21 April episode Anurager chhowa preview: মিশকার মুখোশ সূর্যর সামনে খুলে দিল দীপা, এবার কী হতে চলেছে অনুরাগের ছোঁয়ায় ?

আবারও একসঙ্গে থাকতে শুরু করেছে সূর্য এবং দীপা। সেটা অবশ্য আদালতের নির্দেশ মেনে। কিন্তু মনের ভিতরের চাপা ক্ষোভ আর অভিমান কিছুতেই মিটছে না। দীপার অভিমান সূর্যের ছোঁয়ায় অনেকটা কমলেও সূর্য নিজের মনে রাগ পুষে রাখছে। সে কিছুতেই নিজের অবস্থান থেকে সরছে না। দীপা চায় যাবতীয় দূরত্ব মুছে যাক। কিন্তু সূর্য সেটা চায় না। সে চায় না ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগুক। অভিমান আঁকড়ে বেচে থাকতে চায় সূর্য। দীপা অবশ্য নিজের মতো করে চেষ্টা শুরু করেছে। আগের মতোই স্বামীর যত্ন আত্তি করতে শুরু করেছে। সূর্যকে দীপার পাড়ায় ঢোকার মুখে রীতিমতো জামাই আদর পান। পাড়ার কাকিমারা বরণ করে সূর্যকে। তাতে কিছুটা রাগ হয় তাঁর। কেন দীপা তাঁর পরিচয় সবাইকে জানিয়েছে ? প্রশ্ন তোলেন তিনি।

দীপা তাঁকে জানায়, সূর্য তাঁর বাড়িতে থাকবে, অথচ কেউ জানবে না, তা কী করে হয় ? আর তাছাড়া সে কাউকে কিছু জানাননি। সবটাই করেছে লাবণ্য আর প্রবীর। তারাই আগে থেকে পাড়ার সবাইকে জানিয়েছে। এই কথা শুনে চুপ করে যায় সূর্য। অন্যদিকে, সোনা আর রূপাকে সেনগুপ্ত বাড়ির লোকজন সামলাতে পারছে না। মা-বাবা ছাড়া তারা খাবে না। তখন তাদের ভোলাতে লালকমল আর নীলকমল নাটক করার কথা হয়। খুশি হয় সোনা আর রূপা। তারা মিশকাকে রাক্ষসী রানির চরিত্র করতে বলে। এই নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায়। তাদের চোখে মিশকা হল রাক্ষসী রানি। দীপার বাড়িতে সূর্য যখন স্ত্রী দীপাকে তাঁর জন্য রান্না করতে দেখেন, তখন মনটা খুশিতে ভরে ওঠে। তাঁর মনে হয়, আবার হয়তো সবকিছু আগের মতোই ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সেখানে হাজির হয় মিশকা। কেন তিনি এসেছেন ? প্রশ্ন করেন দীপা। সূর্য জানান, তাঁর বন্ধু মিশকা। তিনি আসতেই পারেন।
 

দীপা জানিয়ে দেন, মিশকাকে তিনি কিছুতেই বাড়িতে ঢুকতে দেবেন না। শুরু তর্ক। দীপা জানিয়েদেন, মিশকা ষড়যন্ত্র করে তাঁদের আলাদা করে ছিল। তাঁর কাছে প্রমাণ আছে। তখনই মিশকা বলেন, তাঁর কাছে কী রেকর্ডিং আছে দেখাতে। দীপা ঘুরিয়ে প্রশ্ন তোলেন, রেকর্ডিং আছে, সে কথা কীভাবে জানতে পারল মিশকা? তার মানে মিশকা রেকডিং গুলি ডিলিট করেছেন। নিজের কথার জালে নিজেই ফেঁসে যায় মিশকা। এরপর কী হবে ? মিশকার সত্য জানতে পেরে যাবেন সূর্য ? জানা যাবে সোমবারের পর্বে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.