তিনি বাস্তবেই ‘বালিকা বধূ’। মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় অভিনয়। আর ১৯ বছরেই মা হয়েছিলেন। মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)। এক সময় বলিউডের অন্যতম পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, বিনোদ মেহারা থেকে রাকেশ রোশন-প্রায় প্রতিটি হিরোর সঙ্গে কাজ করেছেন। তবে কেরিয়ার নিয়ে ততটা সচেতন কোন দিনই ছিলেন না। বেশি ভাবতেন ব্যক্তিগত জীবন নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত তাঁর স্বামী। তবে বিনোদ মেহেরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা সময়ে অনেক গুজব রটেছিল। সে সবকে কোনদিন পাত্তা দেননি। ইন্টারভিউয়ে বারবার বলেছেন, জয়ন্ত আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ। পরিচালক তরুণ মজুমদার তাঁকে আবিষ্কার করেছিলেন। নাম ছিল ইন্দিরা। মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee) জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধী ও কলকাতার ইন্দিরা সিনেমা হলের নামের জন্য তরুণবাবু নাম পালটে মৌসুমী করেন। সেই নামেই প্রথম ছবি থেকেই সুপারহিট হয়ে যান। তবে খাতায় কলমে তিনি এখনও ইন্দিরা।
২৬ এপ্রিল, ৭৪ বছরে পড়লেন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)। চিরদিন হুল্লোড়ে এই অভিনেত্রী জীবনে পেয়েছেন চরম দুঃখ। মেয়ে পায়েলের মৃত্যু তিনি কিছুতেই মানতে পারেননি। তারপর থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। শেষ অভিনয় করেন সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে। সেখানে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করেন। আর শেষ বাংলা ছবি ‘গয়নার বাক্স’। তাঁর ১৯ বছর বয়সেই মেয়ে পায়েল জন্মায়। তখন ‘ রোটি, কাপড়া ওর মাকান’ ছবির শ্যুটিং চলছিল। গর্ভবতী অবস্থায় শ্যুটিং করেছিলেন। ছবিতে একটি ধর্ষণের দৃশ্য ছিল। সেই দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে শরীর খারাপ হয়ে যায়। রক্তক্ষরণ শুরু হয়। শ্যুটিং থামিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চরম বিপদ হতে পারত। কিন্তু বাচ্চা ও মৌসুমী চট্টোপাধ্যায়ের কিছু হয়নি।
১৯৭২ সালে ‘অনুরাগ’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মৌসুমী। নায়ক ছিলেন বিনোদ মেহেরা। এই ছবিতে একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবি হিট। একইসঙ্গে সেরা ছবির পুরস্কার পেয়েছিল। পরিচালক ছিলেন শক্তি সামন্ত। এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, সময়ের আগে তিনি সব কিছু পেয়ে গিয়েছেন। ১৯৬৭ সালে প্রথম সিনেমায় অভিনয়। বালিকা বধূ কতবড় হিট তা আর বলার প্রয়োজন পড়ে না। বিয়ের পর হিন্দি ছবিতে অভিনয়ের ইচ্ছা তেমন ছিল না। শ্বশুর হেমন্ত মুখোপাধ্যায়ের নির্দেশে হিন্দি সিনেমার জগতে পা রাখা। দীর্ঘ দিন সিনেমা থেকে দূরে তিনি। তাঁর ভক্তরা চান, আবার ভালো চরিত্রে পর্দায় ফিরুন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)।
No comments:
please do not enter any spam link in the comment box