Ajay Devgan film Bholaa hit or flop: অজয় দেবগণ পরিচালিত ‘ভোলা’ হিট না ফ্লপ ? কী বলছে বক্স অফিস ?

অজয় দেবগণ (Ajay Devgan) পরিচালিত আগের তিনটি ছবি সুপারফ্লপ। চার নম্বর ‘ ভোলা’ (Bholaa) নিয়ে আশায় বুক বেঁধেছিল তাঁর ভক্তরা। ভোলা রিলিজ হয়েছে ছ’দিন অতিবাহিত। এখন প্রশ্ন, অজয় দেবগণের ছবি হিট হল না ফ্লপ ? সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ রোজ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ভোলার বক্স অফিস কালেকশন দিয়ে যাচ্ছেন। তাঁর হিসেব অনুযায়ী, ভোলা এখনও পর্যন্ত ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। সন্ধ্যায় দিকে শোগুলিতে হল ভরছে। মহাবীর জয়ন্তীতে ছুটি ছিল। সেদিন কিছুটা ভালো ব্যবসা করেছে ছবিটি। সামনে শুক্রবার গুড ফ্রাইডে। আশা করা হচ্ছে, শুক্র, শনি ও রবিবার ভালো রেজাল্ট করবে ‘ ভোলা’ (Bholaa) । সব মিলিয়ে হয়তো ১০০ কোটির ঘরে পৌঁছে যাবে অজয় দেবগণ ও তাব্বু অভিনীত ছবি। এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন দেখে ‘ ভোলা’কে হিট বা ফ্লপ কিছুই বলা যায় না। তবে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অজয় দেবগণের ছবিকে। জদি ভালো গল্প বা টানটান চিত্রনাট্য থাকে, তাহলে কেন ছুটির দিনের ভরসায় বসে থাকতে হচ্ছে ‘ ভোলা’ কে ?

রিলিজের দিন ভালো ফল করেছিল এই ছবি। কিন্তু দ্বিতীয় দিন থেকেই হোঁচট খেতে শুরু করে। গত বৃহস্পতিবার রিলিজ করে ‘ ভোলা’(Bholaa) । প্রথম দিন আয় ছিল ১১.২০ কোটি, শুক্রবার সেখানে আয় হয় মাত্র ৭ কোটি, শনিবার আবার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। সেদিন বক্স অফিস ছিল ১২.২০ কোটি, রবিবার আয় ১৩.৪৮ কোটি, সোমবার আয় হয় মাত্র ৪ কোটি। মঙ্গলবার ৪.৮০ কোটি। হিসেব করলে দেখা যাচ্ছে ৫৩.৫৮ কোটি এখনও পর্যন্ত আয়। র আগে ইউ, মি ওর হাম, শিবায় এবং রানওয়ে ৩৪ ছবির পরিচালনা করেছিলেন অজয় দেবগণ। ‘রানওয়ে ৩৪’ লকডাউন ওঠার পর রিলিজ করেছিল। চার সপ্তাহে এই ছবির আয় ছিল ৩৪ কোটি টাকা। এখন ‘ ভোলা’-এর (Bholaa) হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন অজয় (Ajay Devgan)। পরিচালক হিসেবে সাফল্য এখনও অধরা। যেহেতু সামনে কোন বড় ছবির রিলিজ নেই। তাই আশা করা যায়, ‘ ভোলা’ ১০০ কোটির গণ্ডি পের করতে পারবে। কিন্তু শুধু মাথা মুণ্ড হীন অ্যাকশন ছাড়া ছবিতে গল্পে তেমন জোর দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ হিন্দু ভাবাবেগে আঘাত ! রামচন্দ্রের পৈতে কোথায়, সীতার সিঁথিতে সিঁদুর নেই, ফের বিতর্কে আদিপুরুষ

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.