Sushant Singh Rajput sister attack Rhea Chakrobarty: তুমি বেশ্যা ছিলে, আর থাকবে ! কাকে আক্রমণ করলেন সুশান্ত সিংয়ের দিদি

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)  রহস্যমৃত্যুর পর কেটে গিয়েছে তিন বছর। এখনও পর্যন্ত তদন্তের কোন অগ্রগতি নেই। মামলাটি একপ্রকার চুপ করে গিয়েছে সিবিআই। ‘জাস্টিস ফর সুশান্ত’ সোশ্যাল মিডিয়া আন্দোলনও স্তিমিত হয়ে গিয়েছে। অভিনেতার এমন মর্মান্তিক পরিণতির জন্য কে বা কারা দায়ী, তার সদুত্তর পেলেন না সুশান্তের ভক্তরা। আদৌ কোন দিন উত্তর আসবে, নাকি কালের অতলে হারিয়ে যাবেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)? তাঁর পরিবার অবশ্য আশা ছাড়েনি। সুশান্ত যদি আত্মহত্যা করে থাকেন, তাহলে তাতে ইন্ধন জুগিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakrobarty)। এই দাবি সুশান্তের পরিবারে। তদন্তে অবশ্য কিছুই প্রমাণিত হয়নি। পুলিশ দাবি করেছিল, সুশান্তকে মাদকের সাপ্লাই দিতেন রিয়া। সেই অভিযোগে গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী (Rhea Chakrobarty)। একমাস জেল খাটেন। সুশান্তের পরিবার অবশ্য দাবি করছে, এইটুকু সাজা যথেষ্ট নয়। এই চক্রান্তের পিছনে অনেক বড় মাথা আছে। যারা তদন্তে প্রভাবিত করছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর রিয়া অনেক দিন কাজ পাননি। কেউ তাঁকে সাহস করে কাস্ট করছিল না। তবে ছোট পর্দায় তিনি ফিরছেন। রিয়ার রোডিজ-১৯ প্রোমো সামনে আসতেই ট্যুইটে নাম না করে কটাক্ষ করলেন সুশান্তের সেজো দিদি প্রিয়াঙ্কা সিং।

কাকে বেশ্যা বললেন সুশান্তের দিদি ?

গৌতম রোড়ে এবং প্রিন্স নারুলার সঙ্গে ‘রোডিজ- কর্ম ইয়া কান্ড’-এ টিম লিডার হচ্ছেন রিয়া। প্রোমো ইতিমধ্যেই প্রকাশিত। সেই প্রোমোতে রিয়া বলছেন, “কী ভেবেছিলেন সবাই ? আমি শেষ ? আর ফিরব না ? আমি ভয় পাই না। এবার ভয় পাওয়ার কথা অন্যদের”। সেই প্রোমোতে ইতিমধ্যেই ট্রোলড হতে শুরু করেছেন রিয়া। কটাক্ষের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন সুশান্ত প্রেমীরা। প্রোমো প্রকাশের এক ঘণ্টার মধ্যেই কটাক্ষ করলেন সুশান্তের সেজো দিদি প্রিয়াঙ্কা সিং। তবে তিনি কারও নাম করেননি। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা লিখেছেন, “তুমি কেন ভয় পাবে ? তুমি বেশ্যা ছিলে, আছো আর থাকবে। প্রশ্ন হল তোমার গ্রাহক কে ? নিশ্চয় প্রশাসনের বড় কেউ। নাহলে এতো সাহস তুমি পাবে কীভাবে” ? একইসঙ্গে তিনি আরও লিখেছেন, সুশান্তের মৃত্যুর তদন্ত কেন এগোচ্ছে না, তা পরিষ্কার। নির্দিষ্ট কাউকে বেশ্যা না বললেও নেট নাগরিকদের বুঝতে অসুবিধা নেই প্রিয়াঙ্কা সিং কাকে টার্গেট করেছেন।

সুশান্তের ভক্তরা রোডিজ নির্মাতাদের উপর প্রচন্ড চটে গিয়েছেন। ইতিমধ্যেই শো বয়কটের ডাক উঠতে শুরু করেছে। ২০২০ সালে ১৪ জুন বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়ে দেয়, অবসাদগ্রস্থ ছিলেন সুশান্ত। আত্মহত্যা করেছেন তিনি। এই দাবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। শীর্ষ আদালত তদন্তভার সিবিআইয়ের হাতে দেয়। কিন্তু তিন বছর কেটে গেলেও তদন্তের বিন্দুমাত্র অগ্রগতি হয়নি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.