Adipurush new poster controversy: হিন্দু ভাবাবেগে আঘাত ! রামচন্দ্রের পৈতে কোথায়, সীতার সিঁথিতে সিঁদুর নেই, ফের বিতর্কে আদিপুরুষ, এফআইআর দায়ের

ফের বিতর্কে প্রভাসের ‘আদিপুরুষ’ (Adipurush)। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে বিপাকে পড়েছেন তিনি। গত বছর যখন ছবির ট্রিজার মুক্তি পায়, তখন চরম হাসাহাসি শুরু হয়। হাসির খোরাক ছিল ছবির ভিএফএক্স এবং রাবনের মেক আপ। রামায়ণকে আধুনিক করতে গিয়ে খিচুড়ি হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হতে থাকে। মিডিয়াতেও নেগিটিভ লেখা শুরু হয়। ছবির পরিণতির কথা ভেবে তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়। নতুন করে ভি এফ এক্সের কাজ হবে বলে জানানো হয় প্রোডাকশন হাউসের তরফে। সেই বিতর্ক ধামাচাপা পড়তেই নতুন হাজির। রামনবমীর দিন ঘটা করে রিলিজ হয় ছবির পোস্টার। চিরাচরিত রাম-সীতা-লক্ষ্মণ ও হনুমানের দণ্ডবৎ -এর ছবি পোস্টার হিসেবে পেশ হয়। দেখে রাম ভক্তরা মুগ্ধ হন। কিন্তু পোস্টারটি ভালো করে দেখতে গিয়ে চমকে উঠেছেন সকলে। একি ! রামের গলায় পৈতে কোথায় ? শুধু তাই নয়, সীতার সিঁথিতে সিঁদুর নেই। লক্ষ্মণ বা হনুমানের কারো গলায় পৈতে দেওয়া হয়নি। হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, এই মর্মে দায়ের হল এফআইআর। সব মিলিয়ে আরও জটিলতায় জড়াল ‘আদিপুরুষ’।

নিজেকে হিন্দু ধর্মের প্রচারক হিসেবে দাবীদার সঞ্জয় দীনানাথ তিওয়ারি নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, আদিপুরুষ-এর (Adipurush) নতুন পোস্টার হিন্দু ধর্মে আঘাত করেছে। পোস্টারে সীতা মাকে অবিবাহিত দেখানো হয়েছে। পাশাপাশি, চিরকাল রামচন্দ্রের গলায় পৈতে দেখা গিয়েছে। ‘আদিপুরুষ’-এ তার নামগন্ধ নেই। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ), ২৯৮, ৫০০ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর (FIR) দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রামচরিতমানস ধর্মগ্রন্থের চরিত্রকে বিকৃত করা হয়েছে। সনাতন ধর্মকে আঘাত করেছে নির্মাতারা।

 

 

অভিযোগকারী দাবী করেছেন, পোস্টারে রামরূপি প্রভাসের পরনে পৈতে নেই। এটা বিরাট ভুল। পাশাপাশি, সীতা কৃতি স্যাননের সিঁথিতে সিঁদুর কোথায় ? রামের পাশে সীতা দাঁড়িয়ে থাকলে তাঁর মাথায় সিঁদুর থাকবে। হিন্দু নারীর প্রতীক সীতা মা। অথচ তাঁর পোষাক বা সাজসজ্জা দেখে সেটা বোঝার উপায় নেই। তাঁকে অবিবাহিত মহিলা দেখানো হয়েছে। মনে হচ্ছে, ছবির নির্মাতা, পরিচালক ইচ্ছা করেই এটা করেছেন।

আদিপুরুষ (Adipurush) ছবিতে প্রভাস, কৃতির পাশাপাশি অভিনয় করেছেন সইফ আলি খান, দেবদত্ত ও সানি সিং। ট্রিজারের পর নতুন পোস্টারও দর্শকদের মন ভরাতে পারেনি। অনেকে কার্টুন ছবির পোস্টার বলেছেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.