কাপুরদের পর দেশের মধ্যে সবথেকে চর্চিত পরিবার ‘খান পরিবার’। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান ভীষণভাবে ‘ফ্যামিলি ম্যান’। পরিবারের বাইরে অন্যকিছু বোঝেন না। সুযোগ পেলেই হাজারো ব্যস্ততার মাঝেও বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি। তাঁর বাড়িতে বিরাট একটি লাইব্রেরী আছে। মানে বাড়িতে পড়াশোনার পরিবেশ তিনি রেখেছেন। বাড়ির সকলেই স্টার। শুধু একা শাহরুখ খান নয়, স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং সবথেকে খুদে সদস্য আব্রাম খানও সাধারণ মানুষের চোখে সুপারস্টার। তাঁদের নিয়ে চর্চা অনবরত চলছে। ছোট ছেলে আব্রাম এখন স্কুলে যেতে শুরু করেছে। আর বাকিরা ? পড়াশোনার দৌড় কার কতদূর সেইদিকে একবার নজর দেওয়া যাক।
শাহরুখ খান (Shahrukh khan): বলিউডের কিং খানের জীবন সম্পর্কে তাঁর ভক্তরা ভালোভাবেই অবগত আছেন। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছিলেন শাহরুখ। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে ভরতি হয়েছিলেন। কিন্তু সেই ডিগ্রি আর অর্জন করা হয়নি। ততদিনে তিনি নায়ক। অভিনয়ের জন্য আর পড়া শেষ করা হয়নি।
শাহরুখ খান (Shahrukh khan): বলিউডের কিং খানের জীবন সম্পর্কে তাঁর ভক্তরা ভালোভাবেই অবগত আছেন। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছিলেন শাহরুখ। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে ভরতি হয়েছিলেন। কিন্তু সেই ডিগ্রি আর অর্জন করা হয়নি। ততদিনে তিনি নায়ক। অভিনয়ের জন্য আর পড়া শেষ করা হয়নি।
READ MORE: মৃত্যুর জন্য প্রস্তুত, কেন বলছেন সারেগামাপা খ্যাত নোবেল
গৌরী খান (Gouri khan): শাহরুখের অর্ধাঙ্গিনী যথেষ্ট শিক্ষিতা। তিনি দিল্লির শ্রীরাম কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর এনআইএফটি থেকে ছ’মাসের একটি ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করেছিলেন। তিনি গৃহবধূ হলেও খালি বসে থাকেন না। বাচ্চাদের মানুষ করার পাশাপাশি ইন্টিরিয়র ডেকোরেশনের কাজ করে ভালোই উপার্জন করেন।
আরিয়ান খান (Aryan khan): মুম্বাইয়ে ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পর ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে ফাইন আর্ট , সিনেমাটিক আর্ট এবং টিভি প্রোডাকশনের উপর ডিগ্রি অর্জন করেন। অবশ্য এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত হননি আরিয়ান।
সুহানা খান (Suhana khan): শাহরুখ এবং গৌরীর একমাত্র আদরের মেয়ে সুহানাও উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। তিনিও দাদার মতো ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়া শেষ করে লন্ডনের ইরডিলিং কলেজ থেকে স্নাতক হন। পরে নিউ ইয়র্কের একটি কলেজ থেকে নাটক ও অভিনয় নিয়ে পড়াশোনা করেন। কিছুদিন আগেই সুহানা একটি আন্তর্জাতিক বিউটি প্রোডাক্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তিনি মডেলিং দিয়ে বিনোদন জগতে ঢুকে পড়লেন।
গৌরী খান (Gouri khan): শাহরুখের অর্ধাঙ্গিনী যথেষ্ট শিক্ষিতা। তিনি দিল্লির শ্রীরাম কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর এনআইএফটি থেকে ছ’মাসের একটি ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করেছিলেন। তিনি গৃহবধূ হলেও খালি বসে থাকেন না। বাচ্চাদের মানুষ করার পাশাপাশি ইন্টিরিয়র ডেকোরেশনের কাজ করে ভালোই উপার্জন করেন।
আরিয়ান খান (Aryan khan): মুম্বাইয়ে ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পর ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে ফাইন আর্ট , সিনেমাটিক আর্ট এবং টিভি প্রোডাকশনের উপর ডিগ্রি অর্জন করেন। অবশ্য এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত হননি আরিয়ান।
সুহানা খান (Suhana khan): শাহরুখ এবং গৌরীর একমাত্র আদরের মেয়ে সুহানাও উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। তিনিও দাদার মতো ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়া শেষ করে লন্ডনের ইরডিলিং কলেজ থেকে স্নাতক হন। পরে নিউ ইয়র্কের একটি কলেজ থেকে নাটক ও অভিনয় নিয়ে পড়াশোনা করেন। কিছুদিন আগেই সুহানা একটি আন্তর্জাতিক বিউটি প্রোডাক্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তিনি মডেলিং দিয়ে বিনোদন জগতে ঢুকে পড়লেন।
No comments:
please do not enter any spam link in the comment box