Prosenjit Chatterjee remuneration: সিনেমা পিছু কত টাকা পারিশ্রমিক নেন প্রসেনজিৎ, জানলে চমকে যাবেন

প্রায় ৪০ বছর ধরে বাংলা সিনেমার বেতাজ বাদশা তিনি। কত নায়ক এলো আর গেল। কিন্তু বুম্বা দা তাঁর নিজের অবস্থানে অনড়। কেউ তাঁর সিংহাসন থেকে টলাতে পারেনি। ‘অটোগ্রাফ’ ছবিতে তাঁর সংলাপ ছিল, ‘আমিই ইন্ডাস্ট্রি’। সিনেমার সংলাপ হলেও বাস্তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছেন। সিনেমা পাড়ায় কান পাতলেই শোনা যায়, বকলমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ছবির ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন। তাঁর বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি। অনেকেই তাঁর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। যাই হোক, নানা অভিযোগ থাকা সত্ত্বেও নিজের জায়গায় থেকে টলানো যায়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) । ঠিক তেমনই পারিশ্রমিকের দিক থেকে সবার চেয়ে এগিয়ে তিনি। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই।

কত পারিশ্রমিক নেন প্রসেনজিৎ ?

বলিউডের সুপারস্টার বিশ্বজিতের ছেলে প্রসেনজিৎ। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘ ছোট জিজ্ঞাসা’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করে ছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) । তারপর বেশ কিছু ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করার পর বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবিতে হিরো হিসেবে উত্থান হয়। দুটি পাতা সুপারহিট হয়। সেখান থেকে ‘অমর সঙ্গী’, ‘অমর প্রেম’-এর মতো সুপার ডুপার হিট সিনেমা প্রসেনজিৎকে সুপারস্টার হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। ‘অমর সঙ্গী’ হিটের খবর হিন্দি সিনেমা জগতেও পৌঁছায়। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রথম আসে প্রসেনজিতের কাছে। কিন্তু তিনি ফিরিয়ে দেন। সেই ছবিতে কাজ করে সলমান খান হিন্দি সিনেমার জগতে প্রতিষ্ঠিত হয়ে যান।

দেখতে দেখতে চার দশক কাটিয়ে ফেললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । বয়স এখন তাঁর ৬০। তবুও নিজের ফিগার ধরে রেখেছেন। অভিনয়ে এখনও নতুনদের টক্কর দিচ্ছেন। পারিশ্রমিকের দিক থেকেও সবাইকে পিছনে ফেলেছেন। সিনেমার পরিচালকদের কাছে তাঁর কদর অনেক বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে পারিশ্রমিকের হার। বর্তমানে একটি সিনেমা পিছু ৮৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে বাংলা সিনেমার জগতে তিনি সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা নন। তাঁকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন জিত। প্রতিটি সিনেমার জন্য জিত এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রসেনজিৎ তাঁকে টেক্কা দিতে পারেননি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.