Namshi Chakraborty movie Bad Boy review: কেমন হল ‘ব্যাড বয়’, নজর কাড়তে পারলেন মিঠুন পুত্র নমাশি ?


সিনেমাঃ ব্যাড বয়

পরিচালকঃ রাজকুমার সন্তোষী

অভিনয়ঃ নমাশি চক্রবর্তী, আমিন কুরোশি, শ্বাশত চট্টোপাধ্যায়

⭐⭐⭐

একদিকে চলছে সলমান খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’, অন্যদিকে ঐশ্বর্য রাইয়ের ‘পেনিয়ান সেলভান ২’। তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক লো প্রোফাইলে রিলিজ হল মিঠুন পুত্র নমাশি চক্রবর্তীর (Namshi Chakraborty)  ‘ব্যাড বয়’ (Bad Boy)। লো প্রোফাইল এই কারণে যতটা প্রচার হওয়ার কথা ছিল, তার ধারে কাছেও যায়নি ‘ব্যাড বয়’। ভালো শো টাইমও পায়নি। প্রচার কম থাকায় হলে দর্শক ছিল খুব কম। স্টার কিডের সিনেমা। তার উপর মিঠুনের। বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর ‘জিমি’ বক্স অফিসে সুপারফ্লপ ছিল। তারপর একপ্রকার হারিয়ে গিয়েছেন তিনি। একটি বাংলা সিনেমাও করেছিলেন। তাও ফ্লপ। ছোট ছেলের সিনেমা ‘ব্যাড বয়’ (Bad Boy) হিট করবে না ফ্লপ, তা এক-দু’দিনের মধ্যেই বোঝা যাবে। গল্পে তেমন কোন বিশেষত্ব না থাকলেও মেকিং খারাপ নয়। পরিচালক রাজকুমার সন্তোষীর আগের ছবি ‘গান্ধী-গডসে এক যুদ্ধ’ চলেনি। এখন ব্যাড বয় ভরসা। ছবিটি অনেকদিন ধরেই বাক্সবন্দি হয়ে পড়েছিল। করোনা কাল কাটিয়ে এত দিনে রিলিজ করল। কিন্তু প্রচার হল কই ?

ছবির গল্প মোটামুটি সবার জানা। নায়িকাকে প্রথম দেখে প্রেমে পড়ে নায়ক। অনেক চেষ্টা করে নায়িকার মন জয় করে। কিন্তু রাজি নয় নায়িকার বাবা। কারণ নায়ক ব্যাড বয়। তার হাজার দোষ। অনেক কষ্ট করে নায়িকার বাবাকে রাজি করায় নায়ক। তারপর হল বিয়ে। মধুরেন সমাপয়েত। নায়িকার বাবাকে রাজি করাতে একাধিক কমিডি দৃশ্যের অবতরণ করেছেন পরিচালক। ছবির কমেডি দৃশ্যগুলি দেখতে খারাপ লাগে না। আর সেই দায়িত্ব নিজের কাধে তুলে নিয়ে ছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়। বলতে গেলে নায়িকার বাবার চরিত্রে তিনি একাই সিনেমাটিকে অনেকটা টেনে নিয়ে গিয়েছেন। এবার প্রশ্ন হল, প্রথম পরীক্ষায় কত নম্বর পেলেন মিঠুনের ছোট ছেলে নমাশি (Namshi Chakraborty) ? পুরো ছবি দেখে বলা যেতে পারে, ভালোভাবেই পাশ করে গিয়েছেন নমাশি। তিনি বেশ প্রতিভাবান। একাধিক দৃশ্যে নমাশি বাবা মিঠুন চক্রবর্তীকে মনে করিয়েছেন। কমেডিও তিনি খারাপ করেন না। নায়িকা আমিন কুরোশির তেমন কিছু করার ছিল না। চোখে মুখে অভিব্যক্তি একদম নেই। বড় নায়িকা হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে তাঁকে। সব মিলিয়ে 'ব্যাড বয়' (Bad Boy) একবার দেখা যেতেই পারে। কমিডি ছবি হিসেবে খুব খারাপ লাগবে না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.