Bangla cinema Actor Dev family: নিজে থাকেন অট্টালিকায়, ভাঙা বাড়িতে দিন কাটাচ্ছেন দেবের ভাই !

সাংসদ-অভিনেতা দেবের (Actor Dev) বাড়ি কোথায় ? এই প্রশ্ন উঠলে তাঁর ভক্তরা এককথায় বলতে পারেন। দক্ষিণ কলকাতার সাউথ সিটিতে। বহুতল সেই ফ্ল্যাটে কী নেই ? ঘরের ভিতর সুইমিং পুল থেকে আরও কত কিছু। বাংলার লিডিং হিরো বলে কথা। বাবা-মা আর অনেক পোষা কুকুর সঙ্গে নিয়ে সেই ফ্ল্যাটে থাকেন দেব। আর তাঁর বাকি পরিবার ? ভোটে দাঁড়িয়ে একবার যাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই জ্যাঠতুতো দাদা-বউদি, ভাইপো, ভাইঝিরা ? সদ্য প্রকাশিত মিডিয়ার রিপোর্টে জানা গিয়েছে, কেশপুরের মরিষদা গ্রামে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন দেবের ভাই বিক্রম অধিকারী। কোনও রকমে পুজো করে দিন গুজরান হয়। ভাঙা মাটির বাড়ি। দেব (Actor Dev) সাংসদ হয়েছেন প্রায় ১০ বছর হতে চলল। এখনও তাঁদের দিকে ফিরেও তাকানোর সময় পাননি। কিকরে পাবেন ? শাসক দলের সাংসদ বলে কথা। কত কাজ। তার উপর অভিনেতা। বছরে দুটো-তিনটি করে নিজের প্রোডাকশনে সিনেমা তৈরি করছেন। আর অবসর পেলে গার্লফ্রেন্ডকে নিয়ে হয় মালদ্বীপ বা প্যারিস ‘হানিমুনে’ যাচ্ছেন । সময় কোথায় ?

READ MORE: কোটি টাকার বিনিময়ে যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব, ফিরিয়ে দেন কোয়েল



জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারীর এই নিয়ে কোন ক্ষোভ নেই। দাদা সময় পান না। কিন্তু তাঁকে দেবের ভাই বলে ছেড়ে দেয়নি শাসক দল। সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে রীতিমতো টাকা আদায় করেছে শাসক দলের স্থানীয় নেতারা। শুধু এই টুকু নয়, বিক্রম অধিকারী আবাস যোজনায় বাড়ি পাওয়া নিয়েও শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, সাংসদ দেবের ভাই বলে তৃণমূল তাঁকে রেয়াত করেনি। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য তাঁকেও পর্যন্ত কাটমানি দিতে হয়েছে। অভিযোগ, ২০১৬ সালে আবাস যোজনায় বাড়ি করার জন্য টাকা পেয়েছিলেন বিক্রম অধিকারী। কিন্তু টাকা পাওয়ার পরদিন বাড়িতে স্থানীয় নেতারা হাজির। কাটমানি হিসেবে পুরো টাকাই তাদের হাতে তুলে দিতে হয় । ফলে বাড়ি আর করা হয়নি। ভাঙা বাড়িতে কোনও রকমে মাথা গুঁজে আছেন পরিবার নিয়ে।

অভিযোগ আরও আছে। বিক্রম অধিকারী দাবি করেছেন, এখন নতুন বিষয় দেখা যাচ্ছে। বিভিন্ন সালিশি সভায় তাঁকে ডেকে নিয়ে যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। সামনে বসিয়ে দেবের ভাই পরিচয় দিয়ে তাঁকে শিখণ্ডী খাড়া করে মোটা টাকা আদায় করছে নেতারা। দলের উপর মহলে জানিয়েও কোন সুরাহা হয়নি। দেবের ভাইকে সামনে রেখে রীতিমতো রাজনৈতিক ব্যবসা করছে শাসক দলের নেতারা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.