Yash Dasgupta first wife: নুসরতের থেকে ঢের সুন্দরী যশের প্রথম স্ত্রী, কোথায়, কী অবস্থায় আছেন তিনি ?

সিনেমা এখনও পর্যন্ত একটাও হিট নেই। তাতে কী ? মিডিয়ার ধ্যানজ্ঞান কীভাবে কেড়ে নিতে হয়, খুব ভালোই জানেন অভিনেতা যশ দাশগুপ্ত। বাংলা সিরিয়াল ‘ বোঝে না সে বোঝে না’ দিয়ে কেরিয়ার শুরু। তারপর একলাফে সিনেমার হিরো। অভিনেতা হিসেবে কত নম্বর পেতে পারেন, সে নিয়ে চর্চা নাই বা হল। বরং চর্চা চলতে পারে যশের ব্যক্তিগত জীবন নিয়ে। যা তিনি আর ব্যক্তিগত রাখেননি। পুরোটাই পাবলিক। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক। শুধু সম্পর্ক বললে ভুল হবে, তাঁর সন্তানের পিতা তিনি। ধুমধাম করে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরত। যার সাক্ষী ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যদিও পরে অভিনেত্রী দাবি করে ছিলেন, ওটা বিয়ে ছিল না। তাহলে সিনেমার শ্যুটিং ছিল কিনা তা বলা মুশকিল। নিখিলের ঘর ভেঙে যশের সঙ্গে থাকতে শুরু করেন নুসরত। যাকে বলা হয় লিভিং। কিন্তু জানেন কি ? কচি খোকা সেজে থাকা যশ দাশগুপ্ত আগে থেকেই আইনত বিবাহিত। তাঁর আগের এক স্ত্রী ছিলেন। যাঁকে ছেড়ে সিনেমায় কেরিয়ার গড়তে নায়িকার পার্টনার তিনি। যশের প্রথম স্ত্রী কে ? কোথায় থাকেন ?

যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস। তিনি বাঙালি নন। মুম্বাইয়ের বাসিন্দা। সেখানেই চাকরি করেন। কলকাতার আগে মুম্বাইয়ে কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন যশ। সেখানে কল্কে না পেয়ে টলিউডে এসেছেন। মুম্বাইয়ে থাকতেই যশের সঙ্গে আলাপ হয়েছিল শ্বেতার। কিছুদিনের প্রেমের পর শ্বেতাকে বিয়ে করেন। কয়েকদিন সংসার করার পর কলকাতায় আসার সিদ্ধান্ত নেন যশ। সঙ্গে অবশ্য শ্বেতাকে আনেননি। তাকে সেখানেই রেখে আসেন। বর্তমানে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। শুধু স্ত্রীকে নন, মুম্বাইয়ে ফেলে আসেন প্রথম সন্তানকে। যশ ও শ্বেতার ছেলে মায়ের সঙ্গে মুম্বাইয়ে থাকেন।

প্রাক্তন স্বামীর জীবন থেকে দূরে সরে গেলেও আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্বেতা। ছেলে নিয়ে চাকরি করে জীবন যাপন করছেন। প্রাক্তন স্বামীর সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে তিনি মুখ খোলেননি। নিজেকে যাবতীয় বিতর্ক থেকে দূরেই রেখেছেন শ্বেতা সিং।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.