Karishma Kapoor viral picture: মায়ের কোলে থাকা একরত্তি মেয়েটিকে চিনতে পারছেন ? বলিউড কাঁপিয়েছে এই মেয়ে
তিনি ৯০ দশকে হিন্দি ছবির জগতে সবথেকে জনপ্রিয় অভিনেত্রী। গোবিন্দা, আমির খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার, শাহরুখ থেকে সলমান খান। প্রায় প্রত্যেক নায়কের সঙ্গে কাজ করেছেন। কত যে সুপারহিট ছবি আছে, তার হিসেব দেওয়া মুশকিল। নীল চোখের কাপুর পরিবারের এই মেয়ে রীতিমতো কামাল করেছিলেন। পরে বোন করিনাও সুপারহিট নায়িকা হয়ে ছিলেন। তবে তিনি কাপুর পরিবারের সেই মেয়ে, যিনি দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে বেরিয়ে এসেছিলেন। রাজ কাপুর একাধিক নারী স্বাধীনতার গল্প নিয়ে সিনেমা তৈরি করলেও বাড়ির মেয়েদের উপর কড়া নিয়ম চাপিয়ে দিয়েছিলেন। বাড়ির বউ এবং মেয়েরা কোনদিন সিনেমাতে অভিনয় করতে পারবেন না। তাই যে সব নায়িকা কাপুর পরিবারের পুত্রবধূ হয়েছেন, তাঁরা সিনেমায় ফিরতে পারেননি। বাড়ির প্রথম মেয়ে করিশ্মা কাপুর (Karishma Kapoor) সেই নিয়মের জগদ্দল পাথর সরিয়ে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। শুধু অভিনয় নয়, ‘সুপার হট’ নায়িকা হয়ে ছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন করিশ্মা কাপুর। যেখানে দেখা যাচ্ছে , মা ববিতার কোলে ছোট্ট বেবো। ছবি দেখে ভক্তরা যেমন আপ্লুত, তেমনি কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেক তারকাও কমেন্ট করেছেন। বোন করিনা লিখেছেন, আমাদের মা হট ছিলেন। তাই আমারাও হট হয়েছি। সমর্থন করেছেন ভক্তরা। ছবিটি দেখে অনেকে এক নজরেই চিনে ফেলেছেন। আবার কারো কারো সময় লেগেছে।
১৯৯১ সালে ‘ প্রেম কয়েদি’ ছবি দিয়ে সিনেমা জগতে পা রাখেন করিশ্মা। নায়ক ছিলেন হর্ষ কুমার। ছবি মাঝারি হিট। এরপর পরপর পাঁচটি ছবি সুপার ফ্লপ হয়। ১৯৯৩ সালে ‘আনাড়ি’ এবং ‘জিগর’ সফল নায়িকা হিসেবে করিশ্মাকে প্রতিষ্ঠিত করে। ১৯৯৭ সালে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাতে সহ অভিনেত্রী হিসেবে কাজ করেই জিতে নিয়ে ছিলেন জাতীয় পুরস্কার। ইদানিং আর তেমন ভাবে বড় পর্দায় দেখা যায় না করিশ্মা কাপুরকে। তবে শোনা যাচ্ছে, প্রায় ৬ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম ‘মাডার মুবারক’।
সিনেমাতে অত্যন্ত সফল নায়িকা হলেও ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি করিশ্মা কাপুর। একসঙ্গে অভিনয় ক্রতে গিয়ে অজয় দেবগণের প্রেমে পড়ে ছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। পরে অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান হয়। কয়েক বছরের মধ্যেই কোন কারণ ছাড়াই সেই সম্পর্কও ভেঙে যায়। ২০০৩ সালে তিনি ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। বিবাহিত জীবন ছিল চরম অসুখের। স্বামীর বিরুদ্ধে মারধর সহ নানা অভিযোগ তুলেছিলেন তিনি। ২০১৬ তে এসে বিবাহবিচ্ছেদ হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন করিশ্মা কাপুর। যেখানে দেখা যাচ্ছে , মা ববিতার কোলে ছোট্ট বেবো। ছবি দেখে ভক্তরা যেমন আপ্লুত, তেমনি কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেক তারকাও কমেন্ট করেছেন। বোন করিনা লিখেছেন, আমাদের মা হট ছিলেন। তাই আমারাও হট হয়েছি। সমর্থন করেছেন ভক্তরা। ছবিটি দেখে অনেকে এক নজরেই চিনে ফেলেছেন। আবার কারো কারো সময় লেগেছে।
১৯৯১ সালে ‘ প্রেম কয়েদি’ ছবি দিয়ে সিনেমা জগতে পা রাখেন করিশ্মা। নায়ক ছিলেন হর্ষ কুমার। ছবি মাঝারি হিট। এরপর পরপর পাঁচটি ছবি সুপার ফ্লপ হয়। ১৯৯৩ সালে ‘আনাড়ি’ এবং ‘জিগর’ সফল নায়িকা হিসেবে করিশ্মাকে প্রতিষ্ঠিত করে। ১৯৯৭ সালে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাতে সহ অভিনেত্রী হিসেবে কাজ করেই জিতে নিয়ে ছিলেন জাতীয় পুরস্কার। ইদানিং আর তেমন ভাবে বড় পর্দায় দেখা যায় না করিশ্মা কাপুরকে। তবে শোনা যাচ্ছে, প্রায় ৬ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম ‘মাডার মুবারক’।
সিনেমাতে অত্যন্ত সফল নায়িকা হলেও ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি করিশ্মা কাপুর। একসঙ্গে অভিনয় ক্রতে গিয়ে অজয় দেবগণের প্রেমে পড়ে ছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। পরে অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান হয়। কয়েক বছরের মধ্যেই কোন কারণ ছাড়াই সেই সম্পর্কও ভেঙে যায়। ২০০৩ সালে তিনি ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। বিবাহিত জীবন ছিল চরম অসুখের। স্বামীর বিরুদ্ধে মারধর সহ নানা অভিযোগ তুলেছিলেন তিনি। ২০১৬ তে এসে বিবাহবিচ্ছেদ হয়।
No comments:
please do not enter any spam link in the comment box