Rahul Banerjee and Priyanka sarkar new life: দশ বছর ধরে বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি ভুলে ফের সংসার পাতছেন তারকা দম্পতি
সিনেমাতে তাঁরা এক হতে পারেননি। হয়েছিল চির বিচ্ছেদ। কিন্তু রিয়েল লাইফে দশ বছরের ভুল বোঝাবুঝি ভুলে ফের এক হলেন রাহুল-প্রিয়াংকা। আর এই কাজটি ‘সহজ’ করে দিল ছেলে। ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে কাছাকাছি এসেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াংকা সরকার (Rahul Banerjee and Priyanka Sarkar)। সিনেমায় কৃষ্ণ এবং পল্লবীর মিল হয়নি। তবে এই সিনেমার পর নিজেদের প্রেমকে মর্যাদা দিয়ে বিয়ে করেন রাহুল-প্রিয়াংকা। কিছুদিনের মধ্যেই ছেলে সহজের জন্ম হয়। নানা কারণে দাম্পত্য কলহ শুরু হয় তাঁদের। অশান্তি এড়াতে দু’জন আলাদা পথ বেছে নেন। ছেলে মায়ের কাছেই ছিল। তারপর কেটে যায় ১০ বছর। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগতে থাকেন দুজনে। প্রিয়াংকা সিনেমা করলেও রাহুল আর নায়ক হতে পারেননি। রোজগারের পথ হিসেবে সিরিয়াল বেছে নিয়েছিলেন। তবে ছেলের সূত্রে সরু সুতোর মতো স্ত্রীর সঙ্গে একটি যোগাযোগ ছিল রাহুলের।
বর্তমান জুগে যেখানে নিমেষের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। সেখানে রাহুল-প্রিয়াংকা একটি উদাহরণ তৈরি করলেন। সময়টা বড্ড বেশি লেগে গেল। ১০ বছর। কম দিন নয়। এই ১০ বছরে ছেলেকে দেখতে মাঝে মাঝে প্রিয়াংকার ফ্ল্যাটে গিয়েছেন রাহুল। ২০১৮ সালে তাঁরা আইনি বিচ্ছেদ চেয়ে মামলা করেন। বিচ্ছদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এখন সেই মামলা দুজনেই তুলে নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই কয়েক বছরে ছেলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। নিজেদের মধ্যে দূরত্ব থাকলেও ছেলের ভবিষ্যৎ নিয়ে মা-বাবা হিসেবে কোন আপোষ করেননি রাহুল-প্রিয়াংকা। এখন ফের ছেলে সহজ কে নিয়ে নতুন করে সংসার পাতার কথা ভাবছেন তাঁরা।
বর্তমান জুগে যেখানে নিমেষের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। সেখানে রাহুল-প্রিয়াংকা একটি উদাহরণ তৈরি করলেন। সময়টা বড্ড বেশি লেগে গেল। ১০ বছর। কম দিন নয়। এই ১০ বছরে ছেলেকে দেখতে মাঝে মাঝে প্রিয়াংকার ফ্ল্যাটে গিয়েছেন রাহুল। ২০১৮ সালে তাঁরা আইনি বিচ্ছেদ চেয়ে মামলা করেন। বিচ্ছদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এখন সেই মামলা দুজনেই তুলে নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই কয়েক বছরে ছেলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। নিজেদের মধ্যে দূরত্ব থাকলেও ছেলের ভবিষ্যৎ নিয়ে মা-বাবা হিসেবে কোন আপোষ করেননি রাহুল-প্রিয়াংকা। এখন ফের ছেলে সহজ কে নিয়ে নতুন করে সংসার পাতার কথা ভাবছেন তাঁরা।
No comments:
please do not enter any spam link in the comment box