Ramayan ‘Ram’ Arun Govil daughter sonika: ছোট পর্দার রামের মেয়ে কোন নায়িকার থেকে কম যান না, দেখলে চোখ ফেরাতে পারবেন না

অরুণ গোভিল। সিনেমাতে তেমন না চললেও ছোট পর্দায় তিনি সুপার-ডুপার হিট। ছোট পর্দার তিনি রাম। অনেকের কাছে আজও অরুণ গোভিল জীবন্ত ‘রাম’। এখনও বহু মানুষ তাঁকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যেন সাক্ষাৎ রামের দর্শন হয়েছে। দূরদর্শনের ‘রামায়ণ’ ধারাবাহিকে রাম রূপে অবতীর্ণ হয়ে তিনি যে ইমেজ তৈরি করতে পেরেছেন, তা আর কেউ পারেনি। পরে অনেক ‘রামায়ণ’ হয়েছে বেসরকারি চ্যানেলে। কিন্তু অরুণ গোভিল নিজের স্থানে আজও অনড়। রামায়ণের রামের দুই সন্তান ছিল। লব আর কুশ। পর্দার রাম অরুণ গোভিলেরও দুই সন্তান। তবে লব-কুশ নয়। এক ছেলে এবং এক মেয়ে। অমল আর সোনিকা। দুজনই বিনোদন জগৎ থেকে দূরে আলাদা।

READ MOREস্টার জলসায় এবার আসছেন মা বৈষ্ণোদেবী, কবে থেকে কখন দেখবেন

   

অরুণ গোভিল বিয়ে করেছিলেন শ্রীলেখাকে। দুই সন্তান অমল আর সোনিকাকে নিয়ে তাঁদের সুখের সংসার। এখন সংসার বড় হয়েছে। ছেলের বিয়ে দিয়েছেন। নাতিও হয়েছে। খুব সাধারণ জীবনযাপন তাঁদের। শুধু পর্দার রাম হিসেবে নয়। বাস্তবেও উচ্চ মূল্যবোধ মেনে চলেন অরুণ গোভিল। ছেলেমেয়েদের মধ্যেও সেই মূল্যবোধ রোপণ করেছেন। মেয়ে সোনিকা দেখতে খুব সুন্দরী। কিন্তু সিনেমা জগতকে তিনি কেরিয়ার হিসেবে বেছে নেননি। পড়াশোনায় ভালো সোনিকা সবসময় আলাদা কিছু করতে চেয়েছিলেন। তিনি ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং কমিউনিকেশনের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে মুম্বাইয়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন প্ল্যানিং এক্সিকিউটিভ হিসেবে।


বাবাকে খুব ভালোবাসেন সোনিকা। তবে বাবার পথ অর্থাৎ অভিনয় তিনি বেছে নেননি। লাইম লাইট থেকে নিজেকে দূরেই রেখেছেন। সোশ্যাল সাইটেও খুব সক্রিয় নন। ইন্সটাগ্রামে নিজের প্রোফাইল ব্যক্তিগত করে রেখেছেন। তবে ট্যুইটারে কিছুটা সক্রিয় থাকেন। অন্য কোন বিষয়ে তিনি কিছুই লেখেন না। শুধু বাবার আপডেট দেন। বাবা অরুণ গোভিলের নানা সময়ের ফটো আপলোড করেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.