Kanchana Maitra health condition : অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, ঘটতে পারত ভয়ঙ্কর ঘটনা

বরাত জোরে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra) । যা পরিস্থিতি ছিল তাতে তাঁর জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। ঠিক কি ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে। দু’দিন আগে হাসপাতালের বেডে শুয়ে প্রথম ছবি পোস্ট করেন কাঞ্চনা। তখনই জানা যায়, গুরুত্বর অসুস্থ তিনি। ছবির নীচে কমেন্টে ভরে যায়, কেউ লেখেন, কী হয়েছে আপনার ? কেউ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, আমার প্রিয় অভিনেত্রী। কী ঘটেছে আপনার জীবনে ? কেন আপনি হাসপাতালে ? টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা। সিনেমা থেকে তাঁর অভিনয় যাত্রা শুরু হলেও মূলত সিরিয়াল করেই তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। খলনায়িকার চরিত্রে তিনি এখন একচেটিয়া অভিন্য করছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে সৎ মায়ের চরিত্রে অভিনয় করতে। কিন্তু কিছুদিন ধরে তিনি সিরিয়ালে অনুপস্থিত। কী হয়েছে কাঞ্চনা মৈত্রের ?

 আরও পড়ুনঃ ট্রেলার নয়, শুধুমাত্র পোস্টারেই ঝড় তুলল ‘পুষ্পা-দ্য রুল’

খোঁজ খবর করে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নাকে চোট ছিল অভিনেত্রীর। কিছুদিন আগে সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল। সেটি পরে হেমাটোমাতে পরিণত হয়। ফলে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে অপারেশন করতে হয় তাঁর। নাক নিয়ে অনেকদিন ধরেই নাকানিচোবানি খাচ্ছিলেন কাঞ্চনা। ব্যথা বাড়ছিল। সেই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে অপারেশন জরুরী ছিল।

অভিনয়ের পাশাপাশি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু গত ফেব্রুয়ারিতে দলত্যাগ করেন। তবে তিনি তৃণমূলে যোগ দেননি। কারণ হিসেবে তিনি সোশ্যাল সাইটে লেখেন, বিজেপিকে তিনি যতটা আপনার ভেবেছিলেন। দল ততটা ভাবেনি। তাই বিজেপি ছাড়লেন। আপাতত অভিনয় আর সংসার মন দিয়ে করতে চান। কিন্তু অসুস্থতা সেখানে বাধা হয়ে দাঁড়াল। নিজের অসুখ সম্পর্কে কাঞ্চনা (Kanchana Maitra) জানান, নাক মোটা হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল আমি বোধহয় প্লাস্টিক সার্জারি করিয়েছি। নাক বেঁকে যেতে শুরু করে। প্রথম দিকে অসুখটাকে গুরুত্ব দেননি। নাকে রক্ত জমাট বাঁধতে থাকে। হেমাটোমা হয়ে গিয়েছিল। এখান থেকে ব্রেনে এফেক্ট করতে পারত। অভিনেত্রীর ভাষায়, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। অল্পের জন্য তিনি বেঁচে গিয়েছেন।

শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আপাতত ১০ দিন বাড়িতে বিশ্রাম নিতে হবে। তারপর শ্যুটিংয়ে ফিরবেন। ফের তাঁকে দেখা যাবে ‘জগদ্ধাত্রী’ ও ‘ফাগুনের মোহনায়’ সিরিয়ালে। কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra) ২০০৮ সালে ‘ সেদিন দুজনে’ ছবিতে প্রথম অভিনয় করেন। তবে নজরে পড়েছিলেন ‘বাই বাই ব্যাংকক’ ছবিতে অভিনয় করে।

হেমাটোমা কী ?

মস্তিষ্কের হাড়ের তলায় জমাট বাঁধে রক্ত। এই রোগের নাম ক্রনিক সাবডুরাল হেমাটোমা। প্রথম দিকে রক্তক্ষরণ হয়। তারপর ধীরে ধীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে কোন আঘাত থেকে এই রোগ হয়। এই রোগের একবার উপসর্গ দেখা দিলে চিকিৎসা করানো ভীষণ প্রয়োজন। অভিনেতা ঋত্বিক রোশন এই বিরল রোগে আক্রান্ত।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.