Bangladeshi singer Nobel: মৃত্যুর জন্য প্রস্তুত, কেন বলছেন সারেগামাপা খ্যাত নোবেল

জি বাংলার জনপ্রিয় নন-ফিকশন অনুষ্ঠান সারেগামাপা। এই অনুষ্ঠান থেকে অনেক শিল্পী তৈরি হয়েছেন। পরবর্তী কালে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আবার অনেকে অকালে হারিয়ে গিয়েছেন। বাংলাদেশের অনেক গায়ক-গায়িকাকে সুযোগ দিয়েছিল জি বাংলা। এঁদের মধ্যে নোবেলের কথা আপনাদের নিশ্চয় মনে আছে ? অসাধারণ গিটার বাজানোর পাশাপাশি দারুণ গান করে সবাইকে চমকে দিয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত না হলেও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো চর্চায় ছিলেন মইনুল হাসান নোবেল। অশ্লীল ভিডিও প্রকাশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে গালিগালাজ দেওয়া। কী না করেছেন নোবেল। অত্যন্ত উৎশৃঙ্খল জীবন যাপনের আজ তিনি ধবংসের মুখে দাঁড়িয়ে। নিজেই সে কথা স্বীকার করার পাশাপাশি আত্মহত্যা করার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। কিন্তু কেন ? কী এমন ঘটেছে ? নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত কেন বলতে হচ্ছে গায়ককে।

সারেগামাপা’র মঞ্চে নোবেলের গান শুনে মুগ্ধ হয়েছিলেন সবাই। শান্তনু মৈত্র তাঁকে ‘স্টার’ ঘোষণা করে দিয়েছিল। বড়লোক বাবার একমাত্র সন্তান নোবেলের মাথা এখানেই ঘুরে যায়। তিনি নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাঁর সেই সম্ভাবনাও ছিল। সারেগামাপা থেকে দুই বাংলাতে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন নোবেল। বাংলাদেশে তিনি রীতিমতো স্টার। এত জনপ্রিয়তা হজম হয়নি নোবেলের। চরম উৎশৃঙ্খলা থেকে সবাইকে অপমান করা তাঁর অভ্যাসে পরিণত হয়। নারী এবং নেশা দুটো পাশাপাশি চলতে থাকে। মাঝে শোনা যায়, গোপনে বিয়ে করেছেন তিনি। সেই স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এসে নোবেলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন।

ব্যক্তিগত জীবনের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েন নোবেল। কিন্তু তাঁকে থামানো যায়নি। নিজের দেশের খ্যাতনামা শিল্পীদের সম্পর্কে কুরুচিকর শব্দ প্রয়োগ। কথায় কথায় ভারতের শিল্পীদের অপমান, ভারত সম্পর্কে বিরূপ মনোভাবের প্রকাশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কুকথা বলতে ছাড়েননি। তাঁর এই আচরণে সোশ্যাল সাইটে ব্যাপক সমালোচনা শুরু হয়। নোবেলকে অবশ্য থামানো যায়নি। আরও বেশি কুকথা বলতে শুরু করেন।

READ MORE: শত্রু ছবির শিশুশিল্পী ছোট্টু কোথায় হারিয়ে গেল ?   

তবে এবার আক্ষেপের কথা বলতে শোনা গেল নোবেলের গলায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “জীবনে সব অপ্রত্যাশিত জিনিস ঘটে গিয়েছে। মদ এবং মাদক। আমার মাথায় ৭০ টা সেলাই পড়েছে। তাতে আমার প্রাক্তন স্ত্রী খুব খুশি হয়েছে। কেরিয়ার ধবংস হয়ে গিয়েছে। এখন যেটা বাকি তা হল মৃত্যু। আমি প্রস্তুত বন্ধু, তোমাকে আলিঙ্গন করতে আমি প্রস্তুত”। নোবেলের এই পোস্ট দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিয়েছেন। পোস্টটি বর্তমানে মুছে দিয়েছেন নোবেল। অনেকেই লিখেছেন, জীবন নিয়ে ছিনিমিনি খেলে এখন পস্তাচ্ছেন গায়ক। তাতে আর লাভ হবে না। পুরনো সময় আর ফিরে আসে না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.