কোর্টে অনেক রেকর্ড গড়েছেন। আবার প্রেমের ময়দানেও তিনি পরপর রেকর্ড গড়ে তুলছেন। লিয়েন্ডার পেজ। টেনিস তারকার খেলোয়াড় জীবনের মতোই বর্ণময় তাঁর ব্যক্তিগত জীবন। একবার বা দুবার নয়। বারবার প্রেমে পড়েছেন লিয়েন্ডার। বিশেষ করে বলিউড সুন্দরীরা তাঁর দুর্বলতা। জীবনের নানা মুহূর্তে কোন না কোন সুন্দরী তাঁর জীবনে ঝড় তুলেছেন। মহিমা চৌধুরী থেকে বর্তমানের কিম শর্মা। কত নারী এলো আর গেল। কিন্তু লিয়েন্ডার পেজ তাঁর নিজের স্থানেই অনড়। কোন প্রেম জীবনে বেশিদিন টেকে না। লুকিয়ে বিয়েও ক্রেছিলেন বলেও শোনা যায়। যদিও লিয়েন্ডার পেজ নিজেকে চিরকুমার দাবী করেন। এই ৪৯ বছর বয়সেও যৌবনের ফুল ফোটাচ্ছেন তিনি।
মহিমা চৌধুরী
লিয়েন্ডারের কেরিয়ার তখন তুঙ্গে। আর অন্যদিকে ‘পরদেশ’ রিলিজ করার পর বলিউডে বাঙালি কন্যা মহিমা তখন সেরা। একটি পার্টিতে দেখা হয়েছিল। সেই দেখা তারপর ঘনঘন হতে শুরু করে। শোনা যায়, একসঙ্গে দু’জনে বিদেশে বেড়াতেও গিয়েছিলেন। প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করেছিলেন লিয়েন্ডার আর মহিমা। কিন্তু একনারীতে বেশিদিন মন টেকে না লিয়েন্ডারের। সঞ্জয় দত্তের স্ত্রী রিয়া পিল্লাইয়ের সঙ্গে পরকিয়াতে জড়িয়ে পড়েন টেনিস তারকা। একদিন কোন এক হোটেলে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন মহিমা। সম্পর্ক ভেঙে বেরিয়ে যান তিনি।
রিয়া পিল্লাই
২০০৩ সাল থেকে রিয়া পিল্লাইয়ের সঙ্গে জড়ান লিয়েন্ডার। শোনা যায়, দুজনে গোপনে বিয়ে করেন। অবশ্য এই খবরকে লিয়েন্ডার পেজ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। লিয়েন্ডারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই সঞ্জয় দত্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পিল্লাইয়ের। লিয়েন্ডার আর রিয়ার একমাত্র মেয়ের নাম আইরানা। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হল না। এটা ছিল রিয়ার তৃতীয় বিয়ে। কোন সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৪ সালে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন রিয়া। মামলায় জেতেন। মেয়ের দায়িত্ব তিনি পান। ২০১৬ সালে তিনি জানতে পারেন, মেয়ে আইরানা ব্রেন টিউমারে আক্রান্ত। রিয়া অভিযোগ তোলেন, লিয়েন্ডার মেয়ের অসুখ জেনেও কোন টাকা দেন না। অন্যদিকে, লিয়েন্ডার দাবী করেন, আইরানা তাঁর মেয়ে নয়। তাই কোন দায়িত্ব তিনি নিতে পারবেন না। তখন লিয়েন্ডারের এই কথায় অনেকে অমানবিকতার ছাপ দেখতে পেয়েছিলেন।
তন্বী সাহা
রিয়া যাওয়ার পর লিয়েন্ডারের জীবনে আসেন জুনিয়ার টেনিস খেলোয়াড় তন্বী সাহা। তবে সেই প্রেম ছিল খুবই ক্ষণস্থায়ী। বেশিদিন স্টে করেনি। প্রেমের কথা কেউ স্বীকার করেননি।
কিম শর্মা
২০২১ সাল থেকে অভিনেত্রী কিম শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়েন্ডার পেজ। দেশে-বিদেশে তাঁদের দু’জনের ঘনিষ্ঠ অবস্থার ছবি বারবার ভাইরাল হয়েছে। সম্পর্কের কথা স্বীকারও করেছেন দুজনে। লিভ-ইন শুরু করেন তাঁরা। কিন্তু সাম্প্রতিক খবর হল, এই সম্পর্কও ভাঙতে চলছে। কিম বিয়ের জন্য লিয়েন্ডারকে চাপ দিয়েছিলেন। কিন্তু চিরসবুজ টেনিস তারকা প্রতিশ্রুতিবদ্ধ হতে রাজি নন। তাই ভাঙন। অবশ্য কিমের জীবনে লিয়েন্ডার প্রথম পুরুষ নন। এর আগে শিল্পপতি আলি পাঞ্জবীকে বিয়ে করেছিলেন। তারপর সম্পর্কে জড়ান ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে। অভিনেতা হর্ষবর্ধনের সঙ্গেও কিছুদিন প্রেম ছিল কিমের।
No comments:
please do not enter any spam link in the comment box