Bollywood actress Poonam Dhillion daughter: মায়ের মতোই সুন্দরী মেয়ে, এবার বলিউডে পা রাখতে চলেছেন আরও এক স্টার কিড

৮০-এর দশকে হিন্দি সিনেমার অন্যতম সুন্দরী নায়িকা ছিলেন পুনম ধিলোঁ (Poonam Dhillion) । যাঁর প্রেমে শুধু ভক্তরা নয়, অনেক নায়কও পাগল ছিলেন। সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় জীবনে প্রবেশ। সফল কেরিয়ার। এবার তাঁর মেয়ে পালোমা বলিউডে এন্ট্রি নিতে প্রস্তুত। এর আগেও অনেক স্টার কিড এসেছেন। তাঁদের মধ্যে কেউ সফল, কেউ ব্যর্থ হয়ে মাঠ ছেড়েছেন। এই প্রজন্মের স্টার কিডদের মধ্যে সারা আলি খান, জাহ্নবী কাপুর বা ইশান খট্টর ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন পুনম ধিলোঁর মেয়ে পালোমা (palloma)। অনেকেই তাঁকে মায়ের মতোই সুন্দরী বলে। আবার কেউ কেউ মাকে এককাঠি ছাপিয়ে গিয়েছেনও বলে থাকে। নিজেকে কিছুটা প্রচারের আলো থেকে দূরে রাখেন পালোমা।

মা ছিলেন বলিউডের প্রকৃত সুন্দরী। মেয়ে পালোমা যে সেই ট্র্যাডিশন ধরে রাখবেন তা ইন্সটাগ্রাম দেখলে বোঝা যায়। ২০ লক্ষের বেশি ফলোয়ার। ইদানিং তাঁর কিছু ‘হট’ ছবি রীতিমতো ভাইরাল। শোনা যায়, ফুটবল খেলতে খুব ভালোবাসেন। মাঝমাঠ থেকে সোজা গোলে পাঠাতে পারেন। আবার ক্যারাটেতেও সিদ্ধহস্ত। সেই সব ছবি সোশ্যাল সাইটে নিজেই দিয়ে থাকেন। পালোমা যতটা ফিট, ততটাই স্টাইলিশ। যেকোন পোষাকে তিনি বাজিমাত করতে পারেন। নিজেকে অভিনয়ের জন্য রীতিমতো তৈরি করেছেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রি হিন্দি সিনেমাতে ডেবিউ করতে চলেছেন পালোমা। পরিচালক সূরজ বারজেতিয়ার হাত ধরে অভিনয়ের যাত্রা শুরু করছেন। শ্যুটিং চলছে। ছবির নায়ক সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল।

১৯৮৮ সালে প্রযোজক অশোক ঠাকেরিয়াকে বিয়ে করেছিলেন পুনম ধিলোঁ (Poonam Dhillion) । তাঁদের দুই সন্তান আনমোল এবং পালোমা। সন্তান জন্মানোর পর পুনমের বিয়ে ভেঙে যায়। পালোমা আর আনমোল মায়ের কাছেই মানুষ হয়েছেন। স্কুল-কলেজের পাশাপাশি পালোমা ভালো ফুটবল খেলতেন। চেয়েছিলেন ফুটবলার হতে। কিন্তু মায়ের নির্দেশে মডেলিং আর অভিনয়ের দিকে ঝোঁকেন। পালোমার এক দিদি ইতিমধ্যেই বলিউডের নাম করা অভিনেত্রী। তিনি শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা। পালোমার মামাতো বোন শ্রদ্ধা কাপুর। তিনি প্রায় ১০ বছর ধরে বলিউডে অভিনয় করছেন। এবার সেই পথে পালোমা ঠাকেরিয়া ধিলোঁ। শুধু সময়ের অপেক্ষা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.