Star Jalsa serial Gantchora: সোলাংকি বিদায়, চলুন পরিচয় করি ‘গাঁটছড়া’র নতুন নায়িকার সঙ্গে

অসুস্থতার কারণে সিরিয়ালকে আপাতত বিদায় জানিয়েছেন সোলাংকি রায়। ছেড়ে দিয়েছেন জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’। তাই তাঁর বিদায় হিসেবে নায়িকা খড়ির মৃত্যু দেখানো হয়েছে। দর্শক ভেবেছিল, নায়িকার মৃত্যুর মধ্য দিয়ে সিরিয়াল শেষ হয়ে যাবে। কিন্তু না। সিরিয়াল এখানেই শেষ নয়। সোলাংকির বদলে নতুন মুখ আনা হয়নি ঠিকই। কারণ, চ্যানেল চায়নি খড়ির চরিত্রে সোলাংকি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, তা অন্য কোন নায়িকা আদৌ পাবে কিনা সন্দেহ আছে। তাই বুদ্ধি করে গল্পে পরিবর্তন আনা হল। নায়িকা খড়ির মৃত্যুর পর কেটে গিয়েছে ২০ বছর। দেখানো হয়েছে, বড় হয়ে গিয়েছে খড়ির ছেলে আয়ুষ্মান। সিরিয়ালে এন্ট্রি হয়েছে নতুন নায়ক-নায়িকা। নতুন প্রজন্ম। এবার গল্প তাঁদের নিয়েই এগোবে। নায়ক আয়ুষ্মান ও গঙ্গার মধ্যে প্রেম দিয়ে সিরিয়ালের নতুন প্লট দেখানো শুরু হয়েছে। নতুন প্লট দর্শকদের কতটা ভালো লাগল, তা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে।

‘গাঁটছড়া’তে যে নতুন প্রজন্ম দেখানো হচ্ছে, তার নায়ক-নায়িকা হলেন আর্য দাশগুপ্ত এবং কথা চক্রবর্তী। সুন্দরী কথা একদম নতুন মুখ নয়। তাঁকে আগেও দর্শক বেশ কিছু সিরিয়ালে ছোট চরিত্র করতে দেখেছে। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে তিনি জমিদার বীরেন্দ্রের স্ত্রীর ভূমিকা পালন করেছিলেন। এবার ‘গাঁটছড়া’ সিরিয়ালে তাঁকে দেখা যাবে গঙ্গার চরিত্রে। গঙ্গা এবং আয়ুষ্মানের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী নিয়ে এগবে গল্প। সোলাংকি ছাড়া সিরিয়ালের অন্যসব অভিনেতা-অভিনেত্রী একই আছেন। বদল হয়নি।


শোনা গিয়েছিল, আয়ুষ্মানের চরিত্রে কাজ করবেন ওম সাহানি। যাঁকে আমরা বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় দেখেছি। কয়েক বছর আগে ‘ গোত্র’ ছবিতে ‘রঙ্গবতী’ গানে নেচেছিলেন তিনি। সিনেমাতে তেমন সুজোগ না পেয়ে এবার তিনি সিরিয়ালের পথে। তবে ‘গাঁটছড়া’তে তাঁকে দেখা যাবে না। তাঁর বদলে অভিনয় করবেন নবাগত আর্য দাশগুপ্ত। গঙ্গার চরিত্র প্রথমে করার কথা ছিল ইন্দ্রানী পালকে। নতুন নায়িকা কথা চক্রবর্তীর রূপের প্রশংসা করলেও তাঁকে সোলাংকির জায়গায় নায়িকা হিসেবে মেনে নিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখি শুরু হয়েছে। দর্শক চায়ছিল, গাঁটছড়া সিরিয়াল যেন বন্ধ হয়ে যায়। কিন্তু নির্মাতারা গল্প এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.