জানা গিয়েছে, বাংলাদেশের ফুলবাড়ি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান গাইতে যান নোবেল (Mainul Ahsan Nobel )। স্টেজে ওঠার আগে আকন্ঠ পান করেন। নোবেলের রাত ৯টায় গান গাওয়ার কথা ছিল। তিনি আসেন প্রায় দু’ঘণ্টা দেরিতে। তা নিয়ে ক্ষোভ মেটার আগেই দর্শক খেয়াল করে, স্টেজে অসংলগ্ন কথা বলছেন নোবেল। মাইকের স্ট্যান্ড ভেঙে ফেলেন। গান আর গাইতে পারেননি। উল্টে টলতে টলতে ভুলভাল বকতে থাকেন। এই দেখে বেজায় ক্ষেপে যায় কলেজের ছাত্ররা। জলের বোতলের পাশাপাশি জুতোও ছোঁড়েন কেউ কেউ। ধেয়ে আসে গালিগালাজ। বাধ্য হয়ে নোবেলকে স্টেজ থেকে নামিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বাংলাদেশের ফুলবাড়ি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান গাইতে যান নোবেল (Mainul Ahsan Nobel )। স্টেজে ওঠার আগে আকন্ঠ পান করেন। নোবেলের রাত ৯টায় গান গাওয়ার কথা ছিল। তিনি আসেন প্রায় দু’ঘণ্টা দেরিতে। তা নিয়ে ক্ষোভ মেটার আগেই দর্শক খেয়াল করে, স্টেজে অসংলগ্ন কথা বলছেন নোবেল। মাইকের স্ট্যান্ড ভেঙে ফেলেন। গান আর গাইতে পারেননি। উল্টে টলতে টলতে ভুলভাল বকতে থাকেন। এই দেখে বেজায় ক্ষেপে যায় কলেজের ছাত্ররা। জলের বোতলের পাশাপাশি জুতোও ছোঁড়েন কেউ কেউ। ধেয়ে আসে গালিগালাজ। বাধ্য হয়ে নোবেলকে স্টেজ থেকে নামিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ।
No comments:
please do not enter any spam link in the comment box