Aishwaraya Rai first husband: অভিষেক বচ্চন ঐশ্বর্য রাইয়ের দ্বিতীয় স্বামী ! তাহলে প্রথম স্বামী কে ? জানেন ?

রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী ঐশ্বর্য রাই বচ্চন। আজ ১৫ বছর ধরে অভিষেক বচ্চনের ঘর করছেন। মাঝে মাঝে নানা ধরণের জল্পনা শোনা গেলেও সে সব যে মিথ্যা, তা প্রমাণিত। বয়স ৪০ অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও তিনি রূপের দিক থেকে যে কোন নায়িকাকে টক্কর দিতে পারেন। অভিনয়ের দিক থেকে আজও তিনি এগিয়ে। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও থামেনি। প্রেম থেকে বিবাহিত জীবন। সবই মিডিয়ার আলোচনার বিষয়। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য। তার আগে বিশ্ব সুন্দরীর প্রেমিকের তালিকায় ছিলেন সলমান খান থেকে বিবেক ওবেরয়। সবাইকে পিছনে ফেলে বচ্চন পরিবারের বধূ হন ঐশ্বর্য। বিয়ের আগে কিছুদিন অভিষেকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। জানেন কি ? বয়সে ছোট অভিষেক তাঁর প্রথম স্বামী নন ! তাহলে কে ছিলেন ঐশ্বর্যের প্রথম স্বামী ?

অভিষেকের সঙ্গে সাত পাকে ঘোরার আগে বিয়ের পিঁড়িতে বসে ছিলেন ঐশ্বর্য। সেই ব্যক্তি কে? আসলে তিনি কোন মানুষ নন। অভিষেকের সঙ্গে বিয়ের আগে একটি গাছকে বিয়ে করেছিলেন তিনি। এর কারণ, পিছনে আছে এক কুসংস্কার। অনেকেই জানেন, ঐশ্বর্য রাই আসলে মাঙ্গলিক। তাঁর মঙ্গলের দোষ কাটাতে প্রথমে গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়েটি হয়েছিল অত্যন্ত গোপনে কাশীতে। তাই গাছ হল ঐশ্বর্যের প্রথম স্বামী। মঙ্গলের প্রভাবে যদি কোন ক্ষতি হয়, তাহলে সেটি ওই গাছের হবে। অনেকের ধারণা, মেয়ে মাঙ্গলিক হলে স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই অশুভ দিকের কথা মাথায় রেখে ঐশ্বর্যকে একটি গাছের সঙ্গে প্রথমে বিয়ে দেওয়া হয়েছিল।

সেই বিয়ের পর এক বছর অপেক্ষা করেন ঐশ্বর্য রাই। মঙ্গলের দোষ কেটে যাওয়ার পর অভিষেকের সঙ্গে বিয়ে হয়। দেশের অন্যতম বিখ্যাত সিনেমা পরিবার বচ্চন পরিবার। আদপে তাঁরা অত্যন্ত সংস্কারপন্থী। বলা ভালো কুসংস্কার পন্থী। তাঁদের অনুরোধেই ঐশ্বর্য গাছকে বিয়ে করতে বাধ্য হয়ে ছিলেন। শ্বশুর বাড়ির অনুরোধ ফেলতে পারেননি। যদিও এই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন অস্বীকার করেন। সাক্ষাৎকারে বারবার বলেছেন, অভিষেক তাঁর প্রথম স্বামী। তিনি কোন কুসংস্কার মানেন না। মুখে অস্বীকার করলেও এটা ঠিক কাশীর সেই গাছ হল বিশ্ব সুন্দরীর প্রথম স্বামী। তাঁর মঙ্গলের দোষে সেই গাছ মারা গিয়েছিল নাকি আরো বেশি পল্লবিত হয়েছে, তা জানা যায় না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.