Swastika Mukherjee movies and tv shows: পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়া হবে নগ্ন ছবি, হুমকি দিয়েছেন প্রযোজক, দাবী স্বস্তিকা মুখোপাধ্যায়ের
আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা ‘শিবপুর’-এর। অপরাধ জগতের অন্ধকার দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে। কিন্তু ছবির প্রযোজকের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ তুললেন ছবির অন্যতম প্রধান চরিত্র স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee )। কী অভিযোগ ? স্বস্তিকার দাবী, প্রযোজক তাঁর নগ্ন ছবি পর্ণ সাইটে ছড়িয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, স্বস্তিকার সোশ্যাল সাইট হ্যাক করে ছবি বিকৃত করা হয়েছে। ‘শিবপুর’ (shibpur) ছবির প্রযোজক অজন্তা সিংহ রায় ও সন্দীপ সরকারের বিরুদ্ধে গ্লফগ্রীন থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি, ইম্পাতেও লিখিতভাবে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, লাগাতার ইমেলে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁর ম্যানেজারকেও প্রাণনাশের হুমকি দিয়েছে।
স্বস্তিকার বক্তব্য, প্রথম দিকে আমি পাত্তা দিতাম না। কিন্তু বিষয়টি মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমার ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেছে, তুমি তো বাইক চালিয়ে বাড়ি যাও। যে কোনদিন দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপর কী করে চুপ থাকি ? আমি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। আমার সঙ্গেই এমন অসভ্যতা করছে। তাহলে নবাগত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এরা কী করতে পারে ভেবে আমার ভয় করছে।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্বস্তিকা মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রচণ্ড বিরক্ত। তিনি আর ছবির প্রচারের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান না। তবে ফেসবুক আর ইন্সটাগ্রামে ‘শিবপুর’-এর পোস্টার শেয়ার করেছেন। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তিনি এখনও চান, ছবিটি যেন মুক্তি পায়। দর্শক যেন হলে গিয়ে ছবিটি দেখেন।
কেন দেওয়া হচ্ছে হুমকি ?
স্বস্তিকার বক্তব্য, তিনি কিছুই জানেন না। শুধু বলা হচ্ছে সহযোগিতা না করলে বিপদ হবে। অভিনেত্রী নাকি তাঁদের কাছে বাড়তি টাকা চেয়েছেন । অবশ্য স্বস্তিকা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, চুক্তির বাইরে একটা টাকাও তিনি দাবী করেননি। তাহলে কেন এতো হুমকি ? ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় নিজেকে অসুস্থ দাবী করে কিছু জানেন না বলে জানিয়েছেন। স্বস্তিকা জানিয়েছেন, এতদিন জানতাম অজন্তা সিংহ রায় ছবির প্রযোজক। এখন শুনছি সন্দীপ সরকার নামে কেউ মূল টাকা দিয়েছে। তিনি আমেরিকাতে থাকেন। সন্দীপ সরকার প্রতিদিন ভোররাতে ইমেল পাঠিয়ে হুমকি দিচ্ছে। বলছে, নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জানানো হবে। আমেরিকার ভিসা ক্যান্সেল করে দেবে। কোন দিন আমেরিকাতে ঢুকতে দেওয়া হবে না।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্বস্তিকা মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রচণ্ড বিরক্ত। তিনি আর ছবির প্রচারের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান না। তবে ফেসবুক আর ইন্সটাগ্রামে ‘শিবপুর’-এর পোস্টার শেয়ার করেছেন। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তিনি এখনও চান, ছবিটি যেন মুক্তি পায়। দর্শক যেন হলে গিয়ে ছবিটি দেখেন।
No comments:
please do not enter any spam link in the comment box