ছবির প্রচার একেই বলে। হাপিত্যেশ করে বসে আছেন দর্শকরা। ফের কবে আসবে ‘পুষ্পা’। খুব কম ছবির সিক্যুয়েল নিয়ে এত অধীর অপেক্ষা দেখা গিয়েছে। সিনেমা কবে রিলিজ হবে, তার দিনক্ষণ ঘোষণা হয়নি। শুধুমাত্র একটি পোস্টার ট্যুইটারে ছেড়েছেন নায়ক আল্লু অর্জুন (Allu Arjun )। আর তাতেই পুরো ধামাল। আসছে ‘পুষ্পা-দ্য রুল’ (Puspa-the rule )। ক’দিন আগে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, সেখান দেখা যায় শহর জুড়ে পোস্টার পড়েছে, কোথায় পুষ্পা ? আল্লু অর্জুন (Allu Arjun ) জানিয়েছেন, অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই আসছে পুষ্পা। কিন্তু কবে ? সেটা আপাতত সাসপেন্স রেখেছেন তিনি। পোস্টারে দেখা গিয়েছে, অন্যরকম লুকে আল্লু অর্জুন। পড়নে শাড়ি, গলায় ফুল আর পাতি লেবুর মালা। মুখে নীল রংয়ের মেকআপ। কপালে সিঁদুর লেপা। কোন এক দেবীর রূপে তিনি আসছেন। কেন তাঁর এমন রূপ ? তা স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ দেশের সবথেকে সুন্দরী বাঙালি আইএএস অফিসারকে দেখলে চোখ ফেরাতে পারবেন না
‘পুষ্পা- দ্য রাইজ’-এর (Pushpa The Rise) শেষে দেখা গিয়েছিল এসপি ভানোয়ার সিং শেখাওয়াতকে অপমানের জবাব দিয়ে বিয়ের পিঁড়িতে বসে পুষ্পা। শ্রীবল্লির গলায় মালা দিতে দিতে শুধু বলে, কাহিনী এবার শুরু হল। অন্যদিকে, অর্ধনগ্ন এসপি বাড়ি ফিরে আসেন। পোষাক না থাকায় তাঁর পোষা কুকুর তাঁকে চিনতে পারেনি। গুলি করে কুকুরকে খুন করে পুষ্পার দেওয়া ঘুষের টাকা পুড়িয়ে ফেলে। বদলা নেওয়ার শপথ নেন। এখানেই গল্প শেষ হয়। ‘পুষ্পা-দ্য রুল’-এর গল্প এখান থেকেই শুরু হবে।
এখনও পর্যন্ত অন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশ করা হয়নি। ‘পুষ্পা- দ্য রাইজ’ মোট ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আশা করা হচ্ছে, সিকিয়্যুলে সেই অংককে ছাপিয়ে যাবে। পোস্টার দেখেই অভিভূত দর্শক থেকে তামিল ও বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। কথা মতো ৭ তারিখ পোস্টার রিলিজ হয়েছে। ৮ এপ্রিল আল্লু অর্জুনের (Allu Arjun ) জন্মদিন। ধামাকারদার নতুন কিছু আসবে ব্লে আশা করছেন আল্লুর ভক্তরা।
No comments:
please do not enter any spam link in the comment box