি। মাত্র চার মাসের মধ্যেই তাঁরা পৃথক থাকার সিদ্ধান্ত নেন। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর আর হিন্দি সিনেমা করেননি হেলেনা। তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন। অন্যদিকে, মিঠুনের জীবনে তখন আসেন যোগিতা বালি। কিশোর কুমারের সঙ্গে সংসার ভেঙে মিঠুনের প্রেমে পড়ে ছিলেন। বিয়ে করেন দু’জনে। সেই বিয়ে আজও টিকে আছে। মাঝে শ্রীদেবীর সঙ্গে প্রেমের কারণে সংসার টলমল করে উঠে ছিল।
হেলেনা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। মডেলিং পেশা ছেড়ে অন্য জীবিকা নিয়েছেন। তিনি এখন একটি বিমান সংস্থায় কর্মরত। আবার সংসার পেতেছেন মার্কিন মুলুকে। হেলেনাকে এখন দেখলে কেউ চিনতে পারবে না। বদলে গিয়েছেন হেলেনা ডিউক।
No comments:
please do not enter any spam link in the comment box