Actress Nagma still love Sourav : সৌরভকে ভালোবেসে সারাজীবন অবিবাহিত থেকে গেলেন এই অভিনেত্রী, চেনেন তাঁকে

কথায় বলে, প্রথম ভালোবাসা কোনও দিন ভোলা যায় না। যেমনটা ভুলতে পারেননি অভিনেত্রী নাগমা (Nagma)। সাউথ থেকে উঠে এসে হিন্দি ছবিতে অভিনয়, তারপর একচেটিয়া ভোজপুরি ছবিতে কাজ করেছেন নাগমা (Nagma)। বর্তমানে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। এই দীর্ঘ পথে অনেকে সঙ্গী হতে চেয়েছেন। কিন্তু নাগমার মনের মানুষ একজন। যাঁকে তিনি ভুলতে পারেননি। শোনা যায়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী নাগমা (Nagma)। এমনও শোনা যায়, দক্ষিণের একটি মন্দিরে তাঁরা বিয়ে করেছিলেন। যদিও এই তথ্যের কোন ভিত্তি নেই। তবে এটা ঠিক, প্রেম একবার এসেছিল জীবনে। যা নাগমার মন ছুঁয়ে গিয়েছে। সেই মানুষটা তিনি আজও ভোলেননি। নাম না করেই মনের সেই মানুষের খবর নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তবে বুদ্ধিমানের জন্য ইশারা কাফি। সেই মানুষ যে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), তা কারও বুঝে নিতে অসুবিধা নেই।

READ MORE: কীভাবে ঝাড়ুদার থেকে ক্রিকেটার হলেন ‘আইপিএল হিরো’ রিংকু সিং ? 

কী বলেছেন নাগমা ?

২০০৯ সালে সৌরভ ও নাগমার প্রেম কাহিনী প্রথম প্রকাশ্যে আসে। তখন সৌরভ বিবাহিত। তাঁর পক্ষে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে আসা সম্ভব ছিল না। ফলে অচিরেই সেই প্রেম অস্তমিত হয়। নাগমার মতে, জীবনের ফেলে আসা সেই অধ্যায়ের কথা তিনি কোনও দিন ভুলতে পারবেন না। পুরো বিষয়টি তাঁর কাছে ছিল ‘আশ্চর্য ঘটনা’র মতো। জীবনে অনেক পুরুষ এসেছে। কিন্তু বিশেষ সেই মানুষটিকে তিনি ভুলতে পারবেন না। যার কথা ভেবে তিনি অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকেট এবং গ্লামার ওয়ার্ল্ড পাশাপাশি বাস করে। এই সম্পর্ক আজকের নয়। বহুদিন ধরেই ক্রিকেটারদের প্রেমে পড়েছেন বলিউড সুন্দরীরা। শর্মিলা ঠাকুর থেকে অনুষ্কা পর্যন্ত উদাহরণ ভুরি ভুরি। সেখানে সৌরভের প্রেমে পড়েছিলেন নাগমা (Nagma)। নাম না করে সে প্রসঙ্গে অভিনেত্রী জানান, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন স্পেশাল হয়ে ওঠেন। দুটি ভিন্ন জগতের বিখ্যাত মানুষ যখন পরস্পরের কাছে আসে, একে অপরকে পচ্ছন্দ করে, তখন চারিদিকে অনেক কথা হয়। এই দুনিয়া দু’জন বিখ্যাত মানুষের ভালোবাসা মেনে নিতে পারে না। তখন সব ছেড়ে দিতে হয়।

নাগমা (Nagma) আরও বলেছেন, “আমি কোনও দিন ‘ছেড়ে দাও’ বলতে পারিনি। কেউ যখন জীবনটাকে স্পেশাল করে তোলে, তখন ও কথা বলা যায় না। তার উপর যদি সেই মানুষের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি সুন্দর হয়ে ওঠে তাহলে সেই মানুষকে ভোলা সম্ভব নয়। বন্ধুরা চিরদিন বন্ধু থাকে”। নাগমা (Nagma) স্বীকার করেছেন, সম্পর্ক সত্যি হলে তা ছেড়ে চলে যাওয়া যায় না। তখন পরিবার কেন, পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করা যায়। অবশ্য এক্ষেত্রে সেই লড়াই সৌরভ করেননি। তিনি পরিবার ছেড়ে অভিনেত্রীর কাছে আসেননি। নিজের ইমেজ ঠিক রেখেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) । কোনও দিন নাগমা সম্পর্কে একটি কথাও তিনি বলেননি।

নাগমার প্রকৃত নাম নন্দিতা অরবিন্দ মোরারজি। হিন্দিতে তাঁর প্রথম ছবি ছিল সলমান খানের বিপরীতে ‘বাগী’ (১৯৯০)। সেই বছরের অন্যতম সফল ছবি ছিল ‘বাগী’। এরপর নাগমা অভিনয় করেছেন সুহাগ, কিং আংকেল, লাল বাদশা ইত্যাদি ছবিতে। হিন্দির থেকে বেশি তাঁকে তামিল, তেলেগু ছবিতে বেশি দেখা গিয়েছে। পাশাপাশি, অভিনয় করেছেন মালায়লম, বাংলা, ভোজপুরি, পাঞ্জাবী ও মারাঠী ছবিতে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.