Hema Malini religion: নামে হিন্দু, আসলে হেমা মালিনী মুসলিম , জানতেন ?

সিনেমাতে অভিনয় করতে এসে নাম পাল্টেছেন এমন উদাহরণ প্রচুর। উত্তম কুমার থেকে অক্ষয় কুমার। উদাহরণের শেষ নেই। আবার ধর্ম লুকিয়ে হিন্দু নাম নিয়েছিলেন, এমন উদাহরণও আছে। বলিউডে (Bollywood) কেরিয়ার করতে এসে তাঁদের ধর্মীয় বিশ্বাস অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন শাহরুখ, আমিররা যেটা করতে পারেন, আগের তারকারা তা পারতেন না। তাঁদের ভয় ছিল, ধর্মীয় পরিচয় সামনে এলে, প্রত্যেক মানুষের ভালোবাসা পাওয়া হবে না। তাই মুসলিম হলে নাম পাল্টে হিন্দু হয়েছেন অনেকে। আবার হিন্দু থেকে প্রয়োজনে মুসলিম হলেও লুকিয়ে রেখেছেন সেই পরিচয়। মধুবালা, দিলীপ কুমার থেকে হেমা মালিনী। এই সব মেগা তারকারা আসলে মুসলিম। কিন্তু কেরিয়ারের প্রয়োজনে হিন্দু নাম নিয়েছিলেন।

মধুবালাঃ বলিউডের সর্বকালের সেরা সুন্দরী নায়িকা। ‘আনারকলি’ রূপে তাঁকে চিরদিন মনে রাখবেন দর্শকরা। শুধু রূপ নয়, অভিনয় দিয়েও ভারতবাসীর মন তিনি জয় করেছেন। তাঁর মুক্তোর মতো হাসিতে মজেছিল হাজার হাজার পুরুষ। সিনেমাতে আসার আগে নিজের নাম পাল্টে ছিলেন মধুবালা। তিনি আসলে মুসলিম। আসল নাম মুমতাজ জাহান। হিন্দু নাম নিয়েছিলেন কেরিয়ারের স্বার্থে।


দিলীপ কুমারঃ পাকিস্তান থেকে ভারতে এসে সিনেমাতে কেরিয়ার গড়ে ছিলেন দিলীপ কুমার। সিনেমা জগতে আসার আগে নিজের নাম পাল্টে ছিলেন। আসল নাম ইউসুফ খান। হিন্দু নাম নিলেও ব্যক্তিগতভাবে মুসলিম ধর্ম পালন করতেন। শুধুমাত্র অভিনয়ের জোরে তিনি শুধু ভারতের নয়, বিশ্ববাসীর মন জিতে নিয়েছিলেন। সর্বকালের সেরা নায়ক হিসেবে তিনি আজও চিহ্নিত হন। তাঁর স্ত্রী সায়রা বানু অবশ্য নাম পাল্টাননি।

শর্মিলা ঠাকুরঃ অপুর সংসার থেকে শুরু করে মনসুর আলি খান পতৌদির সংসারে পৌঁছে ছিলেন শর্মিলা ঠাকুর। মুসলিমকে বিয়ে করায় তিনি নিজেও মুসলমান হয়েছিলেন। নাম পাল্টে হয়ে ছিলেন আয়েষা। কিন্তু সিনেমাতে তিনি নাম পাল্টাননি।

হেমা মালিনীঃ হিন্দি সিনেমার ড্রিম গার্ল হেমা মালিনী। অসংখ্য ছবিতে অভিনয় করে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে ছিলেন। আজও তাঁর ভক্ত সংখ্যা কম নয়। তিনি হিন্দু ধর্ম পালন করেন। স্বামী ধর্মেন্দ্রও হিন্দু। কিন্তু দু’জনে বিয়ের সময় মুসলিম ধর্ম নিয়েছিলেন। ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলেন। হিন্দু ধর্মে একটি স্ত্রী থাকলে দ্বিতীয় বিয়ে করা যায় না। আবার প্রথম স্ত্রীকে ছাড়তে রাজি ছিলেন না তিনি। মুসলিমদের একাধিক বিয়েতে অসুবিধা নেই। তাই বিয়ের আগে মুসলিম হয়ে থাকলেও সেই পরিচয় গোপন রাখেন হেমা মালিনী।

আয়েশা টাকিয়াঃ খুব ছোট থেকেই ‘কমপ্ল্যান গার্ল’ হিসেবে জনপ্রিয় ছিলেন আয়েশা টাকিয়া। বড় হওয়ার পর সলমান খান, শাহিদ কাপুরের বিপরীতে নায়িকা হয়েছিলেন। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম নিয়েছিলেন। যদিও তিনি সেই পরিচয় গোপন রাখেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.