Koel Mallick Bollywood movie Gangstar offer: কোটি টাকার বিনিময়ে যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব, ফিরিয়ে দেন কোয়েল

আঞ্চলিক ভাষার অভিনেতা-অভিনেত্রীদের কাছে বলিউডে অভিনয়ের প্রস্তাব পাওয়া অত্যন্ত লোভনীয় ব্যাপার। সে রকম অফার পেলে লুফে নেন সবাই। কারণ, কেরিয়ার যেমন দাঁড়িয়ে যাবে, তেমনি লক্ষ নয়, কোটিতে হবে উপার্জন। তেমনি কয়েক কোটি টাকার অফার এসেছিল বাংলার নায়িকা কোয়েল মল্লিকের (koel mallick age) কাছে। কিন্তু পত্রপাঠ সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল। এই নিয়ে গর্বিত বাবা রঞ্জিত মল্লিক (ranjit mallick)। ঋতুপর্ণা সেনগুপ্তের পর বাংলা ছবির জগতে সেরা নায়িকা ছিলেন কোয়েল। আজ পর্যন্ত তাঁকে নিয়ে গসিপ করার কেউ সুযোগ পায়নি। ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল। অভিনয়কে পেশা করলেও বাড়ির মর্যাদা কোনদিন ক্ষুণ্ণ করেননি তিনি। কোন ছবির অফার পেয়েছিলেন ? আর কেনই বা ফিরিয়ে দিয়েছিলেন ?


  

হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’ দিয়ে বাংলা সিনেমার জগতে পা রেখেছিলেন কোয়েল (koel mallick age)। বিপরীতে নায়ক ছিলেন জিত (jeet actor)। এরপর জিতের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। স্টারকিড হওয়ায় সিনেমায় সুযোগ পেতে কোন অসুবিধা হয়নি কোয়েলের। খুব তাড়াতাড়ি তিনি সুপারস্টার হয়ে যান। তাঁর উত্থানের খবর টলিউড ছাড়িয়ে সোজা বলিউডেও পৌঁছে ছিল। অফার আসে হিন্দি সিনেমাতে কাজ করার। ২০০৬ সালে অনুরাগ বসু তৈরি করেন ‘গ্যাংস্টার’ (gangstar hindi movie songs)। গল্প লিখেছিলেন মহেশ ভাট। এই সিনেমাতে নায়িকা সিমরানের চরিত্র করার প্রস্তাব পান কোয়েল। মহেশ ভাটের প্রোডাকশনের পক্ষ থেকে অফার পাঠানো হয়েছিল। কিন্তু সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন কোয়েল।

কোন দিনই কেরিয়ার নিয়ে বিরাট সচেতন কিছু ছিলেন না। তবে ‘গ্যাংস্টার’-এর প্রস্তাব ফিরিয়েছিলেন কারণ ছবিতে কিছু যৌন উত্তেজক দৃশ্য ছিল। পাশাপাশি, একাধিক চুম্বনের দৃশ্যও ছিল। স্ক্রিপ্ট শুনে কোয়েল না বলেন। তিনি কোন দিনই সিনেমাতে যৌন দৃশ্য বা খোলামেলা দৃশ্য করতে রাজি নন। বাংলাতে তিনি কোনদিন করেননি। হিন্দিতেও করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। কোয়েলের ফিরিয়ে দেওয়া ছবির অফার যায় কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat hot) কাছে। এই ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি হয়েছিল কঙ্গনার। গ্যাংস্টার সুপারহিট হয়। তার থেকেও বেশি হিট হয় ছবির গান। মিউজিক ডিরেক্টর ছিলেন প্রীতম। ছবির অন্যতম হিট গান ‘ভিগি ভিগি’ গানটির সুর নেওয়া হয়েছিল বাংলা ব্যান্ড ‘মহিনের ঘোড়াগুলি’র ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’ থেকে।

কোয়েলের এই সিদ্ধান্ত অনেকের কাছে ঠিক মনে হয়েছে। তেমনি কিছুজনের কাছে অপেশাদার মনে হয়েছে। একজন অভিনেত্রী স্ক্রিপ্ট মেনে যে কোন দৃশ্য করবেন, সেটাই অভিনয়ের নিয়ম। সেখানে চয়েস থাকতে পারে না। সেটা পেশাদার অভিনেত্রীর কাছে কাম্য নয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.