Bollywood king Shahrukh khan house pic: ঠিক যেন রাজপ্রাসাদ ! দেখুন শাহরুখের স্বপ্নের বাড়ি মন্নতের অন্দরমহল

বলিউডের ‘বাদশা’ তিনি। জীবন যাপনও বাদশার মতো হবে এতে আর আশ্চর্য হওয়ার কী আছে। শাহরুখ খানের (Shahrukh khan) স্বপ্নের বাড়ি ‘মন্নত’। যে বাড়ির সামনে রোজ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন, শুধুমাত্র এক ঝলক কিং খানকে দেখার জন্য। ভাগ্য ভালো থাকলে কোনদিন দেখা মেলে। আবার শুধু মন্নতের বিরাট পাঁচিল দেখে ফিরে আসতে হয়। বিরাট সেই পাঁচিলের ভিতরে আছে এক স্বপ্নের নগরী। যা নিজের হাতে সাজিয়েছেন শাহরুখ আর গৌরী খান (Gouri Khan) মিলে। অনেকেই হয়তো জানেন, গৌরী নিজে একজন নামকরা ইনটিয়ার ডিজাইনার। নিজের বাড়ির পাশাপাশি মুকেশ আম্বানী, করণ জোহর, আলিয়া ভাটের মতো নামীদামী শিল্পীর বাড়ির ডিজাইনার তিনি নিজের হাতে করেছেন। গৌরীর আছে একটি নিজস্ব কোম্পানী। নাম ‘গৌরী খান ডিজাইন’। গৃহলক্ষ্মী যখন ঘরেই থাকেন তখন সেই সুখী গৃহকোণের অন্দরসজ্জা অন্যরকম হবেই।

সম্প্রতি গৌরী তাঁর লেখা বই ‘মাই লাইফ উইথ ডিজাইন’ প্রকাশ পেয়েছে। সেখানেই নিজের বাড়ির অন্দরসজ্জা প্রকাশ করেছেন তিনি। নাহলে সাধারণ মানুষের পক্ষে কখনো কিং খানের বাড়ি দেখার সৌভাগ্য হবে না। ঘরের যে ঝলক প্রকাশ পেয়েছে, তা চোখ ধাঁদিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যেন রাজপ্রসাদ। কী নেই সেই বাড়িতে। সুইমিং পুল থেকে শুরু করে আলিসান খাওয়ার টেবিল। বাথরুম দাঁড়িয়ে দেখতে হয়। বাড়ির সদস্য অনেক। গৌরী সেইভাবেই সাজিয়েছেন, যাতে সবার আলাদা স্পেশ থাকে। ছেলে-মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। তাই তাঁদের আলাদা স্পেশ দরকার। খাওয়ার সময় ছাড়া খুব একটা সবার দেখা হয় না। মন্নতে আছে বিরাট একটি লাইব্রেরি। বাড়ির কর্তা অর্থাৎ শাহরুখ খান ঘরে থাকলে দিনের বেশির ভাগ সময় লাইব্রেরিতেই কাটান তিনি। আবার বড় ছেলে আরিয়ান বাড়ি থাকলে বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতেই আড্ডা দেন।

গৌরী তাঁর বইয়ে লিখেছেন, মন্নতের আগে শাহরুখ খান দিল্লিতে একটি বাড়ি কিনেছিলেন। কিন্তু কোন নামী ইনটিয়র ডিজাইনারদের দিয়ে বাড়ি সাজানোর মতো সাধ্য ছিল না। তখন গৌরী নিজের হাতে সেই ছোট বাড়ি সাজিয়েছিলেন। পরে যখন মন্নত কেনেন, তখনও বাইরের কেউ নয়। গৌরী নিজের হাতে বাড়ির প্রতিটি কোণা সাজিয়েছেন। তাই এই বাড়ির প্রতি তাঁদের আলাদা মোহ, ভালোবাসা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.