Bangladeshi nayika Porimoni breakup: পাঁচ নম্বর বিয়েও ভাঙতে চলছে ? বাংলাদেশের নায়িকা পরীমণির ইঙ্গিতে স্পষ্ট
বিনোদন জগতে পা দেওয়ার আগে বিয়ে করেছিলেন নিজের খুড়তুতো দাদাকে। নায়িকা হওয়ার পর ২০১০ সালে ফেরদৌস কবীর সৌরভ নামের এক যুবককে বিয়ে করেন। ২০২০ তে এসে বাগদান করেছিলেন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে। শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এখানেই শেষ নয়, ২০২১ সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জমান রনিকে অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন। তিন মাস পর্যন্ত টিকে ছিল সেই বিয়ে। ২০২১ -এই বিয়ে করেছিলেন শরিফুল রাজকে। কিন্তু সেটা চার নম্বর বিয়ে না পাঁচ, তা নিয়ে বিতর্ক আছে। এত বিয়ে করেও তিনি ক্লান্ত নন। ফের সংসার ভাঙার পথে বাংলাদেশের নায়িকা পরীমণি (Bangladeshi nayika Pori Moni )। যাঁকে আমরা এপার বাংলার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Shrabonti chaterjee) সঙ্গে সহজে তুলনা টানতে পারি। বিয়ে করার রেকর্ড ভাঙার খেলায় দুজনেই মত্ত। কে এগিয়ে যান, তা সময় বলবে। এখন খবর হল, শরিফুল রাজের সঙ্গে ফের বিয়ে ভাঙার পথে পরীমণি। অন্তত নিজেই সোশ্যাল সাইটে তেমনি ইঙ্গিত দিয়েছেন।
কী লিখেছেন পরীমণি ?
ফেসবুকে অভিনেত্রী একটি উদাস বিকেলের ছবি দিয়েছেন। যেখানে এক নির্জন পুকুরের ঘাটে বসে তাকিয়ে আছেন জলের দিকে। ছবির নীচে লেখা, “আমি সাধারণত মানুষকে বেশি সুযোগ দিয়ে থাকি, যা তারা পাওয়ার যোগ্য নয়। কিন্তু যখন আমার মন উঠে যায়, তখন একেবারেই উঠে যায়”। কার থেকে মন উঠে গেল পরীমণির (Pori Moni) তা ব্যাখ্যা করেননি। তবে এটা ঠিক অভিনেত্রীর মন ভেঙেছে। উৎকণ্ঠিত ভক্তদের প্রশ্ন, কেন ফের উদাস হলেন পরীমণি ? এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে কী ফের বিয়ে ভাঙার মুখে। অবশ্য শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙতে ভাঙতে জোড়া লেগেছিল ক’দিন আগেই। স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলেছিলেন। সংবাদমাধ্যমে তিনি দাবী করেন, অভিনেত্রী মিমের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে রাজের। সোশ্যাল সাইটে রীতিমতো হুমকি দিয়ে মিমকে নিয়ে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে খুশি থাকা উচিত’। আবার স্বামীর প্রতি অভিমান মেশানো শব্দে লিখেছিলেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ’।
‘গুনীন’ ছবির সেটে শরিফুল রাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল পরীমণির (Pori Moni) । আলাপের কিছুদিনের মধ্যেই তাঁরা বিয়ে করে নেন। পরে পরী গর্ভবতী হয়ে পড়লে ২০২২ সালে ঘটা করে বিয়ে সারেন। বিয়ের সাত মাসের মধ্যেই ছেলের জন্ম হয়। স্বামীর সঙ্গে অন্য নারী নিয়ে বিবাদ শুরু হওয়ার পর ছেলের তিন মাসের জন্মদিনে একসঙ্গে কেকে কাটেন তাঁরা। কিন্তু কয়েকদিনের মধ্যেই স্বামীর ঘর ছেড়ে তিনি বেরিয়ে যান। বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে পরীমণি অভিযোগ করেন। রাজ তাঁর গায়ে হাত তুলেছেন। যদিও কিছুদিনের মধ্যেই সম্পর্ক ফের জোড়া লেগে যায়। বছর ঘুরতে না ঘুরতেই ফের বিচ্ছেদের ইঙ্গিত। কী হয় এখন সেদিকেই তাকিয়ে তাঁর বাংলাদেশী ফ্যানেরা।
No comments:
please do not enter any spam link in the comment box