Salman khan controversy: শ্যুটিং ফ্লোরে মেয়েদের জোর করে এই কাজ করতে বাধ্য করেন সলমান খান , জানাজানি হতেই ছিঃ ছিঃ নেটপাড়ায়

শাহরুখ খানের পর এবার সলমান খান। বড় পর্দা কাঁপাতে আসছেন। আর কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’(Kisi Ka Bhai Kisi Ki Jaan)। ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ছবির প্রচারে বেজায় ব্যস্ত ভাইজান। ছবিটি ২০১৪ সালে রিলিজ ‘ভীরাম’ থেকে অনুপ্রাণিত। ট্রেলারে দেখা গিয়েছে, পারিবারিক আবহে অ্যাকশন ভরপুর। বোঝায় যাচ্ছে অ্যাকশন নিয়ে ধামাকা করতে আসছেন সলমান খান। এই সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হবে টেলিভিশনের জনপ্রিয় তারকা শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। এছাড়া শেহনাজ গিল ও রাঘব জুয়ালদের মতো তারকাকে দেখা যাবে।

পলক তিওয়ারির প্রথম ছবি। সলমানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে খুব খুশি তিনি। ইন্টারভিউয়ে তিনি ভাইজানের সম্পর্কে একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। সেটে অভিনেত্রীদের একটি কাজ করতে বাধ্য করতেন সলমান খান। এর আগে পলক পরিচালক মহেশ মাঞ্জেকরের সহকারী হিসেবে কাজ করতেন। তখন থেকেই সলমানের মেজাজ সম্পর্কে পরিচিত তিনি। তবে নায়িকা হিসেবে প্রথম সুযোগ পেলেন সলমানের বিপরীতে। ছবির প্রচারে গিয়ে ভাইজানের একটি বিস্ফোরক কথা তুলে ধরেছেন পলক। একাধিক নায়িকাদের সঙ্গে প্রেম করলেও বাস্তবে সলমান খান ভীষণ সংস্কারপন্থী। তিনি সেটে মেয়েদের জন্য কড়া নিয়ম চালু করেছিলেন। সেই নিয়ম নায়িকা থেকে সামান্য স্টাফ সবাইকে মেনে চলতে হত। সলমান সেটের মহিলাদের জন্য ড্রেস কোড চালু করে দিয়েছিলেন। কোন রকম ছোট ড্রেস পড়া যাবে না।

কী রকম ড্রেস কোড ?

পলক জানিয়েছেন, ভাইজানের কড়া নির্দেশ ছিল শরীর প্রদর্শন করে এমন কোন পোষাক পরা চলবে না। নায়িকা থেকে সেটে উপস্থিত সকল মহিলাকে এই বিধি মানতে হতো। এই খবর ছড়িয়ে পড়তেই অনেক নেট নাগরিক সলমান খানকে সাধুবাদ জানিয়েছেন। আবার মুক্তমনা অনেক মহিলা ভাইজানের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন। তাঁদের বক্তব্য, নারী স্বাধীনতায় এই ভাবে হস্তক্ষেপ করতে পারেন না সলমান খান। কে কী পড়বে তা তাঁর ব্যক্তিগত রুচি। সেখানে অযথা হস্তক্ষেপ তালিবানি শাসনের সমান।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.