Kumar sanu son jaan kumar sanu: বাবা বিন্দুমাত্র পাশে দাঁড়ায়নি ! কেন এত ক্ষোভ কুমার শানুর ছেলের

তাঁর যখন মাত্র ৬ মাস বয়স ছিল, তখন বাবা কুমার শানু (Kumar sanu) দ্বিতীয় সংসার পাতেন। তারপর থেকে বাবার পরিচয় নয়, নিজের চেষ্টায় বলিউডে গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন জান কুমার শানু (jaan kumar sanu)। কুমার শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের ছেলে জান (jaan kumar sanu)। তিনিও গায়ক হতে চান। কিন্তু একথা সবাই জানে, মুম্বাই শহরে এই রকম স্বপ্ন নিয়ে হাজারো যুবক ঘুরে বেড়াচ্ছেন। ক’জনের স্বপ্ন সফল হয় ? একসময়ের বলিউডের সবথেকে সফল গায়কের ছেলে হয়েও গান গাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয় জানকে। তাই নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি। স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বাবা যদি একটু সাহায্য করত, তাহলে এতদিনে আমি বড় স্টার হতে পারতাম’। জান তাঁর কথার মধ্যে যেমন বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি ব্যাকআপ ছাড়া সিনেমা জগতে সাফল্য পাওয়া অসম্ভব। সেই সত্যটাও প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তবে কাউকে দোষ দিতে চান না জান (jaan kumar sanu)। তিনি ভগবানের উপর আস্থা রাখেন। বিশ্বাস করেন, ভগবান তার জন্য নিশ্চয় কিছু ভেবে রেখেছেন।

Unknown story about jaan kumar sanu

১৯৯৪ সালের ১৫ এপ্রিল কলকাতায় জন্মান জান (jaan kumar sanu)। তবে পড়াশোনা সবকিছু মুম্বাইয়ে। তাঁরা তিন ভাই। জান, জেস এবং জিকো। ভাইয়ের মতো জেস ও জিকো গানের জগতে আসেননি। একজন শিক্ষক, আর একজন গ্রাফিক ডিজাইনার। খুব ছোট থেকেই গানের প্রতি আকর্ষণ জানের। কারণ রক্তে ছিল সুর। দাদু পশুপতি ভট্টাচার্য ছিলেন গায়ক ও সঙ্গীত পরিচালক। দিদা নীতাও ছিলেন গায়িকা। গায়ক হিসেবে ২০০২ সালে লিমকা বুক অব রেকর্ডে নাম তুলে ফেলেছিলেন জান। অ্যালবামের নাম ছিল “ তোমরা শুনবে তো”। এত ছোট বয়সে গানের অ্যালবাম বের করতে পারার বিশ্ব রেকর্ড করেন তিনি। প্রসঙ্গত, তাঁর বাবার বাংলা গানের অ্যালবাম ‘তোমরা আসবে তো’ ছিল সুপারহিট।

তিন বছর বয়স থেকেই দিদা নীতা সেনের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন জান (jaan kumar sanu)। তার গানের বিভিন্ন ধারায় তিনি প্রশিক্ষিত হয়েছেন। পণ্ডিত যশরাজের ভাইপো পণ্ডিত রতন মোহন শর্মার কাছেও তালিম নিয়েছেন।

গান গাওয়ার পাশাপাশি একজন ভয়েস আর্টিস্ট হিসেবেও তিনি বিখ্যাত। বিভিন্ন কার্টুন চরিত্রে কণ্ঠদান করেছেন। ২০১৬ সালে ‘দিল মেরে চুরায়ে কিঁউ’ গানটি রিমেক করে ব্যাপক জনপ্রিয়তা পান। গণেশের ভক্ত জান কুমার শানু (jaan kumar sanu) ১৫ টা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। ২০২০ সালে বিগ বস ১৫ শোতে অংশ নিয়েছিলেন। সেখানে মারাঠি ভাষা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ান। মুম্বাইয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। যদিও পরে কালারস চ্যানেলের পক্ষ থেকে জান কুমার শানুর একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চাওয়া হয়েছিল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.