অনেক টালবাহানার পর স্টার জলসায় শুরু হয়েছে ‘সাধক রামপ্রসাদ’। প্রথম পর্ব থেকেই সিরিয়ালটি দর্শকের নজর কাড়তে পেরেছে। মা কালীর সঙ্গে রামপ্রসাদের ভাব বিনিময় সবার মন ভরিয়ে দিয়েছে। সব্যসাচী চৌধুরী, সুস্মিলী আচার্য ও মা কালীর ভূমিকায় পায়েল দে’র অভিনয় মানুষের ভালো লেগেছে। এখন দেখার কতদিন এই ভালো লাগা থাকে। তবে টিভি সিরিয়ালের ইতিহাস বলছে, যেকোন আধ্যাত্মিক সিরিয়াল সবসময় হিট হয়। রামায়ণ, মহাভারত থেকে দেবী দুর্গা, মহাদেব, মা কালী, শনিদেব, গণেশ সব সিরিয়াল মানুষ মন দিয়ে দেখেছে। সেই পরম্পরা বজায় রাখতে স্টার জলসা ফের একটি আধ্যাত্মিক সিরিয়াল নিয়ে আসছে। কবে থেকে, কখন দেখা যাবে সেই সিরিয়াল ?
READ MORE: বাস্তবে কেমন দেখতে ছিলেন রাম-সীতা-লক্ষ্মণ , দেখুন ছবি
স্টার জলসার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই চ্যানেলের পর্দায় সম্প্রচারিত হবে ‘জয় মা বৈষ্ণো দেবী’ নামের সিরিয়াল। বৈষ্ণো দেবী মা দুর্গার আর এক রূপ। জম্মুতে যাঁর প্রধান মন্দির। পুরাণ অনুযায়ী, মানব কল্যাণের জন্য পৃথিবীতে মানবী রূপে জন্মে ছিলেন মা বৈষ্ণো দেবী। আদিশক্তির এই রূপ এক রাজকন্যা হয়ে জন্মে ছিলেন। সেই কাহিনী ফুটিয়ে তোলা হবে সিরিয়ালে। মা বৈষ্ণো দেবীর ভূমিকায় বাংলার পূজা বন্দ্যোপাধ্যায়।
তবে এটি বাংলার প্রোডাকশন নয়। হিন্দিতে এই সিরিয়াল স্টার ভারত চ্যানেলে আগে দেখানো হয়েছে। খুব হিট হয়েছিল। সেই কথা মাথায় রেখেই স্টার জলসা সিরিয়ালটির বাংলা ডাবিং সম্প্রচার করবে। এবার থেকে প্রতিদিন রাত ১১টায় দেখানো হবে ‘জয় মা বৈষ্ণো দেবী’। আসলে পুরোটাই চ্যানেলে চ্যানেলের লড়াই। জি বাংলায় ওই সময়ে দেখানো হয় ‘শ্রীকৃষ্ণ’ বাংলা ডাবিং সিরিয়াল। ডাবিং হলেও টিআরপি যথেষ্ট ভালো। সেই টিআরপিতে ভাগ বসাতেই স্টার নিয়ে এসেছে মা বৈষ্ণো দেবীকে। আধ্যাত্মিক সিরিয়াল রাত ১১ টার মতো স্লটেও ভালো টিআরপি দিতে পারে। স্টার জলসা সেখানে কেন পিছিয়ে থাকবে। এর আগে দেখা গিয়েছে, রাত সাড়ে দশটার স্লটেও ‘বামাক্ষ্যাপা’ ভালো টিআরপি দিয়েছিল।
স্টার জলসার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই চ্যানেলের পর্দায় সম্প্রচারিত হবে ‘জয় মা বৈষ্ণো দেবী’ নামের সিরিয়াল। বৈষ্ণো দেবী মা দুর্গার আর এক রূপ। জম্মুতে যাঁর প্রধান মন্দির। পুরাণ অনুযায়ী, মানব কল্যাণের জন্য পৃথিবীতে মানবী রূপে জন্মে ছিলেন মা বৈষ্ণো দেবী। আদিশক্তির এই রূপ এক রাজকন্যা হয়ে জন্মে ছিলেন। সেই কাহিনী ফুটিয়ে তোলা হবে সিরিয়ালে। মা বৈষ্ণো দেবীর ভূমিকায় বাংলার পূজা বন্দ্যোপাধ্যায়।
তবে এটি বাংলার প্রোডাকশন নয়। হিন্দিতে এই সিরিয়াল স্টার ভারত চ্যানেলে আগে দেখানো হয়েছে। খুব হিট হয়েছিল। সেই কথা মাথায় রেখেই স্টার জলসা সিরিয়ালটির বাংলা ডাবিং সম্প্রচার করবে। এবার থেকে প্রতিদিন রাত ১১টায় দেখানো হবে ‘জয় মা বৈষ্ণো দেবী’। আসলে পুরোটাই চ্যানেলে চ্যানেলের লড়াই। জি বাংলায় ওই সময়ে দেখানো হয় ‘শ্রীকৃষ্ণ’ বাংলা ডাবিং সিরিয়াল। ডাবিং হলেও টিআরপি যথেষ্ট ভালো। সেই টিআরপিতে ভাগ বসাতেই স্টার নিয়ে এসেছে মা বৈষ্ণো দেবীকে। আধ্যাত্মিক সিরিয়াল রাত ১১ টার মতো স্লটেও ভালো টিআরপি দিতে পারে। স্টার জলসা সেখানে কেন পিছিয়ে থাকবে। এর আগে দেখা গিয়েছে, রাত সাড়ে দশটার স্লটেও ‘বামাক্ষ্যাপা’ ভালো টিআরপি দিয়েছিল।
No comments:
please do not enter any spam link in the comment box