Madan Mitra with Madhumita Sarkar: গাড়ির ভিতর মদন মিত্রের হাতে হাত, লজ্জায় রাঙা মধুমিতা সরকার

তিনি মদন মিত্র (Madan Mitra)। নামের সঙ্গে চরিত্রের অনেক মিল। আবার কাজেও মিল আছে। হুক্কাবার হোক বা কোন পার্টি, কোথায় মহিলাদের সঙ্গে মদন দা’র ছবি দেখা যাবে না, তাই কখনো হয়। মধুমিতা সরকারের সঙ্গে হাতে হাত রেখে আছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। সম্প্রতি ভাইরাল হল সেই ছবি। সোশ্যাল সাইটে সেই ছবি নিজেই দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। ছবি দেখে অনেক তাঁর সমর্থকের যেমন ভালো লেগেছে, তেমনি কটাক্ষ এসেছে বেশি। কেউ কেউ তো মদন দা’কে ‘বুড়ো ভাম’ পর্যন্ত বলেছেন। বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই, তাতে কী ? তাই বলে সখ থাকতে নেই। তৃণমূলের অন্যতম নেতা মদন মিত্র (Madan Mitra) তো সবসময় নিজেকে রঙিন চরিত্রের মানুষ বলে থাকেন। এই তো প্রথম নয় , এর আগেও একাধিক ‘কচি’ মহিলার সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছে। অনেক কটাক্ষ হয়েছে, বিরোধী দলগুলো আড়ালে হেসেছে। কিন্তু মদন দা আছেন মদন দা’তেই। তিনি বদলে যাননি। কিন্তু মধুমিতা সরকারের সঙ্গে ব্যাপার কী ?

হাতে হাত, চোখে চোখ

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বিএমডবলু গাড়িতে পাশাপাশি বসে আছেন মদন মিত্র (Madan Mitra) ও অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। হাতে হাত। চোখে চোখ। মদন মিত্রের চোখের দিকে তাকিয়ে লজ্জায় যেন রাঙা হয়ে উঠেছেন মধুমিতা। অবশ্য চোখে চোখে কী কথা হল বোঝা যায়নি। কারণ চোখে রোদ চশমা পড়েছিলেন অভিনেত্রী। এর আগেও মদন দা’র পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন মধুমিতা। সিনেমা জগতের লোক শাসক দলের কাছাকাছি থাকবেন, এতে আর আশ্চর্য হওয়ার কী আছে ? কিন্তু মধুমিতার সঙ্গে কিসের সম্পর্ক ? উত্তর দিয়েছেন খোদ তৃণমূল নেতা। মদন দা’ বলেছেন, “সম্পর্ক তো আছেই, নাহলে হাত ধরে ছবি তুলব কেন ? শুধু মধুমিতা কেন, আরও অনেক অভিনেত্রীর সঙ্গে আমার সম্পর্ক আছে”।

READ MOREপর্ণ সাইটে ছড়িয়ে দেওয়া হবে নগ্ন ছবি, হুমকি দিয়েছেন প্রযোজক, দাবী স্বস্তিকা মুখোপাধ্যায়ের  

সামনেই মদন মিত্র (Madan Mitra) অভিনীত ‘ও লাভলি !’ ছবি মুক্তি পাবে। সিনেমা জগতের প্রতি ‘রঙিন’ মদন মিত্রের চিরকালীন আকর্ষণ। নতুন এই ছবি দেখে সোশ্যাল সাইটে রীতিমতো হইচই। কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘আংকেল চিপস’। তেমনি আবার অন্যজন লিখেছেন, ‘দাদুর সঙ্গে সুন্দরী’। অশ্লীল মন্তব্যও আছে। সে সবে মদন মিত্র (Madan Mitra) কান দেন না। ‘সুন্দরী ও মদন’ পাশাপাশি থাকবে, তাতে আর অন্যায় কি ?

কিছুদিন আগেই এই দামী গাড়িটি মধুমিতা সরকারের প্রোফাইলে দেখা গিয়েছিল। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়িটি মদন দা গিফট করেছেন ? প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্য তড়িঘড়ি মদন মিত্র জানিয়ে দিয়েছেন, বিএমডবলু কেনার ক্ষমতা তাঁর নেই। তিনি পুরনো অ্যাম্বাসাডরে চড়েন। এই কথা শুনে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, এই জামানায় এই কথা কেউ বিশ্বাস করবে ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.